Homeখবরকলকাতা‘টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে’: খেতাব ধরে রাখলেন সুতুমে, নতুন চ্যাম্পিয়ন কিস্‌সা, ভারতীয়দের...

‘টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে’: খেতাব ধরে রাখলেন সুতুমে, নতুন চ্যাম্পিয়ন কিস্‌সা, ভারতীয়দের হয়ে রেকর্ড গুলবীরের   

প্রকাশিত

কলকাতা: ‘টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে’ ম্যারাথন দৌড়ের পুরুষ বিভাগে প্রথম হলেন উগান্ডার দৌড়বীর স্টিফেন কিস্‌সা। তাঁর কাছে হার মানলেন বর্তমান চ্যাম্পিয়ন ডানিয়েল এবেনিয়ো। মেয়েদের বিভাগে নিজের শিরোপা রক্ষা করলেন ইথিওপিয়ার সুতুমে কেবেডে।

ভারতীয় দৌড়বীররাও ভালো ফল করেছেন। ভারতীয়দের পুরুষদের বিভাগে নতুন ইভেন্ট রেকর্ড সৃষ্টি করলেন গুলবীর সিং এবং মেয়েদের বিভাগে নিজের খেতাব ধরে রাখলেন সঞ্জীবনী যাদব। ভারতীয়দের পুরুষদের বিভাগে দ্বিতীয় হলেন সওয়ান বরওয়াল আর মেয়েদের বিভাগে দ্বিতীয় হলেন লিলি দাস।   

আন্তর্জাতিক মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন খেতাব ধরে রাখলেন সুতুমে কেবেডে (বাঁ দিক থেকে দ্বিতীয়)। ছবি: সঞ্জয় হাজরা।

রবিবার কলকাতায় এই ম্যারাথন দৌড়ের আসর বসে। ঐতিহাসিক রেড রোড থেকে এই ম্যারাথন দৌড় শুরু হয়। ডিসেম্বরের এই সকালে মহানগরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাড়ে ১২ ডিগ্রি। সেই কনকনে ঠান্ডার মধ্যেই দেশের অন্যতম জনপ্রিয় দৌড়ের আসর বসে। এই দৌড়ের বিভিন্ন শাখায় সাড়ে ২০ হাজারেরও বেশি মানুষ যোগদান করেন।

বিস্তারিত ফল

আন্তর্জাতিক পুরুষ বিভাগে স্টিফেন কিস্‌সা দৌড় শেষ করেন ১ ঘণ্টা ১২ মিনিট ৩৩ সেকেন্ডে। মাত্র ৪ সেকেন্ডের জন্য দ্বিতীয় হন কেনিয়ার ডানিয়েল এবেনিয়ো। ১ ঘণ্টা ১২ মিনিট ৫৫ সেকেন্ড সময় করে তৃতীয় হন কেনিয়ারই অ্যান্টনি কিপচিরচির।

ভারতীয়দের পুরুষ বিভাগে তিন স্থানাধিকারী গুলবীর সিং, সওয়ান বরওয়াল এবং গৌরব মাথুরের সঙ্গে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং সোল ক্যাম্পবেল। ছবি: সঞ্জয় হাজরা।

আন্তর্জাতিক মেয়েদের বিভাগে সুতুমে কেবেডে সময় করেন ১ ঘণ্টা ১৯ মিনিট ১৭ সেকেন্ড। ১ ঘণ্টা ১৯ মিনিট ৪৪ সেকেন্ড সময় করে দ্বিতীয় হন কেনিয়ার ভিয়োলা চেপেনগেনো। আর তৃতীয় স্থানাধিকারী বাহরাইনের দেসি জিসা সময় করেন ১ ঘণ্টা ২১ মিনিট ২৯ সেকেন্ড।

ভারতীয়দের পুরুষদের বিভাগে ১ ঘণ্টা ১৪ মিনিট ১০ সেকেন্ড সময় করে নতুন ইভেন্ট রেকর্ড গড়লেন গুলবীর সিং। মাত্র ১ সেকেন্ডের জন্য গুলবীরকে ছুঁতে পারলেন দ্বিতীয় স্থানাধিকারী সওয়ান বরওয়াল। আর ১ ঘণ্টা ১৬ মিনিট ৫৯ সেকেন্ড সময় করে তৃতীয় হলেন গৌরব মাথুর।

দৌড়ের আসরে ছিলেন মেরি কমও। ছবি: রাজীব বসু।    

ভারতীয়দের পুরুষদের বিভাগে সঞ্জীবনী যাদব এবং লিলি দাসের সময় যথাক্রমে ১ ঘণ্টা ২৯ মিনিট ৮ সেকেন্ড এবং ১ ঘণ্টা ৩০ মিনিট ৫৮ সেকেন্ড। তৃতীয় স্থানাধিকারী কবিতা যাদব সময় করেন ১ ঘণ্টা ৩২ মিনিট ১৯ সেকেন্ড।

এ ছাড়াও ছিল বিজয় দিবস ট্রফি এবং পুলিশ কাপ। ১৯৭১-এর ১৬ ডিসেম্বর ভারতীয় ফৌজের সহযোগিতায় বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। এই দিনটিতে বিজয় দিবস পালন করা হয়। বিজয় দিবস ট্রফিতে যোগ দেয় ভারতীয় সেনাবাহিনীর জওয়ানেরা। আর কলকাতা পুলিশের পুরুষ ও মহিলা কর্মীরা যোগ দেন পুলিশ কাপে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

আরও পড়ুন

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

মহানগরীতে অন্য ধরনের ভাইফোঁটা: প্রখ্যাত আলোকচিত্রী ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।