Homeখবরকলকাতা'দ্রোহের কার্নিভাল'কে কেন্দ্র করে উত্তেজনার আশঙ্কা, রানি রাসমণি রোড ও আশপাশের এলাকায়...

‘দ্রোহের কার্নিভাল’কে কেন্দ্র করে উত্তেজনার আশঙ্কা, রানি রাসমণি রোড ও আশপাশের এলাকায় ১৬৩ ধারা জারি

প্রকাশিত

রেড রোডে পুজোর কার্নিভালের উৎসবে যোগ দেওয়ার প্রস্তুতি চলছে যখন, ঠিক তখনই রানি রাসমণি রোডে আরজি কর-কাণ্ডের প্রতিবাদে ‘দ্রোহের কার্নিভাল’-এর ডাক দেওয়া হয়েছে। ‘জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্‌স’-এর ডাকে এই জমায়েত শুরু হওয়ার কথা মঙ্গলবার বিকেল চারটে থেকে। এর জন্য কোনও পুলিশি অনুমতি নেওয়া হয়নি। কার্নিভালে যাতে কোনও বিঘ্ন না ঘটে তার জন্য রানি রাসমণি রোড এবং আশেপাশের এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা করল কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশ মনে করছে, এই দ্রোহের কার্নিভাল পুজোর কার্নিভালে বিঘ্ন ঘটাতে পারে এবং অশান্তি ছড়ানোর সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কমিশনার মনোজ বর্মার স্বাক্ষরিত নির্দেশিকায় রানি রাসমণি রোড এবং আশেপাশের এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা (পূর্বের ১৪৪ ধারা) জারি করা হয়েছে। সোমবার রাতে এই নির্দেশিকা জারি হয়, যা এক দিনের জন্য বলবৎ থাকবে।

১৬৩ ধারা অনুযায়ী, সংশ্লিষ্ট এলাকায় একসঙ্গে চার জনের বেশি মানুষ জমায়েত হতে পারবেন না এবং কোনও ধরনের অস্ত্র বা লাঠি বহন করা নিষিদ্ধ। কোনও মিছিল, সভা, ধর্না বা বিক্ষোভও করা যাবে না।

নিষিদ্ধ এলাকাগুলির মধ্যে রয়েছে রানি রাসমণি রোড, ওয়াই চ্যানেল, নিউ রোড, মেয়ো রোড, আউটরাম রোড, এবং জওহরলাল নেহরু রোড।

পুলিশ কমিশনার জানিয়েছেন, হাই কোর্টের ১১ অক্টোবরের নির্দেশ অনুযায়ী, পুজোর কার্নিভালে কোনও ভাবেই বিঘ্ন ঘটানো যাবে না। এর আগে ত্রিধারাকাণ্ডে অভিযুক্তদের জামিনের সময় আদালত জানিয়ে দিয়েছিল যে পুজোর কার্নিভালের শান্তি বজায় রাখতে হবে।

এই পরিস্থিতিতে পুলিশ রেড রোডে কার্নিভাল পালনের প্রস্তুতি নিচ্ছে, তবে ‘দ্রোহের কার্নিভাল’কে কেন্দ্র করে সম্ভাব্য উত্তেজনার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন

মহানগরীতে অন্য ধরনের ভাইফোঁটা: প্রখ্যাত আলোকচিত্রী ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।

সাইবার জালিয়াতিতে কোটি টাকার ক্ষতি! দেশে শীর্ষে কলকাতা, এক বছরে রেকর্ড ৫৬৪ মামলা

এনসিআরবি-র রিপোর্টে চমক! ২০২৩ সালে কলকাতায় ১ কোটি টাকার বেশি ক্ষতির ৫৬৪টি আর্থিক জালিয়াতির মামলা। দেশের অন্য সব শহরকে পিছনে ফেলেছে লালবাজার।