Home খবর কলকাতা আরজি কর কাণ্ডের বিচার চেয়ে বালিগঞ্জ গর্ভনমেন্ট হাইস্কুলের প্রাক্তনীদের মিছিল

আরজি কর কাণ্ডের বিচার চেয়ে বালিগঞ্জ গর্ভনমেন্ট হাইস্কুলের প্রাক্তনীদের মিছিল

0

নিজস্ব প্রতিনিধি: আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে উত্তাল রাজ্য। কলকাতা-সহ রাজ্যের শহর ও গ্রামে চলছে বিক্ষোভ, ধরনা, মিছিল। ফেসবুকের একটা ছোট্ট ডাক রাস্তায় নামিয়ে দিয়েছে লক্ষ লক্ষ মানুষকে। এবার ‘জাস্টিস ফর আরজি কর’-এর দাবি নিয়ে কলকাতা শহরের পথে নামলেন বালিগঞ্জ গর্ভনমেন্ট হাইস্কুলের প্রাক্তনীরা।

প্রায় শতবর্ষ প্রাচীন বালিগঞ্জ গর্ভনমেন্ট হাইস্কুলের প্রাক্তনীরা শুক্রবার বিকেলে এক মিছিলের আয়োজন করেন। মিছিল শুরু হয় বেলতলা রোডে স্কুলচত্বর থেকে। তারপর সেখান থেকে বালিগঞ্জ সার্কুলার রোড তথা প্রমথেশ বড়ুয়া সরণি হয়ে মিছিল পৌঁছোয় বালিগঞ্জ ফাঁড়ি। এখানে ইউ টার্ন নিয়ে মিছিল এগিয়ে চলে হাজরা রোড ধরে। তারপর তা পৌঁছোয় রিচি রোড তথা পঙ্কজ মল্লিক সরণির মোড়ে। তারপর ডান দিকে ঘুরে পঙ্কজ মল্লিক সরণি ধরে এগিয়ে ডেভিড হেয়ার ট্রেনিং কলেজের সামনে এসে বাঁদিকে ঘুরে ফের স্কুলের সামনে এসে শেষ হয় মিছিল।

মিছিল থেকে আরজি কর কাণ্ডের বিচারের দাবিতে স্লোগান ওঠে। মিছিলের শুরুতে নানা বয়সের প্রাক্তনীদের হাতে ছিল একটি বড়ো ব্যানার। তাতে ধরা ছিল মিছিলের মূল থিম – ‘আজকের পথ হাঁটা, আগামী দিনের পথে দেখাবে’।    

মিছিলকারীদের হাতে ছিল নানা পোস্টার। তাতে লেখা We Want Justice’, ‘জনগণের একটাই স্বর, Justice for RGKar’, ‘আর আষাঢ়ে গল্প নয়, সত্য যেন প্রকাশ হয়’, ‘দোষীদের ঢাকছে যারা, আদৌ কি মানুষ তারা’, ‘স্কুল কলেজে এক স্বর, বিচার চায় R. G. Kar’, ‘নাটক ছেড়ে বিচার করো, R G Kar এর মাথা ধরো’, ‘কোথায় গেল শিরদাঁড়া সব? অন্ধকারে হারিয়ে যাচ্ছে তোমার আমার ভবিষ্যৎ’ ইত্যদি।

মিছিলকারীদের হাতে ধরা এই পোস্টারগুলি পথচলতি মানুষজনের দৃষ্টি আকর্ষণ করে। দীর্ঘ পথ পরিক্রমা করতে মিছিলের সময় লাগে সোয়া ঘণ্টামতো। মিছিল শুরু হয়েছিল বিকেল ৫টা নাগাদ, শেষ হয় সন্ধে সোয়া ৬টা নাগাদ।

আরও পড়ুন

আরজি কর ঘটনার বিচার চেয়ে পথে নামলেন আইনজীবীরা

‘জাস্টিস ফর আরজি কর’-এর দাবিতে শামিল বাঁকুড়ার আকুই গ্রাম, যুবসমাজের উদ্যোগে মৌন মিছিল  

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version