Homeখবরকলকাতাআলিপুরে অত্যাধুনিক গাড়ি পার্কিং জোনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, নাম দিলেন সম্পান্ন

আলিপুরে অত্যাধুনিক গাড়ি পার্কিং জোনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, নাম দিলেন সম্পান্ন

প্রকাশিত

কলকাতা : আলিপুরে আরও এক নতুন সংযোজন। আলিপুরে রাজ্যের বৃহত্তম কার পার্কিং ব্যবস্থার উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্পান্নের উদ্বোধনের পাশাপাশি বেশ কিছু প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। নতুন এই উন্নতমানের গাড়ি পার্কিং ব্যবস্থার নাম সম্পান্ন। নাম দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি উদ্বোধন করলেন পরিবহন ব্যবস্থা সংক্রান্ত অত্যাধুনিক পরিষেবার। আর এত কিছু প্রকল্প এবং নতুন ভবন উদ্বোধন এবং ঘোষণার কথা শুনে স্বাভাবিকভাবে খুশি কলকাতাবাসী।

নবান্ন, সৌজন্য, উত্তীর্ণর পর এবার উদ্বোধন হলো সম্পান্ন। আলিপুর থেকে কলকাতার অন্যতম অত্যাধুনিক মাল্টি লেভেল পার্কিং ভবনের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন মাল্টি লেভেল কার পার্কিং ভবনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, পুলক রায়, স্নেহাশীষ চক্রবর্তী এবং দিলীপ মন্ডল। নতুন ভবনের উদ্বোধনের পাশাপাশি পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত একাধিক অত্যাধুনিক পরিষেবার উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

আলিপুরের অন্যতম অত্যাধুনিক মাল্টি লেভেল কার পার্কিং ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন,” আমরা যখন ভেবেছিলাম ,কোথায় কি করা যায়, সেই করতে করতে ইকোপার্ক, ওয়াক্স মিউজিয়াম, কনভেনশন সেন্টার বানানো হয়েছিল। নবান্ন, সৌজন্য, উত্তীর্ণ তার পাশে ধনধান্য এবং এটার নাম দিলাম সম্পান্ন।” মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, “এই সম্পান্নোর একদিকে যেমন আলিপুর চিড়িয়াখানা অন্যদিকে ধনধান্য স্টেডিয়াম। আবার আলিপুর জেলকেও মিউজিয়াম হিসাবে নতুন করে সাজানো হয়েছে। এই চারটি জায়গার সংযোগস্থলেই তৈরি হয়েছে নতুন পার্কিং স্লট ফলে এখানে আসা মানুষদের আর রাস্তার পাশে গাড়ি রাখতে হবে না অন্যদিকে রাস্তার সংকীর্ণ হয়ে যানজটের পরিস্থিতিও তৈরি হবে না। ভবিষ্যতে এই কার পার্কিং ভবন আরও চার তলা বাড়ানো হবে বলেই জানা যাচ্ছে।

নতুন ভবন উদ্বোধনের পাশাপাশি নতুন একটি পরিষেবা উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান,” এবার আমরা জারি করলাম ভেহিক্যালস লোকেশন ট্র্যাকিং ডিভাইস। এর ফলে সব গাড়িতেই নজর রাখবে পুলিশ ও পরিবহন দপ্তর। মেয়েদের উপর কোন অত্যাচার হচ্ছে কিনা সেদিকেও নজর রাখা হবে। নজর থাকবে গতি স্থান সহ সমস্ত বিষয়ে। কোন কিছু করবার হলেই প্যানিক বাটন বাজবে। বাটন টিপলেই পুলিশ জানতে পারবে আপনার সমস্যা হয়েছে।”

এই অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, আগামী তিন মাসের মধ্যে কলকাতা আরও একটি স্টেডিয়াম পেতে চলেছে। সায়েন্স সিটির মতোই তৈরি হচ্ছে আরও একটি ইন্ডোর স্টেডিয়াম। যেটি শঙ্খের আকৃতি। আগামী পয়লা বৈশাখের মধ্যেই উদ্বোধন করা হবে এই স্টেডিয়ামের। এছাড়াও আলিপুর গ্রিন সিটি প্রকল্পের কাজ এবং কালীঘাটের স্কাই ওয়াকের কাজ সহ আদি গঙ্গা সংস্কারের কাজ নিয়েও সবুজ সংকেত দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...

ঘরামি-অনুষ্টুপের লড়াইয়ে রনজি ট্রফির ম্যাচে গুজরাতের বিপক্ষে সুবিধাজনক অবস্থায় বাংলা

কলকাতা: সুদীপ ঘরামির দ্বিতীয় টানা অর্ধশতক ও অনুষ্টুপ মজুমদারের অপরাজিত ধৈর্যশীল ইনিংসের দৌলতে গুজরাতের...

পাকিস্তানি জেনারেলকে ‘বিতর্কিত মানচিত্র’ উপহার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে অস্বস্তি সৃষ্টি করলেন মুহাম্মদ ইউনূস

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মুহাম্মদ ইউনূস আবার কূটনৈতিক বিতর্কের কেন্দ্রে। এবার তিনি পাকিস্তানি সেনার...

আরও পড়ুন

মহানগরীতে অন্য ধরনের ভাইফোঁটা: প্রখ্যাত আলোকচিত্রী ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।

সাইবার জালিয়াতিতে কোটি টাকার ক্ষতি! দেশে শীর্ষে কলকাতা, এক বছরে রেকর্ড ৫৬৪ মামলা

এনসিআরবি-র রিপোর্টে চমক! ২০২৩ সালে কলকাতায় ১ কোটি টাকার বেশি ক্ষতির ৫৬৪টি আর্থিক জালিয়াতির মামলা। দেশের অন্য সব শহরকে পিছনে ফেলেছে লালবাজার।