Homeখবরকলকাতামিছিলে উত্তাল মহানগরী, পথে অপর্ণা সেন-সহ টলিউডের অভিনেতা-অভিনেত্রীরাও, রাতে ধর্মতলায় চলছে ধর্না...

মিছিলে উত্তাল মহানগরী, পথে অপর্ণা সেন-সহ টলিউডের অভিনেতা-অভিনেত্রীরাও, রাতে ধর্মতলায় চলছে ধর্না  

প্রকাশিত

কলকাতা: ‘তিলোত্তমা’র বিচার চেয়ে, আরজি কর কাণ্ডের বিচার চেয়ে মহানগরীতে প্রতিবাদ মিছিল চলছেই। ছুটির দিন রবিবারও হয়ে উঠল আন্দোলনের রবিবার। তবে শুধু কলকাতাতেই নয়, বিচারের দাবিতে মিছিল হয়েছে রাজ্যের জেলা শহরগুলিতেও। আর এই সব মিছিল-জমায়েতের অধিকাংশই ছিল অরাজনৈতিক।

তবে এদিনের সবচেয়ে উল্লেখযোগ্য ‘আমরা তিলোত্তমা’র প্রতিবাদ। আরজি কর কাণ্ডে বিচার চেয়ে এদিন বিকেল ৩টের কিছু পরে কলেজ স্কোয়ার থেকে মিছিল বেরোয়। এই অরাজনৈতিক মিছিলের আয়োজন করে ‘আমরা তিলোত্তমা’। মিছিলের থিম ছিল ‘একলা নয়, আমার-আপনার মহামিছিল’। মিছিলকারীদের হাতে ছিল নানা পোস্টার – ‘বিচার যতই থমকে রবে, গর্জন ততই তীব্র হবে’, ‘নারী সমাজ জ্বলছে তিলোত্তমা বলছে We Want Justice’, ‘প্রতিবাদের একটাই স্বর, জাস্টিস ফর RG Kar, ‘শেষ না দেখে ছাড়ব না’, JUSTICE DELAYED IS JUSTICE DENIED’ ইত্যাদি।

‘আমরা তিলোত্তমা’র মিছিল। ছবি: রাজীব বসু।

মিছিলে সাধারণ মানুষের সঙ্গে পা মেলান টলিউডের বেশ কিছু অভিনেতা-অভিনেত্রী। এঁদের মধ্যে ছিলেন অপর্ণা সেন, স্বস্তিকা মুখোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, উষসী চক্রবর্তী, অপরাজিতা আঢ্য, বিদীপ্তা চক্রবর্তী, সোহিনী সরকার, দেবলীনা দত্ত, সৌম্য বন্দ্যোপাধ্যায়, সংগীতশিল্পী লগ্নজিতা রায় প্রমুখ। মিছিলে ছোটোরাও যোগ দেয়। বড়োদের মতো তারাও মাথায় ‘তিলোত্তমা’ লেখা বেগনি ফেট্টি বেঁধে স্লোগান দিতে থাকে। সাধারণ মানুষের সঙ্গে টলিউডের সেলিব্রেটিরাও স্লোগান দিতে থাকেন। মিছিল থেকে স্লোগান ওঠে, “দফা এক, দাবি এক, সব দোষী শাস্তি পাক।”

কলেজ স্কোয়ার থেকে ‘আমরা তিলোত্তমা’র মিছিল ধর্মতলায় পৌঁছোনোর পরেই রানি রাসমণি অ্যাভিনিউতে ধর্নায় বসে পড়েন মিছিলকারীরা। উদ্যোক্তারা জানিয়েছেন, ভোর ৪টে অবধি ধর্না অবস্থান চলবে। সাধারণ মিছিলকারীদের সঙ্গে ধর্নায় রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকার, বিদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্ত, উষসী চক্রবর্তী প্রমুখ। 

রাত ১টা। চলছে ধর্না। ছবি বিদীপ্তা চক্রবর্তী ও উষসী চক্রবর্তীর ফেসবুক থেকে।

রাত ১টা, চলছে ধর্না

অনেক সাধারণ মানুষও সপরিবার ধর্নায় বসে রয়েছেন। ইতিমধ্যে একটি পথনাটিকাও অভিনীত হয়েছে। সেই পথনাটিকার মাধ্যমে আরজি কর কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। রাত ১টার খবর, ধর্না চলছে। মুহূর্তে মুহূর্তে সুবিচারের দাবিতে স্লোগান উঠছে। স্বাস্থ্য, শিক্ষা, নারী ও শিশুকল্যাণ এবং পরিবহণ – রাজ্য সরকারের এই চার দফতরের কাছে পাঠানো হয়েছে ইমেল। সেই ইমেলের জবাব না পাওয়া পর্যন্ত অবস্থান চলবে বলে প্রতিবাদীরা জানিয়েছেন।

ধর্নামঞ্চে মত্ত যুবক। ছবি: রাজীব বসু।

ধর্নামঞ্চে মত্ত যুবক

রাতে ধর্মতলার ধর্নামঞ্চে হঠাৎ এক মত্ত যুবক ঢুকে পড়ে। স্বস্তিকা মুখোপাধ্যায়, উষসী চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তীরা যেখানে অবস্থান বিক্ষোভ করছেন সেখানে আচমকাই ঢুকে পড়ে ওই যুবক। অভিযোগ, মহিলাদের সঙ্গে সে নাকি দুর্ব্যবহারও করে। পুলিশ এসে ওই যুবককে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়।

রানুছায়া মঞ্চে পথনাটিকা। ছবি: রাজীব বসু।

অ্যাকাডেমির সামনে পথনাটিকা

এদিন বিকেলে আরজি কর কাণ্ডের বিচার চেয়ে অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-এর সামনেও প্রতিবাদ-বিক্ষোভের আয়োজন করা হয়। একই সঙ্গে রানুছায়া মঞ্চে পথনাটিকা অভিনীত হয়। প্রতিবাদকারীদের পরণে ছিল কালো পোশাক।

আরও পড়ুন

তিলোত্তমার দোষীদের কঠোর শাস্তির দাবিতে পথে নামলেন রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

অতিরিক্ত লঙ্কা খাওয়ায় ক্যানসারের ঝুঁকি! নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

ঝাল খাবার খেতে ভালোবাসেন? সাবধান! নতুন গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত লঙ্কা খেলে পাকস্থলী, কোলোন ও খাদ্যনালীর ক্যানসারের ঝুঁকি বাড়ে। তবে সীমিত পরিমাণে খেলে লঙ্কা শরীরের পক্ষে উপকারী।

শান্ত থাকুন, তাড়াহুড়ো নয়, নিরাপদে গন্তব্যে পৌঁছোন: ক্রিকেটনায়িকা জেমিমাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের নতুন বার্তা

খবর অনলাইন ডেস্ক: অসাধারণ পারফরম্যান্সে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছেন জেমিমা...

ভারতের প্রথম চরম দারিদ্র্যমুক্ত রাজ্য কেরল: মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ঐতিহাসিক ঘোষণা

খবর অনলাইন ডেস্ক: কেরল পিরাভি দিবসের দিনেই ইতিহাস গড়ল রাজ্য সরকার। শুক্রবার (১ নভেম্বর)...

দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টি, উত্তরবঙ্গে ধীরে ধীরে স্বস্তি; দুর্বল মোন্থা এখন ঝাড়খণ্ডে নিম্নচাপে

কলকাতাসহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় শনিবারও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে কমেছে বৃষ্টি। ঘূর্ণিঝড় মোন্থা শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের কাছে নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার থেকে রাজ্যে আবহাওয়া স্বাভাবিক হওয়ার ইঙ্গিত।

আরও পড়ুন

শান্ত থাকুন, তাড়াহুড়ো নয়, নিরাপদে গন্তব্যে পৌঁছোন: ক্রিকেটনায়িকা জেমিমাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের নতুন বার্তা

খবর অনলাইন ডেস্ক: অসাধারণ পারফরম্যান্সে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছেন জেমিমা...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।