রবিবার তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলা এলাকায় মানুষের ঢল নামার সম্ভাবনা রয়েছে। এই কারণে শহরের বিভিন্ন রাস্তায় যানজটের আশঙ্কা করে আগেভাগেই কলকাতা পুলিশ বিশেষ ব্যবস্থা নিয়েছে। শহরের বিস্তীর্ণ এলাকায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
শনিবার থেকেই বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মী-সমর্থকরা কলকাতায় আসতে শুরু করেছেন। রবিবার সকালে ভিড় আরও বাড়বে বলে অনুমান করা হচ্ছে। শহরতলি থেকেও বহু মানুষ ধর্মতলায় আসবেন। এই কারণে ধর্মতলা এবং আশপাশের এলাকায় প্রবল যানজটের সম্ভাবনা রয়েছে। প্রতি বছরই এই ধরনের পরিস্থিতি এড়াতে কলকাতা পুলিশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করে থাকে।
কলকাতা পুলিশ জানিয়েছে, রবিবার সকাল থেকে রাত পর্যন্ত শহরের বেশ কিছু রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে। এছাড়া কিছু রাস্তায় গাড়ির অভিমুখ ঘুরিয়ে দেওয়া হবে। পুলিশ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আর্মহার্স্ট স্ট্রিট, কেসি সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত, বিধান সরণি, কলেজ স্ট্রিট, ব্রেবর্ন রোড, হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমন্ট স্ট্রিট পর্যন্ত স্ট্র্যান্ড রোড, বিবি গাঙুলি স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট, নিউ সিআইটি রোড এবং রবীন্দ্র সরণিতে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
কলকাতার রাস্তায় ভারী যান চলাচলও নিয়ন্ত্রণ করা হয়েছে। রবিবার ভোর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সমস্ত ভারী মালবাহী যান চালানো যাবে না। তবে কিছু বিশেষ ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, যেমন গ্যাস সিলিন্ডারবাহী গাড়ি, পেট্রোলিয়াম তেল পরিবহণকারী গাড়ি, অক্সিজেন সিলিন্ডারবাহী গাড়ি, ওষুধ, সব্জি, ফল এবং দুধ পরিবহণকারী যান।
কলকাতার বিভিন্ন রাস্তায় গাড়ি পার্কিং নিয়েও বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এবং তার আশপাশের এলাকায়, এজেসি বোস রোডের কিছু অংশে, হেস্টিংস ক্রসিং এবং ক্যাথিড্রাল রোডের মধ্যবর্তী এলাকা, হসপিটাল রোড, কুইন্সওয়ে, ক্যাথিড্রাল রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ এবং লাভার্স লেনে কোনও গাড়ি পার্ক করা যাবে না। তৃণমূলের মিছিলের রাস্তা ধরে প্রয়োজনে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। রবিবার শহরে কোনও ট্রাম চলাচল করবে না।