Homeখবরকলকাতারবিবারও ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু: চলছে কেব্‌ল পরিবর্তন ও বড়সড় সংস্কারকাজ,...

রবিবারও ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু: চলছে কেব্‌ল পরিবর্তন ও বড়সড় সংস্কারকাজ, কবে শেষ হবে?

রক্ষণাবেক্ষণের জন্য রবিবার ১৬ ঘণ্টা বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু। প্রথম পর্যায়ে ১৯টি কেব্‌ল বদলানোর কাজ চলছে। ইতিমধ্যেই ১৬টি হোল্ডিং কেব্‌ল মেরামত হয়েছে। পুলিশ জানিয়েছে বিকল্প রুট।

প্রকাশিত

রবিবারও মেরামত এবং রক্ষণাবেক্ষণের কাজের জন্য ১৬ ঘণ্টা ধরে বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু)। আগেই বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানিয়েছিল কলকাতা পুলিশ। গত অগস্ট মাস থেকে প্রায় প্রতি সপ্তাহান্তেই সেতুটি আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ রাখা হচ্ছে।

সপ্তাহের পাঁচ কার্যদিবস—সোম থেকে শুক্রবার—সেতুতে গাড়ির চাপ অত্যন্ত বেশি। দিনে অন্তত এক লক্ষেরও বেশি গাড়ি যাতায়াত করে এই সেতু দিয়ে। তাই যানবাহনের চাপ কম থাকে এমন সপ্তাহান্তকে বেছে নেওয়া হয়েছে সেতুর সংস্কারকাজের জন্য। কোনও সপ্তাহে শুধুমাত্র রবিবার দিনের বেশ কয়েক ঘণ্টা, আবার কোনও সপ্তাহে শনিবার–রবিবার মিলিয়ে ১৬–১৭ ঘণ্টা ধরে সেতু বন্ধ রাখা হচ্ছে। সেই অনুযায়ী কলকাতা ও হাওড়া পুলিশ বিকল্প রুটও নির্ধারণ করেছে।

১৫২টি কেব্‌লে দাঁড়িয়ে সেতু, প্রথম পর্যায়ে বদলাবে ১৯টি কেব্‌ল

প্রশাসনিক সূত্রের খবর, বিদ্যাসাগর সেতুকে ধরে রেখেছে মোট ১৫২টি কেব্‌ল। প্রথম পর্যায়ে ১৯টি কেব্‌ল বদলানোর পরিকল্পনা হয়েছে এবং সেইমতো কাজ চলছে। প্রতিটি কেব্‌ল বদলাতে প্রায় এক মাস সময় লাগে।

লক্ষ্য রাখা হয়েছে, আগামী ২০২৬ সালের ৩১ মে-র মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ করা হবে। প্রয়োজনে সময়সীমা আরও বাড়ানো হতে পারে। কেব্‌ল বদলানোর প্রথম ধাপে ব্যয় হবে ২৫০ কোটি টাকা

বিদেশে অনুরূপ সেতু ভেঙে পড়ার পর সতর্কতা বেড়েছে

প্রশাসনিক সূত্র বলছে, সম্প্রতি বিদেশে বিদ্যাসাগর সেতুর মতো একটি সেতু ভেঙে পড়ার পর থেকেই সতর্কতা বাড়ায় কর্তৃপক্ষ। সেতুর বয়সও ইতিমধ্যে ২৫ বছরের বেশি হয়ে গিয়েছে। ফলে কেব্‌ল পরীক্ষা এবং মেরামতির কাজ দ্রুতগতিতে শুরু হয়।

 সেতুটির নির্মাতা জার্মান সংস্থা ২০১৩ সালেও পরিদর্শন করেছিল। বর্তমান সংস্কারের সময় তাদের পুরনো রিপোর্টকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চলছে কাজ

এখন কলকাতা এবং ফ্রান্সের দুটি সংস্থা যৌথভাবে সংস্কারের কাজ করছে। ফরাসি সংস্থার সঙ্গে দক্ষিণ আফ্রিকা ও স্পেনের বিশেষজ্ঞেরা যুক্ত আছেন। বিদেশ থেকে আনা হয়েছে বিশেষ যন্ত্রপাতি ও নির্মাণ সামগ্রী।
জানা গিয়েছে, ইতিমধ্যেই ১৬টি হোল্ডিং কেব্‌ল মেরামত করা হয়েছে। খরচ হয়েছে প্রায় ৯০ কোটি টাকা

কলকাতা পুলিশের নির্ধারিত বিকল্প রুট

লালবাজার জানিয়েছে—

১। জিরাট আইল্যান্ড ⇒ AJC Bose Road দিক থেকে

  • আসা গাড়িগুলোকে টার্ফ ভিউ হয়ে হেস্টিংস ক্রসিংয়ে ঘুরানো হবে।
  • সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড ধরে যেতে পারবে হাওড়া ব্রিজে।
  • হেস্টিংস ক্রসিং থেকে ডানদিকে ঘুরে কেপি রোডেও যেতে পারবেন চালকরা।

২। JN Island ⇒ KP Road দিক থেকে

  • গাড়িগুলোকে ১১ ফারলং গেট হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে পাঠানো হবে।

৩। CGR Road ⇒ খিদিরপুর দিক থেকে

  • হেস্টিংস ক্রসিং দিয়ে বাঁ দিকে ঘুরিয়ে দেওয়া হবে গাড়িগুলোকে।

৪। KP Road এর গাড়ি

  • ওয়াই পয়েন্ট দিয়ে ১১ ফারলং গেটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
  • সেখান থেকে রেড রোড ধরে হাওড়া ব্রিজে যাওয়া যাবে।

আরও পড়ুন: আন্তর্জাতিক স্বীকৃতি! আইইউসিএন-এর ‘গুড’ রেটিং পেল সিকিমের কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দিল্লি বিস্ফোরণ: অবৈধ উপায়ে ২০ লক্ষ টাকা পেয়েছিলেন অভিযুক্ত উমর মহম্মদ, বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এফআইআর

খবর অনলাইন ডেস্ক: লালকেল্লার কাছে পার্কিং এলাকায় বিস্ফোরণে কমপক্ষে ১৩ জনের মৃত্যু ও ২০...

দাদরি গণহত্যার দশ বছর পরে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারে উদ্যোগী যোগী আদিত্যনাথের সরকার

খবর অনলাইন ডেস্ক: এক দশক আগের ঘটনা। উত্তরপ্রদেশের দাদরিতে গণপিটুনিতে প্রাণ হারিয়েছিলেন মহম্মদ আখলাক।...

ভারত-দঃ আফ্রিকা ১ম টেস্ট: জাদেজার জাদুতে ধস দক্ষিণ আফ্রিকার, কঠিন পিচে নাটকীয় মোড় দ্বিতীয় দিনে

খবর অনলাইন ডেস্ক: ভারত দ্বিতীয় দিনের খেলার শুরুতে মাত্র একটি উইকেট হারিয়ে ১২২ রানে...

তিন দশক ধরে ভোটে না লড়েও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, শেষ কবে বিধায়ক হয়েছিলেন

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ১৯৮৫-এর পর আর MLA হননি। ৩০ বছর ধরে লেজিসলেটিভ কাউন্সিলের মাধ্যমে সক্রিয় রাজনীতি। লোকসভায়ও ছ’বার নির্বাচিত নীতীশের রাজনৈতিক যাত্রাপথ নিয়ে প্রতিবেদন।

আরও পড়ুন

ভোরে এজরা স্ট্রিটে ভয়াবহ আগুন, গুদাম ছাড়িয়ে ছড়াল আবাসনে, ২৩টি ইঞ্জিনে আগুন নেভানোর চেষ্টা

কলকাতার এজ়রা স্ট্রিটে ভোরবেলা গুদামে ভয়াবহ আগুন। ২৩টি ইঞ্জিনে লড়াই দমকলের। আগুন ছড়িয়েছে আশপাশের বাড়িতেও। ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রবল।

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবি কিউবার ‘টু দ্য ওয়েস্ট ইন জাপ্টা’, গৌতম ঘোষকে আজীবন সম্মাননা

খবর অনলাইন ডেস্ক: ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) পর্দা নামল বৃহস্পতিবার। এবারের উৎসবে...

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...