Homeখবরকলকাতা২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, বিকল্প রুট জানাল কলকাতা পুলিশ

২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, বিকল্প রুট জানাল কলকাতা পুলিশ

প্রকাশিত

মেরামতি এবং কোনা এক্সপ্রেসওয়ের ‘এলিভেটেড করিডর’-এর কাজের জন্য আগামী শনিবার (১৬ অগস্ট) রাত ৯টা থেকে রবিবার (১৭ অগস্ট) রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু)। এই সময় কোনও ভারী পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে না সেতু দিয়ে। বুধবার এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে কলকাতা পুলিশ।

পুলিশ সূত্রে খবর, সাঁতরাগাছি বাস টার্মিনাসে কাজের জন্য স্টিলের সামগ্রী পরিবহন, পাশাপাশি সেতুর কেবল ও বিয়ারিং মেরামত ও তদারকির কাজ হবে। সাধারণ মানুষের সুরক্ষা এবং যান চলাচলের সুবিধার্থে বিকল্প রুট ঠিক করে দেওয়া হয়েছে।

বিকল্প রুট পরিকল্পনা:

  • ছোট গাড়ি: হাওড়া ব্রিজ দিয়ে যাতায়াত।
  • ভারী পণ্যবাহী গাড়ি: নিবেদিতা সেতু ও বিটি রোড ব্যবহার।
  • আন্দুল রোড, ড্রেনেজ ক্যানেল এবং জিটি রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে ট্রাক।
  • জ়িরাট আইল্যান্ড দিক থেকে এজেসি বোস রোড হয়ে আসা গাড়ি হেস্টিংস ক্রসিং ঘুরিয়ে হাওড়া ব্রিজে পাঠানো হবে।
  • কেপি রোড দিক থেকে আসা গাড়ি ওয়াই পয়েন্ট হয়ে ১১ ফারলং গেট ঘুরিয়ে রেড রোড হয়ে হাওড়া ব্রিজে যাবে।
  • খিদিরপুর দিক থেকে সিজিআর রোড হয়ে আসা গাড়ি হেস্টিংস ক্রসিং ঘুরে হাওড়া ব্রিজের দিকে যাবে।

এর আগে জুন মাসেও রক্ষণাবেক্ষণ কাজের জন্য কয়েক ঘণ্টা করে সেতু বন্ধ ছিল। এবার হুগলি নদী ব্রিজ কমিশনার্স অথরিটির তত্ত্বাবধানে ২৪ ঘণ্টার জন্য পুরোপুরি যান চলাচল বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতুতে।

আরও পড়ুন: কলকাতায় আধ কাঠা জমিতেও মিলবে বাড়ি তৈরির অনুমোদন, রাজ্য মন্ত্রিসভার সবুজ সংকেত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

শেষ হতে চলেছে এক যুগ! বন্ধ হচ্ছে এমটিভি-র মিউজিক চ্যানেলগুলি, ২০২৫ সালের শেষে অন্তিম সম্প্রচার

এক যুগের অবসান। Paramount Global জানিয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বন্ধ হয়ে যাবে MTV-র মিউজিক চ্যানেলগুলি— MTV 80s, MTV 90s, MTV Music, Club MTV ও MTV Live। পরিবর্তিত দর্শক চাহিদাই এর প্রধান কারণ।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।

আলোর উৎসব দীপাবলিতে ঘরসাজাতে জোরকদমে চলছে কেনাকাটা

আলোর উৎসবে ঘর সাজিয়ে তুলতে কেনাকাটা শুরু হয়েছে জোর কদমে।

আরও পড়ুন

পুর নিয়োগ দুর্নীতিতে তল্লাশি অভিযান, মন্ত্রী সুজিতের দফতর-সহ কলকাতায় ১৩ জায়গা থেকে ৪৫ লক্ষ টাকা উদ্ধার, দাবি ইডির

পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্তে কলকাতা ও আশপাশে ১৩ জায়গায় তল্লাশি চালালো ইডি। বাজেয়াপ্ত নগদ ৪৫ লক্ষ টাকা ও নথিপত্র, যার ব্যাখ্যা পাওয়া যায়নি। দমকলমন্ত্রী সুজিত বসুর দফতর ও সংস্থাতেও তল্লাশি চালানো হয়েছে।

কলকাতা দুর্গাপূজা কার্নিভাল ২০২৫: নৃত্য-সংগীত সহযোগে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলল বর্ণাঢ্য শোভাযাত্রা

কলকাতা: শুরু হয়েছিল ২০১৬-তে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। মাঝে এক বছর বাদ ছিল...

অপরাধপ্রবণতা বাড়ছে নাবালকদের মধ্যে! এক বছরে ৯ থেকে ১১৫ — চমকে দিল কলকাতার পরিসংখ্যান

এনসিআরবি ২০২৩ রিপোর্টে উদ্বেগজনক চিত্র— শিশুদের বিরুদ্ধে অপরাধ কমলেও, অপরাধে যুক্ত হচ্ছে আরও বেশি নাবালক। এক বছরে ৯ থেকে বেড়ে ১১৫ জন নাবালক অভিযুক্ত হয়েছেন কলকাতায়।