Homeখবরকলকাতাকেন্দ্রের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রকের অধীনে ‘বিকশিত ভারত ইয়ং লিডার’ কর্মসূচির...

কেন্দ্রের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রকের অধীনে ‘বিকশিত ভারত ইয়ং লিডার’ কর্মসূচির কথা ঘোষণা কলকাতায়  

প্রকাশিত

সঞ্জয় হাজরা

‘বিকশিত ভারত ইয়ং লিডারস ডায়লগ’ নামে একটি বিশেষ কর্মসূচি চালু হল কেন্দ্রীয় সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রকের অধীনে ‘মাই ভারত’ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য স্থানীয় প্রতিভাবান যুব নেতৃত্বের সন্ধান করা এবং তার বিকাশ ঘটানো। কর্মসূচি শুরু হবে আগামী ২৫ নভেম্বর।   

বৃহস্পতিবার কলকাতার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচি্র কথা ঘোষণা করা হয়। ওই কর্মসূচির কী উদ্দেশ্য তা-ও ব্যাখ্যা করা হয় ওই অনুষ্ঠানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায়, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ডেপুটি ডাইরেক্টর, রাজ্য যুব কল্যাণ দফতরের মুখ্য আধিকারিক-সহ বিশিষ্ট ব্যক্তিরা।

‘বিকশিত ভারত’ কর্মসূচির মাধ্যমে যুবকরা তাঁদের দৃষ্টিভঙ্গি ও মতামত বিনিময়ের একটা প্ল্যাটফর্ম পাবেন। পাশাপাশি, জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মত বিনিময়েরও সুযোগ পারেন।

এই কর্মসূচির চারটি পর্যায় রয়েছে। প্রথম পর্যায়ে রয়েছে বিকশিত ভারত কুইজ প্রতিযোগিতা। ২৫ থেকে ২৯ বছর বয়সের মধ্যে যে কোনো ব্যক্তি এই প্রতিযোগিতা যোগ দিতে পারবেন। এই কুইজ প্রতিযোগিতা চলবে ২৫ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত।

প্রথম পর্যায়ে যাঁরা কৃতকার্য হবেন তাঁদের ১০টি বিষয়ের উপরে রচনা বা ব্লগ লিখতে হবে। এটি হল প্রতিযোগিতার দ্বিতীয় পর্যায়। ওই বিষয়গুলির মধ্যে রয়েছে বিকশিত ভারত নির্মাণে প্রযুক্তির অবদান, শক্তিশালী যুবক সম্প্রদায় গঠন করা ইত্যাদি।

দ্বিতীয় পর্যায়ে যাঁরা উত্তীর্ণ হবেন, তাঁরা সশরীর উপস্থিত হয়ে নিজেদের বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। এটি হল প্রতিযোগিতার তৃতীয় পর্যায়। আর তৃতীয় পর্যায়ে যাঁরা উত্তীর্ণ হবেন, তাঁরা ২০২৫-এর ১১ ও ১২ জানুয়ারি জাতীয় যুব উৎসবে যোগ দেবেন এবং প্রধানমন্ত্রীর সামনে তাঁদের মতামত ও দৃষ্টিভঙ্গি উপস্থাপন করবেন। এটিই হল ‘বিকশিত ভারত’ কর্মসূচির শেষ পর্যায়।

ছবি: প্রতিবেদক

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পুজোয় বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পশ্চিমবঙ্গের

এবার পুজোটাই পড়েছে বর্ষাতে। তাই বর্ষার আর কী দোষ! বৃষ্টি হবেই। কিছু করার নেই।

নির্ধারিত সময়ের আগেই রাজস্থানে বর্ষা বিদায়, পশ্চিমবঙ্গে কবে?

রাজস্থানের পশ্চিম প্রান্ত থেকে নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষার বিদায়যাত্রা শুরু। পঞ্জাব-গুজরাট থেকেও বিদায় নেবে বর্ষা। এদিকে দিঘায় ১২ ঘণ্টায় রেকর্ড ১৯৮ মিমি বৃষ্টি।

এশিয়া কাপ: পাকিস্তান ধরাশায়ী, গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতল ভারত  

পাকিস্তান: ১২৭-৯ (শাহিবজাদা ফারহান ৪০, শাহিন শাহ আফ্রিদি ৩৩ নট আউট, কুলদীপ যাদব ৩-১৮,...

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।