Homeখবরকলকাতাতপ্ত এই শহরের বুকে আজও জল বয়ে চলে গুটি কয়েক ভিস্তিওয়ালা

তপ্ত এই শহরের বুকে আজও জল বয়ে চলে গুটি কয়েক ভিস্তিওয়ালা

প্রকাশিত

কলকাতার পথচলতি কত ইতিহাস হেলায় হারিয়ে যায়। সময়সাক্ষ্য পেরিয়ে যার মর্ম হয়তো কোথাও সমগ্রতাকে একটু হলেও স্পর্শ করে। কারণ তার পরিক্রমা আজও যে অব্যাহত। অথচ এ-কালের নগরে সে বড়ো বেমানান। তাকে ধরে রাখার কথা মানুষ কখনও ভাবেনি।

চারিদিক জনশূন্য, দুপুরের রোদে খালি মাথায় ‘ভিস্তিওয়ালা’ চলেছে। এই রোদে মাথা ফেটে যাচ্ছে। তৃষ্ণায় ছাতি ফাটছে। আহার এখনও তার বাকি, তবু এখন জল নিয়ে পৌঁছোনোর সময় গন্তব্যে।

তাপমাত্রা ছুঁতে পারে ৪৫-এর ওপর। এই সময় জল আর অক্সিজেনের খুব প্রয়োজন। অথচ আমরা নির্বিচারে গাছ ধ্বংস করছি। জলের বাড়ছে সংকট। ভাবার সময় এসেছে।

তপ্ত এই শহরের বুকে আজও জল বয়ে চলে গুটি কয়েক ভিস্তিওয়ালা

মোঘল যুগেও নাকি ভিস্তিওয়ালারা ছিলেন। বেহেস্ত থেকে ভিস্তি শব্দটা এসেছে। আগেকার দিনে মানুষেরা মনে করতেন যেন স্বর্গ থেকে ঠান্ডা জল বহন করে তারা নিয়ে আসেন। তাদের চামড়ার ব্যাগটিকে বলা হয় মশক। শোনা যায় হুমায়ুনকে প্রাণে বাঁচিয়েছিলেন এক ভিস্তিওয়ালা। তাই নবাব দিল্লির মসনদে সেই ভিস্তিওয়ালাকে একদিনের শাহেনশা বানিয়ে দেন। আজ তাদের আর কেউ সেভাবে মনে রাখে না।

কলকাতার হাওয়ায় তখন কোম্পানির আমল। সাহেব-মেমরা সকালবিকেল জুড়িগাড়ি চেপে পথে ঘুরতে বের হতেন। তার আগেই খুব ভোরে ভিস্তিওয়ালারা নিয়ম করে রাস্তা ধুয়ে দিতেন।

রবীন্দ্রনাথ লিখেছিলেন,
‘তখন বেগে ছুটিল ঝাঁকে ঝাঁকে,
মশক কাঁধে একুশ লাখ ভিস্তি।
পুকুর বিলে রহিল শুধু পাঁক,
নদীর জলে নাহিকো চলে ভিস্তি।’

আজও টিকে আছে কলকাতায় এই পুরোনো পেশা। জনাকয়েক ভিস্তিওয়ালা শহরের রাস্তায় দেখা যায়। ঘরদোর পরিষ্কার ও নিত্য কাজের জন্য অনেকটা পথ পেরিয়ে ওরা ভালোবেসে মানুষকে একইভাবে জল পৌঁছে দিয়ে চলেছে। আর উপার্জন, সামান্য কিছু টাকা।

ভিস্তিওলার চামড়ার ব্যাগ। ছবি মকুট তপাদার

চিৎপুর ও দর্ম্মহাটা হাতের তেলোর মতো পরিচিত হলে কোনো একবার লটারির মতো দেখা পেতে পারেন ভিস্তিওয়ালার। খুঁজে পেতে পারেন ওদের একরাশ নৈরাশ্য আর শহরের প্রতি গভীর টান।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাবুবাগানের পুজোয় রাজপ্রাসাদে বাংলার লোকসংস্কৃতির মিলনমেলা

দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী বাবুবাগানের দুর্গাপুজোয় এবছর থিম বাংলার লোকসংস্কৃতি। বিশালাকার রাজপ্রাসাদের আদলে গড়ে উঠছে মণ্ডপ, যেখানে বিভিন্ন লোকশিল্পী নৃত্য-গানে মুখরিত করবেন পরিবেশ।

মহালয়া থেকে দেবীপক্ষের প্রথম দু’দিন: দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা

দেবীপক্ষের শুরুতে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা। ২৩ সেপ্টেম্বরের পর নিম্নচাপের গতিপথেই নির্ভর করবে পুজোর আবহাওয়া।

বৃহস্পতিবার থেকে শহরের বাজারে বাংলাদেশের ইলিশ, দাম শুনেই চোখ কপালে উঠবে

বিশ্বকর্মা পুজোর ছুটিতে সামান্য দেরি হলেও মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত প্রায় ৫০ টন ইলিশ ঢুকল পেট্রাপোলে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার পাইকারি ও খুচরো বাজারে বিক্রি শুরু হবে।

বিদ্যাসাগর সেন্ট্রালের পুজোয় অভিনব থিম: ‘জীবনের মূল রঙ — এক বিন্দু জল’

বিদ্যাসাগর সেন্ট্রাল সর্বজনীন দুর্গোৎসবে এবছরের থিম ‘জীবনের মূল রঙ — এক বিন্দু জল’। শিল্পী বিভাস মুখোপাধ্যায়ের সৃজনে মণ্ডপসজ্জায় উঠে আসছে জল সংরক্ষণের বার্তা।

আরও পড়ুন

বৃহস্পতিবার থেকে শহরের বাজারে বাংলাদেশের ইলিশ, দাম শুনেই চোখ কপালে উঠবে

বিশ্বকর্মা পুজোর ছুটিতে সামান্য দেরি হলেও মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত প্রায় ৫০ টন ইলিশ ঢুকল পেট্রাপোলে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার পাইকারি ও খুচরো বাজারে বিক্রি শুরু হবে।

পুজোয় আসছে ‘ইকোজেনিক’, বর্জ্যকে কাঠকয়লায় পরিণত করার প্রযুক্তি আনছে কলকাতা পুরসভা

পুজোতেই চালু হচ্ছে কলকাতা পুরসভার পরিবেশবান্ধব প্রযুক্তি ‘ইকোজেনিক’। মণ্ডপের বর্জ্য থেকেই তৈরি হবে কাঠকয়লা ও জ্বালানি, জানালেন মেয়র ফিরহাদ হাকিম।

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম