Homeখবরকলকাতা'শপথ সমস্যা মেটান', বিধানসভায় আসার অনুরোধ জানিয়ে এবার রাজ্যপালকে চিঠি স্পিকারের

‘শপথ সমস্যা মেটান’, বিধানসভায় আসার অনুরোধ জানিয়ে এবার রাজ্যপালকে চিঠি স্পিকারের

প্রকাশিত

কলকাতা: বিধানসভায় দুই নির্বাচিত বিধায়কের শপথগ্রহণ সংক্রান্ত জটিলতা মেটানোর জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের অনুরোধ করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজ্যপালকে চিঠি লিখে তিনি বিধানসভায় এসে শপথগ্রহণ করানোর অনুরোধ করেছেন।

এর আগে বৃহস্পতিবারই স্পিকার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও একই বিষয়ে চিঠি পাঠিয়েছেন। রাষ্ট্রপতিকে পাঠানো সাত পাতার চিঠিতে স্পিকার অভিযোগ করেছেন যে, রাজ্যপাল শপথগ্রহণের ক্ষেত্রে “একবগ্গা” আচরণ করছেন, যা সুস্থ গণতন্ত্রের পরিপন্থী। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে বাংলার প্রাক্তন রাজ্যপাল এবং বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গেও আলোচনা করবেন বলে জানিয়েছেন।

রাজ্যপাল সিভি আনন্দ বোস বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন, যার ফলে তিনি কলকাতায় ফিরে আসা পর্যন্ত শপথগ্রহণ সংক্রান্ত সমস্যার সমাধান হবে না বলেই ধারণা করা হচ্ছে।

শপথগ্রহণ নিয়ে সায়ন্তিকা ও রায়াতের অনড় অবস্থান

বরাহনগরের উপনির্বাচনে জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার উপনির্বাচনে জয়ী প্রার্থী রায়াত হোসেন সরকার এখনও বিধায়ক হিসাবে শপথগ্রহণ করতে পারেননি। নিয়ম অনুযায়ী, রাজ্যপাল জয়ী প্রার্থীদের শপথগ্রহণ করান। তবে দুই বিধায়কই রাজভবনে গিয়ে শপথ নিতে রাজি নন। তাঁদের দাবি, রাজ্যপালকে বিধানসভায় এসে তাঁদের শপথগ্রহণ করাতে হবে অথবা স্পিকার বা ডেপুটি স্পিকারকেও এই দায়িত্ব দিতে পারেন রাজ্যপাল।

রাজ্যপাল এই দাবিতে রাজি না হওয়ায়, সায়ন্তিকা এবং রায়াত বিধানসভায় ধর্নায় বসেছেন। তাঁদের অবস্থান, শপথগ্রহণ না হওয়া পর্যন্ত বিধানসভায় সংবিধানের প্রণেতা অম্বেডকর মূর্তির পাদদেশে ধর্না জারি থাকবে।

স্পিকারের চিঠির আবেদন

বিধানসভা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে রাজ্যপালকে চিঠি পাঠিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শপথগ্রহণের জটিলতা এড়ানোর জন্য রাজ্যপালকে বিধানসভায় আসার অনুরোধ করেছেন। চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে, রাজ্যপাল বিধানসভায় এসে দুই নির্বাচিত প্রার্থীকে শপথবাক্য পাঠ করালে সমস্যার সমাধান হবে।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জানান, তাঁদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে যেতে নিষেধ করেছেন। তাই তাঁরা অন্য যে কোনও জায়গায় শপথগ্রহণে রাজি আছেন, তবে রাজভবনে নয়।

এই পরিস্থিতিতে, রাজ্যপালের দিল্লি থেকে ফিরে আসা এবং শপথগ্রহণের জটিলতা মেটানোই এখন রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দু।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পাকিস্তানি জেনারেলকে ‘বিতর্কিত মানচিত্র’ উপহার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে অস্বস্তি সৃষ্টি করলেন মুহাম্মদ ইউনূস

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মুহাম্মদ ইউনূস আবার কূটনৈতিক বিতর্কের কেন্দ্রে। এবার তিনি পাকিস্তানি সেনার...

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

আরও পড়ুন

মহানগরীতে অন্য ধরনের ভাইফোঁটা: প্রখ্যাত আলোকচিত্রী ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।

সাইবার জালিয়াতিতে কোটি টাকার ক্ষতি! দেশে শীর্ষে কলকাতা, এক বছরে রেকর্ড ৫৬৪ মামলা

এনসিআরবি-র রিপোর্টে চমক! ২০২৩ সালে কলকাতায় ১ কোটি টাকার বেশি ক্ষতির ৫৬৪টি আর্থিক জালিয়াতির মামলা। দেশের অন্য সব শহরকে পিছনে ফেলেছে লালবাজার।