ভূমিকম্পে কেঁপে উঠল রাজস্থান ও অরুণাচলপ্রদেশ। অরুণাচলের চাংলাংয়ে রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৫, যেখানে রাজস্থানের বিকানেরে ৪.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, রবিবার (২৬ মার্চ) রাত ২টো বেজে ১৬ মিনিট ৩৭ সেকেন্ডে রাজস্থানের বিকানেরে ভূমিকম্প অনুভূত হয়। তার কিছুক্ষণ আগে, রাত ১টা বেজে ৪৫ মিনিট ৯ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয় অরুণাচলপ্রদেশের চাংলাংয়ে। ভূমিকম্পের তীব্রতা কম হওয়ায় কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, দুদিন আগে, বৃহস্পতিবারও অরুণাচলের চাংলাংয়ে ভূমিকম্প অনুভূত হয়েছিল। দুপুর ২টো নাগাদ ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্প হয়। সেবার ভূমিকম্পের তীব্রতা রেকর্ড করা হয় ৪.২। ওই ভূমিকম্পেও হতাহত খবর পাওয়া যায়নি।
শুক্রবার সকালে ছত্তীসগঢ় এবং মধ্যপ্রদেশে দুটি ভূমিকম্পের পরে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছিল রাজ্যগুলিতে। সকাল ১০টা ৩১ মিনিটে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের ৪.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে এবং ছত্তীসগঢ়ের অম্বিকাপুরের নিকটবর্তী এলাকায় সকাল ১০টা ২৮ মিনিটে ৩.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।