Homeখবরদেশসংসদ চত্বরে ধাক্কাধাক্কি, তীব্র চাপানউতোর বিজেপি-কংগ্রেসের

সংসদ চত্বরে ধাক্কাধাক্কি, তীব্র চাপানউতোর বিজেপি-কংগ্রেসের

প্রকাশিত

নয়াদিল্লি: সংসদ চত্বরে বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র ষড়ঙ্গীর আঘাত পাওয়ার ঘটনায় বিজেপি ও কংগ্রেস একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে এবং নিজেদের দাবি সমর্থনে ভিডিও প্রকাশও করেছে।

বিজেপির শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রাহুল গান্ধী আঘাতপ্রাপ্ত ষড়ঙ্গীর কাছে গিয়ে কথা বলেন এবং পরে চলে যান। এই ভিডিও নিয়ে বিজেপি বলেছে, এটি গান্ধী পরিবারের অহংকারের প্রকাশ। অন্যদিকে, কংগ্রেস একটি ভিডিও শেয়ার করে দাবি করেছে, বিজেপি সাংসদরা কংগ্রেস সাংসদদের সংসদে প্রবেশ করতে বাধা দিচ্ছিলেন।

বৃহস্পতিবার সংসদে বিজেপি এবং বিরোধীদের বিক্ষোভে উত্তাল পরিবেশ তৈরি হয়। দুই পক্ষই সংবিধানের স্থপতি ড. বি আর অম্বেডকরকে অবমাননার অভিযোগে একে অপরের বিরুদ্ধে সরব হয়। এই বিতর্কের সূত্রপাত হয় সংবিধান বিতর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য নিয়ে। কংগ্রেস অভিযোগ করেছে, অম্বেডকরকে অপমান করেছেন অমিত শাহ। বিজেপি পাল্টা অভিযোগ করেছে, বিরোধীরা মন্ত্রীর বক্তব্য বিকৃত করে জনগণকে বিভ্রান্ত করছে।

ধাক্কাধাক্কির অভিযোগ

বিজেপি সাংসদ ষড়ঙ্গী অভিযোগ করেছেন, রাহুল গান্ধী কংগ্রেস সাংসদ মুকেশ রাজপুতকে ধাক্কা দেন, যার ফলে রাজপুত ভারসাম্য হারিয়ে ষড়ঙ্গীর ওপর পড়ে যান। অন্যদিকে, রাহুল গান্ধী বলেছেন, বিজেপি সাংসদরা তাঁকে এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে সংসদে প্রবেশে বাধা দিচ্ছিলেন।

এক ভিডিওতে দেখা গেছে, ষড়ঙ্গীর কাছে গিয়ে রাহুল গান্ধী তাঁকে দেখেন এবং কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে চলে যান। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে রাহুলের উদ্দেশে বলেন, “লজ্জা করে না? আপনি গুন্ডার মতো আচরণ করছেন।”

বিজেপি নেতা ভূপেন্দ্র যাদব এক্স (আগের টুইটার) পোস্টে লেখেন, “প্রবীণ সাংসদ ষড়ঙ্গীকে আঘাত করার পর ক্ষমা না চেয়ে রাহুল গান্ধী অহংকার দেখিয়ে চলে গেলেন। এটিই গান্ধী পরিবারের আসল চেহারা।”

কংগ্রেসের পাল্টা অভিযোগ

কংগ্রেসও তাদের ভিডিও শেয়ার করে দাবি করেছে, বিজেপি সাংসদরা লাঠি নিয়ে তাদের সাংসদদের ধাক্কাধাক্কি করে সংসদে প্রবেশে বাধা দিচ্ছিলেন। মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করেছেন, বিজেপি সাংসদরা তাঁকে ধাক্কা দেন, যার ফলে তিনি পড়ে যান এবং হাঁটুতে চোট পান।

সংসদীয় বিতর্ক ও বিক্ষোভে উত্তপ্ত পরিবেশের মধ্যে, বিজেপি ঘোষণা করেছে তারা রাহুল গান্ধীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...