Homeখবরদেশপ্রাক্তন 'অগ্নিবীর'দের জন্য সিআইএসএফে ১০ শতাংশ সংরক্ষণ, বয়সে ছাড় ঘোষণা কেন্দ্রের

প্রাক্তন ‘অগ্নিবীর’দের জন্য সিআইএসএফে ১০ শতাংশ সংরক্ষণ, বয়সে ছাড় ঘোষণা কেন্দ্রের

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

নয়াদিল্লি: সশস্ত্র বাহিনীতে নিয়োগের জন্য কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পে (Agnipath Scheme) সুযোগ-সুবিধা আরও বাড়ল। প্রাক্তন অগ্নিবীরদের (Agniveer) জন্য সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)-এ শূন্যপদ সংরক্ষণ, বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় সংক্রান্ত একাধিক সংশোধনী ঘোষণা করল স্বরাষ্ট্র মন্ত্রক।

সিআইএসএফে ১০ শতাংশ সংরক্ষণ

বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিআইএসএফের শূন্যপদ পূরণে প্রাক্তন অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ করা হয়েছে। এর পাশাপাশি প্রথম ব্যাচের প্রাক্তন অগ্নিবীরদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড় দেওয়া হবে। পরবর্তী সমস্ত ব্যাচের জন্য এই ছাড় মিলবে তিন বছরের। এ ছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাক্তন অগ্নিবীরদের সিআইএসএফের শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে শারীরিক দক্ষতার পরীক্ষা দিতে হবে না। এর জন্য সিআইএসএফ আইন, ১৯৬৮ সংশোধন করেছে স্বরাষ্ট্রমন্ত্রক।

গত বছরের ১৪ জুন ঘোষণার পর থেকেই ‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে বিক্ষোভ দেখা দিয়েছিল দেশের বিভিন্ন প্রান্তে। ঘোষণার পর থেকে উদ্ভুত পরিস্থিতি বিবেচনা করে পরিকল্পনায় একাধিক বদল এনেছে কেন্দ্র। ইতিমধ্যে অগ্নিপথ প্রকল্পে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

বিএসএফে ১০ শতাংশ সংরক্ষণ

সম্প্রতি প্রাক্তন অগ্নিবীরদের বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)-এ নিয়োগের বিষয়েও একই রকমের ঘোষণা করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক। গত সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছিল, বর্ডার সিকিউরিটি ফোর্সে (BSF) প্রাক্তন অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ চালু হয়েছে। পাশাপাশি বয়সসীমাতেও শিথিলতা আনা হয়েছে। প্রকল্পের প্রথম ব্যচ এবং অন্য ব্যাচের জন্য এই বয়সসীমা পৃথক। বিবৃতি অনুসারে, বর্ডার সিকিউরিটি ফোর্স, জেনারেল ডিউটি ক্যাডার (নন-গেজেটেড) নিয়োগ বিধি ২০১৫-য় সংশোধনী আনা হয়েছে। কনস্টেবল পদের সঙ্গে সম্পর্কিত অংশে সংশোধনী অনুযায়ী, প্রাক্তন অগ্নিবীরদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা শিথিল করা হয়েছে। প্রকল্পের প্রথম ব্যাচের প্রাক্তন অগ্নিবীরদের জন্য পাঁচ বছর এবং পরবর্তী সমস্ত ব্যাচের জন্য তিন বছর পর্যন্ত বয়সের ছাড় মিলবে। এ ছাড়াও, বর্ডার সিকিউরিটি ফোর্স, জেনারেল ডিউটি ক্যাডার (নন-গেজেটেড) নিয়োগ বিধি ২০২৩ সংশোধনী অনুযায়ী, প্রাক্তন অগ্নিবীরদের নিয়োগের ক্ষেত্রে শারীরিক দক্ষতার পরীক্ষা নেওয়া থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

৭৫ শতাংশ অগ্নিবীরের কী হবে

প্রসঙ্গত, অগ্নিবীর প্রকল্পের প্রারম্ভিক ঘোষণায় বলা হয়েছিল, চার বছরের মেয়াদ শেষে শুধুমাত্র ২৫ শতাংশকে প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ করা হবে। বাকি ৭৫ শতাংশের ভবিষ্যৎ অনিশ্চিত। চার বছর পর অবসরের সময় এককালীন একটা টাকা মিললেও পেনশন এবং অন্য সুবিধা পাবেন না তাঁরা। প্রশ্ন ওঠে, দেশের যুবকদের চাকরির বড়ো ভরসা হল ভারতীয় সেনা। কিন্তু চাকরির স্থায়িত্ব নিয়ে সংশয় থাকছে। চার বছর পর ঘরে ফেরত পাঠানো ৭৫ শতাংশ অগ্নিবীরের কী হবে? এর পর বিক্ষোভের জেরে কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী এবং অসম রাইফেলসে প্রাক্তন অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ শূন্যপদ সংরক্ষণ করা হয়।

আরও পড়ুন: ISRO YUVIKA: মহাকাশ গবেষণায় অংশ নেওয়ার দারুণ সুযোগ! রেজিস্ট্রেশন শুরু ২০ মার্চ

সাম্প্রতিকতম

বাংলা বললেই গ্রেফতার? ‘লুকিয়ে কেন্দ্রের নোটিফিকেশন’, রাজপথে ক্ষোভ মমতার

ভিনরাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে মিছিল মুখ্যমন্ত্রী মমতার। অভিযোগ, বাংলা ভাষায় কথা বললেই ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি। ওড়িশা সরকারকে সরাসরি সতর্ক করলেন তৃণমূল নেত্রী।

এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া বহাল, হাই কোর্টে খারিজ হল সব আবেদন! রাজ্যের বড় জয় বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

এসএসসির নতুন নিয়োগবিধিকে চ্যালেঞ্জ করে করা সব আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, নিয়োগের বিষয়ে এসএসসি নিজেই যোগ্যতামান ঠিক করতে পারে। রাজ্যের মতে, এটি বড় জয়।

বাংলায় কথা বললেই সন্দেহ! নাগরিকত্বের প্রশ্নে কেন্দ্রকে হলফনামা দিতে বলল হাই কোর্ট

বাংলাভাষীদের সন্দেহের চোখে দেখার অভিযোগে কেন্দ্রকে তুলোধোনা। নাগরিকত্ব নির্ধারণের পদ্ধতি, আটক ও বহিষ্কারের তথ্য হলফনামায় জানানোর নির্দেশ হাই কোর্টের। শুনানি ফের ৪ অগস্ট।

খালি পেটে নয়! গ্রিন টি কখন খাবেন, জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

খালি পেটে গ্রিন টি খেলে হতে পারে অ্যাসিডিটি, হজমের সমস্যা, অনিদ্রা। কখন ও কীভাবে গ্রিন টি খাবেন, দিনে কতবার খাবেন—জানুন বিশদে।

আরও পড়ুন

ISS-এ ১৮ দিনের অভিযান! সফলভাবে পৃথিরীতে ফিরলেন শুভাংশু শুক্লা সহ নভশ্চরেরা

শুভাংশু শুক্লা সহ নভশ্চরেরা সফলভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরলেন। প্রায় ১২.২ মিলিয়ন কিমি পথ অতিক্রম করে এই অভিযান ভারতের মহাকাশ গবেষণায় এক নতুন দিগন্তের সূচনা করল।

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা: ‘তুমি জ্বালানি বন্ধ করলে কেন?’ — ককপিটের রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য, কী বলল বিমানসংস্থা?

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় প্রকাশ্যে এল ককপিট কথোপকথন। পাইলটদের মধ্যে জ্বালানি বন্ধ নিয়ে উত্তপ্ত প্রশ্নোত্তর। তদন্ত রিপোর্টে নেই পাখির ধাক্কার প্রমাণ।

৭৫ বছর বয়সে সরে যাওয়ার পরামর্শ ভাগবতের, মোদিকে নিশানা করে কটাক্ষ কংগ্রেসের

৭৫ বছর বয়স হলে নেতাদের সরে যাওয়ার পরামর্শ মোহন ভাগবতের। আরএসএস প্রধানের এই মন্তব্য ঘিরে মোদিকে বিঁধল কংগ্রেস। এক তীর, দুটি লক্ষ্য বলে কটাক্ষ জয়রাম রমেশের।