মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ ১০০ পড়ুয়া, চাঞ্চল্য অমরাবতীতে

অমরাবতী : এরাজ্যে মিড ডে মিল নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে গত কয়েক মাসে। কখনও শিশুদের খাবারে মিলেছে সাপ, কখনও আবার টিকটিকি, ইঁদুর। কোথায় গাফিলতি? তা খতিয়ে দেখতে রাজ্যে এসেছে দিল্লির ওই টিম। দলে রয়েছেন ইউনিসেফের প্রতিনিধি, অধ্যাপক। আর এই প্রতিনিধি দল রাজ্যে থাকাকালীনই ঘটে গেল বিপত্তি।

মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ প্রায় ১০০ জনেরও বেশি পড়ুয়া। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশ সত্তেনাপল্লি মন্ডলের রামাকৃষ্ণাপূরম গুরুকুলা স্কুলে। সোমবার স্কুলে রান্না হয়েছিল মাংস। সেই খাবার খাওয়ার পরেই প্রায় ৫০ জন পড়ুয়ার পেটে ব্যথার কথা জানা যায়। শুরু হয় বমি বমি ভাব। এপর ক্রমশ সেই সংখ্যা বাড়তে থাকে।

তড়িঘড়ি প্রায় ১০০ জনেরও বেশি পড়ুয়াকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। যদিও বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলেই জানা যাচ্ছে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, বদ হজমের কারণে ঘটেছে এমন ঘটনা। যদিও বিস্তারিত রিপোর্টের অপেক্ষায় রয়েছে স্কুল কর্তৃপক্ষ।

ঘটনা প্রসঙ্গে জানাতে গিয়ে অন্ধপ্রদেশের পাল্লারুর ডিস্ট্রিক্ট কালেক্টরেট শিবশঙ্কর লোঠেতি জানান,’নজর রাখা হচ্ছে গোটা পরিস্থিতির ওপর। পড়ুয়াদের স্বাস্থ্যের অবস্থার দিকেও নজর রাখা হচ্ছে’।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন