টলিপাড়ার অন্যতম লাস্যময়ী অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। বরাবরই সংবাদমাধ্যমের শিরোনামে নিজের সৌন্দর্যের জন্য আসেন তিনি।
অভিনয় নিয়ে যত না চর্চায় থাকেন তার চেয়ে বেশি সোশ্যাল মিডিয়ায় মিডিয়ায় নজর কাড়েন টলিপাড়ার এই জনপ্রিয় অভিনেত্রী। প্রায় প্রতিদিনই রিল ভিডিও আর ছবি পোস্ট করেন দ্য মোস্ট লিডিং হিরো বনি সেনগুপ্তর প্রেমিকা।
এই মুহূর্তে ইনস্টাগ্রামে লেটেস্ট ট্রেন্ড বার্বি। সেই ট্রেন্ড থেকে বাদ থাকলেন না কৌশানী মুখোপধ্যায়ও। শর্ট নীল ড্রেস পরে বার্বির আদলে রিল শেয়ার করলেন কৌশানী। ক্যাপশনে লিখলেন, আমি নীল বার্বি।
একদিকে তার এই ছবি দেখে মন্ত্রমুগ্ধ নেট পাড়ার একাংশ। তবে অপরংশ কটাক্ষ করতে ছাড়েনি পুরনো বিষয় নিয়ে।
পড়ুন: কিয়ারার জন্মদিন উদযাপন করতে কোথায় গেলেন সিদ্ধার্থ? মা হওয়ার ব্যাপারে কী জানালেন অভিনেত্রী?
এর আগেও দুবাই ঘুরতে গিয়ে বুর্জ খলিফার সামনে দাঁড়িয়েও ছবি শেয়ার করেছিলেন তিনি৷ আবার অনুরাগীদের তিনি মোহিত করেছেন উইংস অফ ড্রিমসের সামনে থেকেও ৷
লাল শর্ট ড্রেস আর রোদ চশমায় রীতিমতো মোহময়ী হয়ে উঠেছেন অভিনেত্রী৷ তার লম্বা খোলা চুলও নজর কেড়েছিল অনুরাগীদের৷
বিলাসবহুল কাঁচের বিল্ডিংয়ে শুয়ে আবেদনময়ী পোস্ট দিয়ে উষ্ণতা ছড়িয়েছেন অভিনেত্রী।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন