মুম্বই: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় ২৪ বছর বয়সি ফাতিমা খানরকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। ধৃত মহিলা মুম্বইয়ের থানে এলাকায় পরিবারের সঙ্গে বাস করেন। তাঁর কমপিটার সায়েন্সে বিএসসি ডিগ্রি রয়েছে।
মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফাতিমার বিরুদ্ধে অভিযোগ, তার মোবাইল নম্বর থেকে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীকে ১০ দিনের মধ্যে পদত্যাগ না করলে তাঁকে ‘বাবা সিদ্দিকের মতো’ খুন করা হবে। সম্প্রতি, মুম্বই ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুমে এই মেসেজটি পায়।
এই ঘটনার কয়েক সপ্তাহ আগেও মুম্বই পুলিশ একাধিক খুনের হুমকি পেয়েছে, বিশেষ করে বলিউড তারকা সালমান খানের বিরুদ্ধে। অভিনেতার বিরুদ্ধে হুমকিতে বলা হয়, সালমানকে খুন করা হবে যদি তিনি দুই কোটি টাকা না দেন। পুলিশ ইতিমধ্যেই এই হুমকি পাঠানোর অভিযোগে এক সবজি বিক্রেতা এবং এক ট্যাটু শিল্পীকে গ্রেফতার করেছে।
সর্বশেষ হুমকি বার্তায় বাবার সিদ্দিকের ছেলে এবং বান্দ্রার বিধায়ক জিশান সিদ্দিকের নামও উল্লেখ করা হয়েছে। বাবার সিদ্দিক মুম্বইয়ের প্রাক্তন মন্ত্রী। গত অক্টোবরের ১২ তারিখে তাঁর অফিসের কাছে তাঁকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে জেলবন্দী গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং।
মুম্বই পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। ফাতিমা খানের মানসিক সমস্যা রয়েছে বলেও জানা গেছে। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।