মাত্র এক ঘণ্টার ব্যবধানে ভেঙে পড়ল বায়ুসেনা তিনটি বিমান। এএবআই-এর প্রতিবেদন অনুযায়ী, দুটি বিমান ভেঙেছে মধ্যপ্রদেশের মোরেনায় এবং একটি ভেঙে পড়ছে রাজস্থানের ভরতপুরে।
মধ্যপ্রদেশ
প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মধ্যপ্রদেশে ভেঙে পড়া দুটি বিমানের মধ্যে একটি হল সুখোই ৩০ ও অন্যটি হল মিরাজ ২০০০ যুদ্ধবিমান।
দুটি বিমান গোয়ালিয়রের বায়ুঘাঁটি থেকে উড়ান শুরু করেছিলেন। মাঝে আকাশে দুটি বিমানের মধ্যে ধাক্কা লেগেছে কি না তার জন্য ‘কোর্ট অফ এনকোয়ারি’ গঠন করবে বায়ুসেনা। দুর্ঘটনার সময় সুখোই ৩০-তে ছিলেন দু’জন পাইলট এবং মিরাজে ছিলেন একজন। প্রাথমিক ভাবে খবর দু’জনই সুরক্ষিত রয়েছেন। তৃতীয় জন খুঁজতে একটি চপার ইতিমধ্যে রওনা দিয়েছে।
রাজস্থান
সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকালে ভরতপুর জেলা একটি বিমান ভেঙে পড়ে। পুলিশ সুপার শ্যাম সিং জানিয়ে, একটি ফাঁকা মাঠে বিমানটি ভেঙে পড়ে। প্রথমে মনে করা হয়েছিল একটি চার্টার জেট বিমান ভেঙে পড়েছে পড়ে দেখা যায় সেটি বায়ু সেনার বিমান। দুর্ঘটনার কারণ জানা যায় নি।
সূত্র উদ্ধৃত করে এএনআই জানিয়েছে, ওই দুর্ঘটনা নিয়ে চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান এবং বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর সঙ্গে যোগাযোগ রাখছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তাঁকে পুরো ঘটনাটি জানিয়েছেন বায়ুসেনা প্রধান। পাইলটরা কেমন আছেন, তা জেনেছেন প্রতিরক্ষা মন্ত্রী।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এক টুইটে বলেছেন, ‘মোরেনার কোলারাসের কাছে বিমান বাহিনীর সুখোই-৩০ এবং মিরাজ-২০০০ বিমান বিধ্বস্ত হওয়ার খবর খুবই দুঃখজনক। আমি স্থানীয় প্রশাসনকে উদ্ধারের কাজে সহযোগিতা করার নির্দেশ দিয়েছি। দ্রুত উদ্ধার ও ত্রাণে কাজে নেমেছে বাহিনী। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন বিমানের পাইলটরা নিরাপদে থাকেন।’