Homeখবরদেশবিশ্বের সবচেয়ে দূষিত ৫০ শহরের মধ্যে ৩৯টি ভারতে, দিল্লির পরেই কলকাতা

বিশ্বের সবচেয়ে দূষিত ৫০ শহরের মধ্যে ৩৯টি ভারতে, দিল্লির পরেই কলকাতা

প্রকাশিত

মঙ্গলবার প্রকাশিত হয়েছে ২০২২ সালে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকা। উল্লেখযোগ্য ভাবে, বিশ্বের সবচেয়ে দূষিত ৫০টি শহরের মধ্যে ৩৯টিই ভারতে। তবে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ভারত এখন বিশ্বের সবচেয়ে দূষিত দেশের তালিকায় অষ্টম স্থানে রয়েছে। যেখানে ২০২১ সালে ছিল পঞ্চম স্থানে।

সবচেয়ে দূষিত ১০টি দেশ

সবচেয়ে দূষিত ১০টি দেশের তালিকায় রয়েছে চাদ প্রজাতন্ত্র, ইরাক, পাকিস্তান, বাহরিন, বাংলাদেশ, বুরকিনা ফাসো, কুয়েত, ভারত, মিশর এবং তাজিকিস্তান। ইতিমধ্যে, ছ’টি দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পিএম২.৫ নির্দেশিকা পূরণ করেছে (বার্ষিক গড় প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রাম বা তার কম)। দেশগুলি হল অস্ট্রেলিয়া, এস্তোনিয়া, ফিনল্যান্ড, গ্রেনাডা, আইসল্যান্ড এবং নিউজিল্যান্ড।

পিএম২.৫ মাত্রা নেমে এসেছে প্রতি ঘনমিটারে ৫৩.৫ মাইক্রোগ্রাম, যা এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরাপদ সীমার ১০ গুণ বেশি। মঙ্গলবার প্রকাশিত ‘ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট’-এ সুইস ফার্ম আইকিউএয়ার এই র‍্যাঙ্কিং নির্ধারণ করেছে। এটি পিএম২.৫-এর স্তরের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

সমীক্ষক সংস্থাটি বিশ্বের ১৩১টি দেশের ৩০ হাজারের বেশি তথ্য সংগ্রহ করেছে। বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থার মাধ্যমে এই পর্যবেক্ষণ চালানো হয়েছে।

ভারতের কোন শহরে কী অবস্থা

তালিকায় ছ’টি মেট্রো শহর রয়েছে। যেখানে দিল্লির পরে কলকাতা সবচেয়ে দূষিত। চেন্নাইয়ে দূষণ থাকলেও তুলনামূলকভাবে সবচেয়ে পরিষ্কার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া নিরাপদ স্তরের ‘মাত্র’ ৫ গুণ বেশি মাত্রা সেখানে। হায়দরাবাদ এবং বেঙ্গালুরু এমন মেট্রো, যেখানে ২০১৭ সাল থেকে দূষণের মাত্রা গড়ের চেয়ে বেড়েছে।

রিপোর্ট অনুযায়ী, দিল্লি এখন আর বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী নয়। তবে এ বছর রিপোর্টটি ‘বৃহত্তর’ দিল্লি এবং রাজধানী নয়াদিল্লির ভিন্ন রিপোর্ট তৈরি করেছে। উভয়ই শীর্ষ ১০-এ ঠাঁই পেয়েছে। বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী হয়েছে চাদের এন’জামেনা। নয়াদিল্লি রয়েছে দ্বিতীয় স্থানে।

এখানে ক্লিক করে সবচেয়ে দূষিত শহরের সম্পূর্ণ তালিকা দেখুন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।