নয়াদিল্লি: আধুনিক ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন চার গুজরাতি। বৃহস্পতিবার এমনটাই বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শ্রী দিল্লি গুজরাতি সমাজের ১২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন অমিত শাহ। সেখানেই তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাধ্যমে ভারতের খ্যাতি বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, যে চার গুজরাতি আধুনিক ভারতের ইতিহাসে বড়ো অবদান রেখেছেন, তাঁরা হলেন মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই পটেল, মোরারজি দেশাই এবং নরেন্দ্র মোদী। বক্তৃতা করার সময় তিনি বলেন, “মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই পটেল, মোরারজি দেশাই এবং নরেন্দ্র মোদী, এই চার গুজরাতি ভারতের আধুনিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন”।
একটি সরকারী বিবৃতি অনুসারে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে গান্ধীজির প্রচেষ্টায় দেশ স্বাধীনতা পেয়েছিল, সর্দার পটেলের মাধ্যমে দেশ একত্রিত হয়েছিল, মোরারজি দেশাইয়ের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুজ্জীবিত হয়েছিল এবং নরেন্দ্র মোদীর কারণে ভারত সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছে।
গুজরাতি ভাষায় করা বক্তৃতায় তিনি বলেন, এই চার গুজরাতি মহত্ব অর্জন করেছেন এবং তাঁরা সমগ্র জাতির গর্ব। তাঁর কথায়, গুজরাতি সম্প্রদায় দেশ এবং বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে এবং সবসময়ই যে কোনো সমাজে ভালো ভাবে মিশেছে, পাশাপাশি অবদানও রেখেছে।
আরও পড়ুন: রাজ্যের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, বাংলায় ফিরছে ‘দ্য কেরালা স্টোরি’