খবর অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গে কিছু বিক্ষিপ্ত হিংসাত্মক গণ্ডগোল ছাড়া লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণপর্ব মোটামুটি শান্তিতেই চলছে। ৭টি রাজ্য এবং ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭টি আসনে ভোট নেওয়া হচ্ছে। বিকেল ৩টে পর্যন্ত ৪৯.৬৮% ভোট পড়েছে বলে নির্বাচন কমিশনের জানিয়েছে।
রাজ্যভিত্তিক ভোটের হার সবচেয়ে বেশি হিমাচল প্রদেশে। দুপুর ১টা পর্যন্ত সেখানে ভোট পড়েছে ৪৮.৬%। দুপুর ১টা পর্যন্ত অন্যান্য রাজ্যে ভোটের হার – ঝাড়খণ্ড ৪৬.৮%, পশ্চিমবঙ্গ ৪৫%, উত্তরপ্রদেশ ৩৯.৩%, চণ্ডীগড় ৪০%। ভোটের হার সবচেয়ে কম বিহারে। সেখানে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৫.৬%।
লোকসভা ভোটের শেষ পর্বে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে হিংসাত্মক ঘটনা ঘটার খবর পাওয়া গিয়েছে। যাদবপুর, ডায়মন্ড হারবার কেন্দ্রের বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেস এবং বিজেপির কর্মীরা হিংসাত্মক ঘটনায় জড়িয়ে পড়ে।
শনিবার নির্বাচনের শেষ দফায় যে ৫৭টি আসনে ভোট নেওয়া হচ্ছে তার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ (১৩), ওড়িশা (৬), ঝাড়খণ্ড (৩), পশ্চিমবঙ্গ (৯), পাঞ্জাব (১৩), বিহার (৮), হিমাচল প্রদেশ (৪) এবং কেন্দ্রশাসিত চণ্ডীগড়।
এ দিন যাঁদের ভাগ্য নির্ধারিত হচ্ছে তাঁদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী। তিনি বারাণসী কেন্দ্র থেকে লড়ছেন। এ ছাড়াও রয়েছেন অনুরাগ ঠাকুর (হামিরপুর, হিমাচল প্রদেশ), রবি কিষান (গোরখপুর, উত্তর প্রদেশ), মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় (ডায়মন্ড হারবার, পশ্চিমবঙ্গ) এবং লালুপ্রসাদ যাদবের কন্যা মিসা ভারতী (পাটলিপুত্র, বিহার)।
আরও পড়ুন
সন্দেশখালির ভোট ‘শান্তিপূর্ণ’, সন্তুষ্ট বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র!