Homeখবরদেশপ্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের অবসর, আরজি কর-সহ রাজ্যের পাঁচ মামলা ‘অমীমাংসিত’  

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের অবসর, আরজি কর-সহ রাজ্যের পাঁচ মামলা ‘অমীমাংসিত’  

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: অবসর নিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। শুক্রবারই দেশের প্রধান বিচারপতি হিসাবে শেষ এজলাসে বসলেন চন্দ্রচূড়। খাতায়কলমে তাঁর অবসরের দিন রবিবার ১০ নভেম্বর। কিন্তু শনিবার ও রবিবার আদালত ছুটি। তাই শুক্রবারই ছিল দেশের প্রধান বিচারপতি হিসাবে চন্দ্রচূড়ের কর্মজীবনের শেষ দিন। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুক্রবারই তাঁর বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

কিন্তু প্রশ্ন থেকে গেল প্রধান বিচারপতির বেঞ্চে থাকা অসমাপ্ত মামলাগুলি নিয়ে। কবে এই সব মামলার নিষ্পত্তি হবে, তা বোঝা যাচ্ছে না। এই মামলাগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের পাঁচটি গুরুত্বপূর্ণ মামলা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আরজি কর মামলা।

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুন মামলায় স্বতঃপ্রণোদিত হয়ে হস্তক্ষেপ করেছিল প্রধান বিচারপতির বেঞ্চ। গত ১৮ অগস্ট মামলাটি সুপ্রিম কোর্টে যায়, প্রথম শুনানি হয় ২০ অগস্ট। কার্যত অবসরের আগের দিন বৃহস্পতিবারও আরজি কর মামলার শুনানি হয় প্রধান বিচারপতির বেঞ্চে।

আরজি কর মামলা নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রয়েছে চন্দ্রচূড়ের। সিবিআইয়ের তদন্ত রিপোর্টে তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন, উইকিপিডিয়া আর সমাজমাধ্যম থেকে নির্যাতিতার নাম মুছে দিতে বলেছিলেন, হাসপাতালে নিরাপত্তা জোরদার করতে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছিলেন।

আরজি করের ঘটনার পর রাজ্য সরকার এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয় নিরাপত্তাজনিত কারণে মহিলাদের রাতের ডিউটি দেওয়া হবে না। এই বিজ্ঞপ্তি সংশোধন করতে বলেছিলেন প্রধান বিচারপতি। এ ছাড়াও আরজি কর-কাণ্ডে মূল অভিযুক্ত চুক্তিভিত্তিক কর্মী হওয়ায় হাসপাতালের নিরাপত্তায় তাঁদের নিয়োগ নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল তাঁর বেঞ্চে। আগামী ১০ ডিসেম্বর শীর্ষ আদালতে আরজি কর মামলাটির পরবর্তী শুনানির সম্ভাবনা।

আরজি কর ছাড়াও পশ্চিমবঙ্গের আর যে সব মামলা প্রধান বিচারপতির বেঞ্চে ছিল সেগুলি হল ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা, ২৬ হাজার চাকরি বাতিল মামলা, রাজভবনে শ্লীলতাহানির মামলা এবং মেডিক্যাল কলেজে ভর্তি মামলা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।