Homeখবরদেশদুর্গাপুজোর মেলায় পদপিষ্ট হয়ে ৫ বছরের শিশু-সহ মৃত ৩, মর্মান্তিক ঘটনা বিহারের...

দুর্গাপুজোর মেলায় পদপিষ্ট হয়ে ৫ বছরের শিশু-সহ মৃত ৩, মর্মান্তিক ঘটনা বিহারের গোপালগঞ্জে

প্রকাশিত

সোমবার বিহারের গোপালগঞ্জ জেলায় একটি দুর্গাপুজোর মেলায় পদপিষ্ট হয়ে পাঁচ বছর বয়সি একটি শিশু এবং দুই মহিলার মর্মান্তিক মৃত্যু। পুলিশ জানিয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছে।

পুলিশ সুপার স্বর্ণ প্রভাত জানিয়েছেন, শহরের রাজাদল এলাকার একটি পুজোয় এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, দুর্গাপুজোর প্যান্ডেলের পাশেই বসেছে মেলা। প্রতিদিনের মতো ঠাকুর দেখে মেলায় ঘুরতে যাচ্ছিলেন জনতা। কিন্তু নবমীর রাতে ভিড় যেন উপচে পড়েছিল। মেলার মধ্যে ভিড়ের চাপে তিন জন প্রাণ হারান। মৃতদের নাম দিলীপ রাম (৫), উর্মিলা দেবী (৫৫) এবং শান্তি দেবী (৬০)।

পুলিশ সুপার বলেন, দর্শনার্থীরা “প্রসাদ” নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। সেসময় যখন শিশুটি পড়ে গিয়েছিল, তাকে বাঁচানোর চেষ্টা করেন দুই মহিলা। কিন্তু দুর্ভাগ্যক্রমে তিনজনেরই মৃত্যু হয়। তিনি আরও বলেন, “এই ঘটনায় ১৩ জন মহিলা ও শিশু আহত হওয়ার খবর পাওয়া যায়। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশু ও দুই মহিলার মৃত্যু হয়। বাকিরা বিপদমুক্ত বলে জানা গেছে”।

গোপালগঞ্জের জেলাশাসক নওয়াল কিশোর চৌধুরী বলেন, “রাজ্য জুড়ে অনেক দুর্গাপুজো হচ্ছে। একটি মণ্ডপে পদপিষ্ট হওয়ার ঘটনা সামনে এসেছে। একটি শিশু ভিড়ের চাপে পড়ে গিয়েছিল, তাঁকে তুলতে গিয়ে আরও দুই মহিলা পদপিষ্ট হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁদের মৃত্যু হয়”।

স্থানীয়দের অভিযোগ, ওই পুজো মণ্ডপে কোনো নিরাপত্তারক্ষী মোতায়েন ছিল না। আর তার ফলে ভিড় নিয়ন্ত্রণও করাও যায়নি। উপচে পড়া ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় ম্যাজিস্ট্রেট ও পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন: বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করেই পুজোর শেষবেলায় মানুষের ঢল মহানগরে

সাম্প্রতিকতম

তেলঙ্গনায় মুখ্যমন্ত্রীর দৌড়ে রেবন্ত রেড্ডি, শপথ কবে

হায়দরাবাদ: তেলঙ্গনার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন রেবন্ত রেড্ডি। কার্যত তাঁর নেতৃত্বেই বিআরএস দুর্গে ফাটল...

শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড় হচ্ছে মিগজাউম, পশ্চিমবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস

কলকাতা: ঘূর্ণিঝড় মিগজাউমের সরাসরি প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে। তবে ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায়...

মধ্যপ্রদেশ বিজেপির হাতেই, পদ্ম ফুটল রাজস্থান, ছত্তীসগঢ়েও! তেলঙ্গনায় মুখরক্ষা কংগ্রেসের

মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান ও তেলঙ্গানা বিধানসভা নির্বাচনের ভোটগণনা রবিবার। সকাল ৮টার সময় শুরু হয়...

টি২০ সিরিজ: অক্ষরের বোলিং আর রিঙ্কুর ব্যাটিং-এ ভর করে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ দখল ভারতের  

ভারত: ১৭৪-৯ (রিঙ্কু সিং ৪৬, যশস্বী জয়সোয়াল ৩৭, বেন ডোয়ারসুইশ ৩-৪০, তনবীর সংঘ ২-৩০) অস্ট্রেলিয়া:...

আরও পড়ুন

তেলঙ্গনায় মুখ্যমন্ত্রীর দৌড়ে রেবন্ত রেড্ডি, শপথ কবে

হায়দরাবাদ: তেলঙ্গনার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন রেবন্ত রেড্ডি। কার্যত তাঁর নেতৃত্বেই বিআরএস দুর্গে ফাটল...

মধ্যপ্রদেশ বিজেপির হাতেই, পদ্ম ফুটল রাজস্থান, ছত্তীসগঢ়েও! তেলঙ্গনায় মুখরক্ষা কংগ্রেসের

মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান ও তেলঙ্গানা বিধানসভা নির্বাচনের ভোটগণনা রবিবার। সকাল ৮টার সময় শুরু হয়...

রাজস্থানে বুক ধুকপুক গহলৌতের, তেলঙ্গানায় সিংহাসন টলমল কেসিআরের, প্রকাশিত ৫ রাজ্যের বুথফেরত সমীক্ষা

নয়াদিল্লি: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের শেষ দিনে এ বার চর্চায় বুথফেরত সমীক্ষা। মধ্যপ্রদেশ, রাজস্থান,...