Homeখবরদেশদুর্গাপুজোর মেলায় পদপিষ্ট হয়ে ৫ বছরের শিশু-সহ মৃত ৩, মর্মান্তিক ঘটনা বিহারের...

দুর্গাপুজোর মেলায় পদপিষ্ট হয়ে ৫ বছরের শিশু-সহ মৃত ৩, মর্মান্তিক ঘটনা বিহারের গোপালগঞ্জে

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সোমবার বিহারের গোপালগঞ্জ জেলায় একটি দুর্গাপুজোর মেলায় পদপিষ্ট হয়ে পাঁচ বছর বয়সি একটি শিশু এবং দুই মহিলার মর্মান্তিক মৃত্যু। পুলিশ জানিয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছে।

পুলিশ সুপার স্বর্ণ প্রভাত জানিয়েছেন, শহরের রাজাদল এলাকার একটি পুজোয় এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, দুর্গাপুজোর প্যান্ডেলের পাশেই বসেছে মেলা। প্রতিদিনের মতো ঠাকুর দেখে মেলায় ঘুরতে যাচ্ছিলেন জনতা। কিন্তু নবমীর রাতে ভিড় যেন উপচে পড়েছিল। মেলার মধ্যে ভিড়ের চাপে তিন জন প্রাণ হারান। মৃতদের নাম দিলীপ রাম (৫), উর্মিলা দেবী (৫৫) এবং শান্তি দেবী (৬০)।

পুলিশ সুপার বলেন, দর্শনার্থীরা “প্রসাদ” নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। সেসময় যখন শিশুটি পড়ে গিয়েছিল, তাকে বাঁচানোর চেষ্টা করেন দুই মহিলা। কিন্তু দুর্ভাগ্যক্রমে তিনজনেরই মৃত্যু হয়। তিনি আরও বলেন, “এই ঘটনায় ১৩ জন মহিলা ও শিশু আহত হওয়ার খবর পাওয়া যায়। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশু ও দুই মহিলার মৃত্যু হয়। বাকিরা বিপদমুক্ত বলে জানা গেছে”।

গোপালগঞ্জের জেলাশাসক নওয়াল কিশোর চৌধুরী বলেন, “রাজ্য জুড়ে অনেক দুর্গাপুজো হচ্ছে। একটি মণ্ডপে পদপিষ্ট হওয়ার ঘটনা সামনে এসেছে। একটি শিশু ভিড়ের চাপে পড়ে গিয়েছিল, তাঁকে তুলতে গিয়ে আরও দুই মহিলা পদপিষ্ট হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁদের মৃত্যু হয়”।

স্থানীয়দের অভিযোগ, ওই পুজো মণ্ডপে কোনো নিরাপত্তারক্ষী মোতায়েন ছিল না। আর তার ফলে ভিড় নিয়ন্ত্রণও করাও যায়নি। উপচে পড়া ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় ম্যাজিস্ট্রেট ও পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন: বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করেই পুজোর শেষবেলায় মানুষের ঢল মহানগরে

সাম্প্রতিকতম

ওজন কমাতে লেমনগ্রাস টি? এই ৪ ধরনের মানুষ খেলে বিপদ!

অনেকেই লেমনগ্রাস টি খেয়ে ডিটক্স করেন বা ওজন কমান। কিন্তু গর্ভবতী মহিলা, ডায়াবেটিস রোগী বা কিডনি অসুস্থতায় ভুগছেন, তাঁদের জন্য এই হার্বাল টি বিপজ্জনকও হতে পারে।

আধার কার্ডে ঠিকানা কীভাবে পরিবর্তন করব?

আধার কার্ডে ঠিকানা আপডেট করার অনলাইন পদ্ধতি জেনে নিন। কী কী ডকুমেন্ট লাগবে এবং কত দিনে আপডেট হবে, সব তথ্য এক জায়গায়।

রেশন কার্ডে নতুন সদস্য কীভাবে যুক্ত করব?

পশ্চিমবঙ্গে ডিজিটাল রেশন কার্ডে নতুন সদস্য যোগ করার অনলাইন পদ্ধতি জানুন। সহজ স্টেপ-বাই-স্টেপ গাইড ও অফিসিয়াল লিংক সহ।

ভূমিকম্পে কেঁপে উঠল গুয়াহাটি ও আশেপাশের এলাকা  

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসমে আবার ভূমিকম্পের অনুভূতি। মঙ্গলবার সকালে ৯টা ২২ মিনিট নাগাদ কম্পন...

আরও পড়ুন

ভূমিকম্পে কেঁপে উঠল গুয়াহাটি ও আশেপাশের এলাকা  

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসমে আবার ভূমিকম্পের অনুভূতি। মঙ্গলবার সকালে ৯টা ২২ মিনিট নাগাদ কম্পন...

ভোটার তালিকা সংশোধনে বড় পদক্ষেপ কমিশনের! নথি না থাকলেও বাদ যাবে না বৈধ ভোটার

নির্বাচন কমিশনের ‘বিশেষ নিবিড় সংশোধনী’ ঘিরে বিতর্ক তুঙ্গে। নথি না থাকলেও বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে না কাটার ইঙ্গিত দিল কমিশন। বিরোধীদের আশঙ্কা, হতে পারে দুর্নীতি। সুপ্রিম কোর্টে মামলা করলেন মহুয়া মৈত্র।

অমরনাথ যাত্রার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, আহত অন্তত ৩৬ পুণ্যার্থী

অমরনাথ যাত্রায় বাস দুর্ঘটনায় আহত অন্তত ৩৬ জন পুণ্যার্থী। রামবন জেলায় চারটি বাসের সংঘর্ষে আহতদের মধ্যে কয়েক জনের আঘাত গুরুতর।