Homeখবরদেশদুর্গাপুজোর মেলায় পদপিষ্ট হয়ে ৫ বছরের শিশু-সহ মৃত ৩, মর্মান্তিক ঘটনা বিহারের...

দুর্গাপুজোর মেলায় পদপিষ্ট হয়ে ৫ বছরের শিশু-সহ মৃত ৩, মর্মান্তিক ঘটনা বিহারের গোপালগঞ্জে

প্রকাশিত

সোমবার বিহারের গোপালগঞ্জ জেলায় একটি দুর্গাপুজোর মেলায় পদপিষ্ট হয়ে পাঁচ বছর বয়সি একটি শিশু এবং দুই মহিলার মর্মান্তিক মৃত্যু। পুলিশ জানিয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছে।

পুলিশ সুপার স্বর্ণ প্রভাত জানিয়েছেন, শহরের রাজাদল এলাকার একটি পুজোয় এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, দুর্গাপুজোর প্যান্ডেলের পাশেই বসেছে মেলা। প্রতিদিনের মতো ঠাকুর দেখে মেলায় ঘুরতে যাচ্ছিলেন জনতা। কিন্তু নবমীর রাতে ভিড় যেন উপচে পড়েছিল। মেলার মধ্যে ভিড়ের চাপে তিন জন প্রাণ হারান। মৃতদের নাম দিলীপ রাম (৫), উর্মিলা দেবী (৫৫) এবং শান্তি দেবী (৬০)।

পুলিশ সুপার বলেন, দর্শনার্থীরা “প্রসাদ” নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। সেসময় যখন শিশুটি পড়ে গিয়েছিল, তাকে বাঁচানোর চেষ্টা করেন দুই মহিলা। কিন্তু দুর্ভাগ্যক্রমে তিনজনেরই মৃত্যু হয়। তিনি আরও বলেন, “এই ঘটনায় ১৩ জন মহিলা ও শিশু আহত হওয়ার খবর পাওয়া যায়। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশু ও দুই মহিলার মৃত্যু হয়। বাকিরা বিপদমুক্ত বলে জানা গেছে”।

গোপালগঞ্জের জেলাশাসক নওয়াল কিশোর চৌধুরী বলেন, “রাজ্য জুড়ে অনেক দুর্গাপুজো হচ্ছে। একটি মণ্ডপে পদপিষ্ট হওয়ার ঘটনা সামনে এসেছে। একটি শিশু ভিড়ের চাপে পড়ে গিয়েছিল, তাঁকে তুলতে গিয়ে আরও দুই মহিলা পদপিষ্ট হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁদের মৃত্যু হয়”।

স্থানীয়দের অভিযোগ, ওই পুজো মণ্ডপে কোনো নিরাপত্তারক্ষী মোতায়েন ছিল না। আর তার ফলে ভিড় নিয়ন্ত্রণও করাও যায়নি। উপচে পড়া ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় ম্যাজিস্ট্রেট ও পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন: বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করেই পুজোর শেষবেলায় মানুষের ঢল মহানগরে

সাম্প্রতিকতম

২০২৫-এর মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু, ২৪-এর ফল প্রকাশ করে জানিয়ে দিল পর্ষদ

এ বছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৭,৬৫,২৫২ জন। পাশের হার বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৬.৩১ শতাংশ।

এ বার সমুদ্র তোলপাড় করবে চিন! বিমানবাহী রণতরী ‘ফুজিয়ান’ নিয়ে আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ বেজিংয়ের

সমুদ্রের বুক চিরে ভয়ঙ্কর যুদ্ধ! বুধবার নিজেদের তৃতীয় বিমানবাহী রণতরী 'ফুজিয়ান'-এর প্রথম পরীক্ষামূলক প্রয়োগ...

১৯৭৪-এর এএফসি যুব চ্যাম্পিয়ন ভারতীয় দলের ফুটবলারদের সংবর্ধনা এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবের

নিজস্ব প্রতিনিধি: ঠিক পঞ্চাশ বছর হয়ে গেল। দিনটা ছিল ৩০ এপ্রিল ১৯৭৪। ভারতের ফুটবলে...

ভারতের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রথম মুখোমুখি হতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নয়াদিল্লি: জুলাইয়ের প্রথম দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন বলে আশা করা...

আরও পড়ুন

ভারতের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রথম মুখোমুখি হতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নয়াদিল্লি: জুলাইয়ের প্রথম দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন বলে আশা করা...

‘বেসরকারি সংস্থাগুলি মহাকাশকে আরও সহজলভ্য করে তুলবে’, দাবি ইসরো প্রধানের

বেঙ্গালুরু: ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে মহাকাশপ্রেমীদের সঙ্গে আড্ডা জমালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান...

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।