Homeখবরদেশভারতের ৫৪% প্রবীণ নাগরিক কোন অসুখে ভুগছে, কোন তথ্য উঠে এল সমীক্ষায়

ভারতের ৫৪% প্রবীণ নাগরিক কোন অসুখে ভুগছে, কোন তথ্য উঠে এল সমীক্ষায়

প্রকাশিত

ভারতের বয়স্ক নাগরিকদের ওপর সম্প্রতি বিশেষ সমীক্ষা চালানো হয়। সেই সমীক্ষায় দেখা গেছে, ৫৪% বয়স্ক নাগরিক কো-মর্বিডিটির শিকার। তাঁরা দুই বা তার বেশি রকম নন-কমিউনিকেবল ডিজিজ অর্থাৎ সহজে সারে না এমন রোগে আক্রান্ত। হেল্প এজ ইন্ডিয়া (HelpAge India) নামক সংস্থা এই সমীক্ষা চালায়।

সমীক্ষায় দেখা গেছে, ২৬% প্রবীণ নাগরিক যে কোনো এক রকমের নন-কমিউনিকেবল ডিজিজে আক্রান্ত। ২০% বয়স্ক ভারতীয় কোনো রকম রোগে আক্রান্ত নন। তবে ৮০ বছর বা তার বেশি যাঁদের বয়স সেই সব ভারতীয়রা দুই বা তার বেশি রকমের নন-কমিউনিকেবল ডিজিজে আক্রান্ত। ভারতের বয়স্ক নাগরিকদের জন্য কাজ করে ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত সংস্থা হেল্প এজ ইন্ডিয়া। ১০টি রাজ্যের ২০টি শহরে ৫ হাজারের বেশি বয়স্ক ভারতীয় ও তাঁদের দেখাশোনার দায়িত্বে থাকা ১৩০০ জন কেয়ারগিভারকে নিয়ে এই গবেষণা চালানো হয়।

‘Aging in India: Exploring Preparedness & Response To Care Challenges’ শীর্ষক সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, ৭৯% বয়স্ক ভারতীয় গত এক বছরে চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে গেছেন। ৫০% প্রবীণ নাগরিক চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালের ওপর নির্ভরশীল। ৩৯% বয়স্কদের কাছে স্মার্টফোন আছে। তাঁরা ডিজিটাল গ্যাজেট ব্যবহারে সড়গড়। কিন্তু ৫৯% প্রবীণ নাগরিকের কাছে কোনো রকম বৈদ্যুতিক গ্যাজেট নেই। ৪৭% পুরুষের কাছে স্মার্টফোন আছে। ৬০-৬৯ বছর বয়সি এমন ৪৩% ভারতীয় স্মার্টফোনে স্বচ্ছন্দ। কিন্তু মাত্র ২২% বয়স্ক ভারতীয় মোবাইল ব্যাঙ্কিং বা মোবাইলে ডিজিটাল পদ্ধতিতে বিল জমা দেওয়া, আর্থিক লেনদেনে স্বচ্ছন্দ। ৭% প্রবীণ নাগরিক কোনো না কোনো হেনস্তার শিকার হয়েছেন। ২৯% বয়স্ক নাগরিক পেনশন বা প্রভিডেন্ট ফান্ডের সুযোগসুবিধা পান। গত এক বছরে প্রতি ৩ জন বয়স্কের মধ্যে একজনের কোনো আয় হয়নি বলে জানিয়েছেন। ৬০-৬৯ বছর বয়সি ৩১% প্রবীণদের গত এক বছরে কোনো আয় হয়নি। ৭১-৭৯ বছর বয়সি ৩৬% ভারতীয়র কোনো আয় হয়নি। গত এক বছরে ৮০ বছরের ঊর্ধ্বে বয়সি ৩৭% ভারতীয়র কোনো আয় হয়নি।

সমীক্ষায় বলা হয়েছে, ৪৮% প্রবীণ ভারতীয় উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছে, ৪৩% ডায়াবেটিসে আক্রান্ত, ৩৫% বয়স্ক হাড়, বাতের সমস্যায় কাবু, ১৯% ভারতীয় কোলেস্টেরলের অসুখে ভুগছেন। ২০১১ সালে ভারতের মোট জনসংখ্যার ৮.৬% ছিল বয়স্ক নাগরিক। ২০৫০ সালে সংখ্যাটা বেড়ে হতে পারে ২০.৮%।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।