Home খবর দেশ ৭৭ মিটার লম্বা, ১০ মিটার চওড়া! কন্যাকুমারীতে ভারতের প্রথম কাচের তৈরি সেতু...

৭৭ মিটার লম্বা, ১০ মিটার চওড়া! কন্যাকুমারীতে ভারতের প্রথম কাচের তৈরি সেতু উদ্বোধন

0

কন্যাকুমারীতে স্বামী বিবেকানন্দ স্মারক ও তিরুভল্লুভার মূর্তিকে সংযুক্তকারী একটি নতুন গ্লাস ব্রিজের উদ্বোধন করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন। এই অভিনব ব্রিজটি দর্শনার্থীদের জন্য এক বিশেষ অভিজ্ঞতা তুলে ধরার লক্ষ্যে তৈরি হয়েছে। ব্রিজের স্বচ্ছ কাচের মেঝে থেকে দেখা যায় নীচের সাগরের মনোমুগ্ধকর দৃশ্য।

তামিলনাড়ু সরকারের উদ্যোগে ৩৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ব্রিজটি ৩০ ডিসেম্বর উদ্বোধন করা হয়। এটি তিরুভল্লুভার মূর্তি উন্মোচনের রজতজয়ন্তীবর্ষ উপলক্ষে আয়োজিত এক বিশেষ কর্মসূচির অঙ্গ।

ব্রিজটির দৈর্ঘ্য ৭৭ মিটার (২৫২ ফুট) এবং প্রস্থ ১০ মিটার। এটি একটি বোস্ট্রিং আর্চের মতো ডিজাইন করা হয়েছে। বিবেকানন্দ স্মারক ও ১৩৩ ফুট উঁচু তিরুভল্লুভার মূর্তিকে সংযুক্ত করেছে। স্বচ্ছ কাচের মেঝে থেকে দর্শনার্থীরা সাগর এবং আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

আগে পর্যটকদের বিবেকানন্দ স্মারক এবং তিরুভল্লুভার মূর্তির মধ্যে যাতায়াতের জন্য ফেরি পরিষেবার উপর নির্ভর করতে হতো। এখন এই ব্রিজের মাধ্যমে দুই মূর্তির মধ্যে সহজেই হাঁটা যাবে, যা যাতায়াতের সময় কমাবে এবং বেশ আরামদায়কও।

ব্রিজটি শুধু দেখতেই আকর্ষণীয় নয়, এটি সাগরের লবণাক্ত বাতাস এবং আর্দ্রতার ক্ষতিকারক প্রভাব সহ্য করার মতো মজবুত করে তৈরি।

উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী স্টালিন ব্রিজের উপর দিয়ে হাঁটার ভিডিও তাঁর সরকারি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেন। এই ব্রিজ এখন কন্যাকুমারীর পর্যটন মানচিত্রে একটি উল্লেখযোগ্য সংযোজন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version