Home প্রযুক্তি শ্রীহরিকোটায় ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষা, জানুয়ারিতে ১০০তম উৎক্ষেপণ করতে চলেছে ইসরো

শ্রীহরিকোটায় ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষা, জানুয়ারিতে ১০০তম উৎক্ষেপণ করতে চলেছে ইসরো

জানুয়ারিতে ১০০তম উৎক্ষেপণ করতে চলেছে ইসরো
জানুয়ারিতে ১০০তম উৎক্ষেপণ করতে চলেছে ইসরো

শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ইসরো জানুয়ারিতে তাদের ১০০তম উৎক্ষেপণ করতে চলেছে। ইসরোর চেয়ারম্যান এবং স্পেস বিভাগের সচিব শ্রীধর পণিক্কর সোমনাথ  একথা জানিয়েছেন।

সোমবার সফলভাবে পিএসএলভি-C60 মিশনের মাধ্যমে স্পেস ডকিং এক্সপেরিমেন্ট (SpaDeX) স্পেসক্রাফ্ট A এবং B কে সুনির্দিষ্ট কক্ষপথে স্থাপন করা হয়েছে। এটি শ্রীহরিকোটার ৯৯তম উৎক্ষেপণ ছিল। এ সম্পর্কে সোমনাথ বলেন, “সকলেই SpaDeX রকেটের চমৎকার উৎক্ষেপণ দেখেছেন। এটি শ্রীহরিকোটার ৯৯তম উৎক্ষেপণ। আগামী বছর জানুয়ারিতে ১০০তম উৎক্ষেপণের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।”

আগামী দিনের পরিকল্পনা নিয়ে তিনি আরও জানান, ২০২৫ সালে ইসরো অনেক গুরুত্বপূর্ণ মিশনের পরিকল্পনা করেছে। এর মধ্যে জানুয়ারিতে জিএসএলভি রকেটের মাধ্যমে নেভিগেশন স্যাটেলাইট NVS-02 উৎক্ষেপণ করা হবে। এর আগে ২০২৩ সালের মে মাসে জিএসএলভি-F12/NVS-01 রকেট সফলভাবে দ্বিতীয় প্রজন্মের নেভিগেশন স্যাটেলাইট NVS-01 উৎক্ষেপণ করেছিল।

পিএসএলভি-C60 মিশন সম্পর্কিত বক্তৃতায় সোমনাথ আশা প্রকাশ করেন যে, আগামী দিনে SpaDeX নিয়ে আরও গবেষণা হবে। তিনি বলেন, “ভারতের মহাকাশ খাতে সংস্কার এবং সম্প্রসারণের অংশ হিসেবে SpaDeX মিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও জটিল ডকিং সিস্টেম মিশনের পরিকল্পনা রয়েছে।”

উল্লেখ্য, সোমবারের উৎক্ষেপণটি নির্ধারিত সময় ৯:৫৮ এর পরিবর্তে ১০ টায় করা হয়। এ প্রসঙ্গে সোমনাথ জানান, কক্ষপথে কোনও স্যাটেলাইটের কাছাকাছি অবস্থানের সম্ভাবনা থাকলে উৎক্ষেপণের সময় পরিবর্তন করা হয়। ইসরো বিজ্ঞানীরা যথাযথ ভাবে সঠিক সময়ে উৎক্ষেপণ নিশ্চিত করেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version