খবর অনলাইন ডেস্ক: ধর্ষণ, খুন, নারী নির্যাতনের মতো নারকীয় অপরাধের ঘটনায় অনায়াসে আমরা ‘পাশবিক’ বিশেষণটি ব্যবহার করি। কিন্তু শেষ পর্যন্ত একদল পশু বা বলা ভালো একদল বাঁদর ৬ বছরের এক বালিকার প্রাণ বাঁচাল ও সম্ভ্রম রক্ষা করল ধর্ষকের হাত থেকে।
পুলিশ নয়, একদল বাঁদরই শেষ মুহূর্তে হাজির হয়ে ৬ বছরের বালিকাকে ধর্ষণের হাত থেকে রক্ষা করেছে বলে দাবি করেছেন বালিকার বাবা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। গত শনিবার যোগী আদিত্যনাথের রাজ্যে বাগপত জেলার ডৌলা গ্রামে ঘটে এই ঘটনা।
শিশুর বাবা-মায়ের অভিযোগ, গত শনিবার নিজের বাড়ির সামনে খেলছিল আপার কেজিতে পড়া মেয়েটি। অভিযুক্ত ব্যক্তি তাকে লজেন্স দেওয়ার লোভ দেখিয়ে পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। জামাকাপড় খুলিয়ে মেয়েটিকে যৌন হেনস্তা করার চেষ্টা করে অভিযুক্ত ব্যক্তি। একদম শেষ মুহূর্তে ওই জায়গায় হাজির হয় একদল বাঁদর। তারা অভিযুক্ত ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়ে। বাঁদরের আক্রমণের মুখে পড়ে অভিযুক্ত ব্যক্তি পালাতে বাধ্য হয়। বাঁদরের দলই শিশুটিকে ধর্ষণের হাত থেকে রক্ষা করে।
শিশুর পরিবার সূত্রে জানা গেছে, মেয়েটি ভয় জড়োসড়ো হয়ে কোনোরকমে নিজের বাড়িতে ফিরে এসে সবকিছু জানায়। কীভাবে বাঁদরের দল তার প্রাণ বাঁচিয়েছে তা-ও জানায়। শিশুর বাবা আরও জানান, “সিসিটিভি ফুটেজে দেখা গেছে অভিযুক্ত ব্যক্তি আমার মেয়েকে নিয়ে সরু গলি দিয়ে হেঁটে যাচ্ছে। ওই লোকটা আমার মেয়েকে খুন করবে বলে শাসায়। বাঁদরের দল সময়মতো না এলে আমার মেয়েকে মেরেই ফেলত।”
বাগপত পুলিশের সার্কেল অফিসার হরিশ বাদোরিয়া জানান, অভিযুক্ত ব্যক্তির খোঁজে তল্লাশি চালিয়ে তাকে ধরার চেষ্টা করা হচ্ছে। ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ ও ৭৬ ধারা এবং পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।