Homeখবরদেশ'দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি করার ষড়যন্ত্র, কেন্দ্রকে চিঠি দিচ্ছেন উপরাজ্যপাল', বিস্ফোরক দাবি...

‘দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি করার ষড়যন্ত্র, কেন্দ্রকে চিঠি দিচ্ছেন উপরাজ্যপাল’, বিস্ফোরক দাবি অতীশির

প্রকাশিত

নয়াদিল্লি: দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় জেলে রয়েছেন আম আদমি পার্টির একাধিক প্রথম সারির নেতা। স্বাভাবিক ভাবেই সাংগঠনিক ভাবে কঠিন পর্যায়ে যাচ্ছে দিল্লির শাসক দল। এরই মধ্যে শুক্রবার একটি সাংবাদিক বৈঠক করে দিল্লির নির্বাচিত সরকারকে ফেলে দিতে এক বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ তুলল আপ।

দিল্লির মন্ত্রী অতীশি সাংবাদিক বৈঠকে দাবি করেন, তাঁর দলের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে। রাজকুমার আনন্দের মন্ত্রিত্ব ও বিধায়কপদ থেকে পদত্যাগ এবং দল ছাড়ার বিষয়টিকে একই ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেখছে আম আদমি পার্টি।

আম আদমি পার্টি বলছে, এটি একটি অপ্রত্যাশিত ঘটনা। দলীয় নেতৃত্বের তরফে জানানো হয়েছে, ইডি-র চাপের কারণেই রাজকুমার আনন্দ পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। আগামী দিনে দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে বলেও দাবি করেছেন অতীশি। তাঁর দাবি, তিনি রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলছেন কারণ উপরাজ্যপাল সাহেবের আচরণ থেকে তাঁদের এমনটাই মনে হচ্ছে। তিনি বলেন, দিল্লিতে সিনিয়র অফিসারদের মোতায়েন করা হচ্ছে না।

তিনি আরও দাবি করেন, দিল্লিতে অনেক পদ শূন্য রয়েছে। উপরাজ্যপাল একটানা কিছু না কিছু করে কেন্দ্রকে চিঠি লিখছেন। উপরাজ্যপাল বলছেন যে মন্ত্রীরা তাঁর মিটিংয়ে আসছেন না, অথচ সত্য হল দিল্লির সরকারি কর্মকর্তারা মন্ত্রীদের মিটিংয়ে আসছেন না।

পুরনো প্রতারণা মামলায় বরখাস্ত হয়েছেন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব। তার আগেই মুখ্যমন্ত্রী জেলে পাঠানো হয়েছে। অতীশির দাবি, “রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি করা হলে তা হবে বেআইনি। আমরা দিল্লির জনগণকেও বলছি যে তাদের ভয় পাওয়ার দরকার নেই।”

আরও পড়ুন: পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে পার্থর বিরুদ্ধে এফআইআর করল রাজ্য সরকার 

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।