Homeখবররাজ্যপাহাড়ে নিয়োগ দুর্নীতিতে পার্থর বিরুদ্ধে এফআইআর করল রাজ্য সরকার 

পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে পার্থর বিরুদ্ধে এফআইআর করল রাজ্য সরকার 

প্রকাশিত

কলকাতা: জিটিএ-তে শিক্ষক নিয়োগ মামলায় রাজ্য সরকারের এফআইআর। রাজ্য সরকারের করা সেই এফআইআর-এ শাসক দলের একাধিক নেতার নাম। উল্লেখযোগ্য ভাবে, নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরও।

শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ নতুন নয়। নিয়োগ দুর্নীতির অভিযোগে রাজ্য সরকারের তরফে যে এফআইআর করা হয়েছে, তাতে নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরও। গত বছরই প্রকাশ্যে এসেছে পাহাড়ের নিয়োগ দুর্নীতি। জিটিএ-তে নিয়োগ নিয়ে যে অভিযোগ উঠেছে, তাতে নাম রয়েছে বিনয় তামাংয়েরও। সম্প্রতি এই অভিযোগের ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

তাৎপর্যপূর্ণ ভাবে, নিয়োগ মামলায় এই প্রথম রাজ্য সরকারের তরফে অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। বুধবার রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে বিধাননগর উত্তর থানায় জিটিএ-র স্কুলে নিয়োগ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে দায়ের হয়েছে এফআইআর। অভিযোগের ভিত্তিতে এফআইআরে প্রথম নাম রয়েছে স্কুল শিক্ষা দফতরের ডিআই প্রাণগোবিন্দ হালদারের।

সূত্রের খবর, পাহাড়ের ওই নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে যে এফআইআর করা হয়েছে, তাতে পার্থ, বিনয় তামাং ছাড়াও নাম রয়েছে তৃণমূল ছাত্র পরিষদ নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের, নাম রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ হাবড়ার তৃণমূল ছাত্র পরিষদ নেতা বুবাই বোসেরও।

প্রসঙ্গত, এফআইআর-এ যুক্ত করা হয়েছে প্রিভেনশন অফ কোরাপশান অ্যাক্ট। অর্থাৎ এর ফলে পরবর্তী কালে, ইডি প্রয়োজন মনে করলে এই মামলায় ইসিআইআর দায়ের করতে পারে। বস্তুত এই প্রথম কোনও নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের তরফ থেকে এফআইআর দায়ের করা হল। আর স্কুল শিক্ষা দফতরের সেই এফআইআর-এ পার্থ চট্টোপাধ্যায়ের নাম যুক্ত হল।

আরও পড়ুন: ঈদের আবহে বড়সড় দুর্ঘটনা পাকিস্তানে, বালুচিস্তানে প্রদেশে তীর্থযাত্রী ভর্তি বাস খাদে পড়ে মৃত ১৭

সাম্প্রতিকতম

বৃষ্টি উপেক্ষা করেই জুনিয়র ডাক্তাররা হাঁটলেন স্বাস্থ্য ভবন পর্যন্ত, মহানগরী দেখল আরও মিছিল

কলকাতা: গত দুদিন ধরেই আকাশ চোখ রাঙাচ্ছে। চলছে রাতভর দিনভর বৃষ্টি। আর সেই বৃষ্টি...

টালা থানার ওসির পাশে নিচুতলা পুলিশ কর্মীরা, আইনি লড়াইয়ের জন্য একজোটের উদ্যোগ

টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারির প্রতিবাদে একজোট হচ্ছেন কলকাতা পুলিশের নিচু স্তরের কর্মীরা। রবিবার পুলিশ ক্লাবে বৈঠক করে আইনি লড়াইয়ের জন্য তহবিল গঠন এবং মিডিয়া সেল তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে।

১৬ জিবি পর্যন্ত RAM ও এআই ফিচারযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল TECNO

TECNO POVA 6 Neo 5G ফোনের 6GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১২,৯৯৯ টাকা। 8GB RAM+256GB স্টোরেজ সহ ফোনটির টপ মডেল ১৩,৯৯৯ টাকা দাম রাখা হয়েছে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য লাইভ টিভি অ্যাপ আনল বিএসএনএল

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন লাইভ টিভি অ্যাপ আনল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। এর মধ্যেই...

আরও পড়ুন

দিঘা-কলকাতা রুটে মহালয়া থেকে অতিরিক্ত বাস পরিষেবা চালু করবে এসবিএসটিসি

পুজোর মরশুমে দীঘা-মন্দারমণিতে বাড়তি পর্যটকদের সমাগম, এসবিএসটিসি অতিরিক্ত বাস পরিষেবা চালু করছে। ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে হোটেলের বুকিং। নিরাপত্তা বাড়ানো হয়েছে সি-বিচে।

কেন ‘লাইভ স্ট্রিমিং’-জটে বারবার ভেস্তে যাচ্ছে বৈঠক?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, “ এত অসম্মান কেন করছেন আপনারা? এর আগে নবান্নেও দুদিন অপেক্ষা করেছি। আজও দুঘণ্টা অপেক্ষা করছি।” এর পর কার্যত কাতর সুরে প্রশ্ন, “এটুকু সম্মানও দেবে না।”

নিম্নচাপের প্রভাবে কলকাতায় দিনভর বৃষ্টির পূর্বাভাস, পশ্চিমের জেলাগুলিতেও অতি ভারী বৃষ্টির সর্তকতা

বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে। কলকাতা সহ পশ্চিমবঙ্গে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতে আগামী ২৪-৩৬ ঘণ্টায় অতি ভারী বৃষ্টির সতর্কতা।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?