Homeখবরদেশ'মোদী হ্যায় তো মুশকিল হ্যায়…', নিরাপত্তা ইস্যুতে প্রধানমন্ত্রীকে কটাক্ষ অধীররঞ্জন চৌধুরীর

‘মোদী হ্যায় তো মুশকিল হ্যায়…’, নিরাপত্তা ইস্যুতে প্রধানমন্ত্রীকে কটাক্ষ অধীররঞ্জন চৌধুরীর

প্রকাশিত

নয়াদিল্লি: সংসদে নিরাপত্তার ফাঁকফোকর নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত। নতুন সংসদ ভবনে দু’জনের ঢুকে পড়া এবং তাণ্ডবের ঘটনায় সরগরম হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। এই ঘটনায় অভিযুক্ত সকলকে গ্রেফতার করে তদন্ত শুরু হয়েছে। তবে বিরোধীরা নিরাপত্তার ত্রুটি নিয়ে সরকারকে কোণঠাসা করতে ব্যস্ত। এর রেশ ধরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীর। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, ‘মোদী হ্য়ায় তো মুশকিল হ্যায়…’।

বহরমপুরের সাংসদ অধীর বলেন, ‘প্রধানমন্ত্রী মোদীই সংসদের নেতা। তাঁর উচিত এখানে এসে নিরাপত্তার ত্রুটির বিষয়ে বক্তৃতা করা। কিন্তু এখন আমরা বলতে পারি মোদী থাকলে মুশকিল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সংসদে এসে বিবৃতি দিয়েছেন, কিন্তু তাঁর উচিত ছিল আগে এক বার আমাদের ডাকা’।

কংগ্রেস সাংসদ বলেন, ‘দিল্লি পুলিশের আধিকারিকরা শীতকালীন অধিবেশনের আগে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। কোথাও না কোথাও কোনো ভাবে সংসদে এমন হামলার তথ্য পাওয়া গেছে অনেক আগেই’।

সংসদের নিরাপত্তা নিয়ে বিরোধীদের প্রশ্ন তোলা প্রসঙ্গে তিনি বলেন, ‘সংসদে প্রশ্ন করা আমাদের কর্তব্য। আপনি যদি আমাদেরকে অভিযুক্ত করেন এবং বলেন যে আমরা এটা নিয়ে রাজনীতি করছি, তা হলে ধরে নিতে হয়, সরকার সম্মিলিত ভাবে সাধারণ মানুষের উদ্বেগ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে’।

একইসঙ্গে অধীরের প্রশ্ন, প্রধানমন্ত্রী কি এখনও কোনো মন্তব্য করেছেন? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উচিত প্রধানমন্ত্রীকে সংসদের আচরণ ব্যাখ্যা করা। এখন সংসদের শীতকালীন অধিবেশন চলছে এবং বিরোধীরা হাউসে নিরাপত্তাহীনতার প্রসঙ্গ তুলেছে।

গত ১৩ ডিসেম্বর (বুধবার) সংসদ ভবনে অনুপ্রবেশের ঘটনা ঘটে। দুপুর ১টা নাগাদ সভা চলাকালীন আচমকাই দর্শক আসন থেকে নীচে ঝাঁপ মারেন দুই যুবক। একের পর এক বেঞ্চ টপকে স্পিকারের দিকে এগোনোর চেষ্টা করেন তাঁরা। জুতো থেকে রংবোমা বার করে ছোড়েন। ঘন হলুদ ধোঁয়ায় ঢেকে যায় লোকসভার মূল অধিবেশন কক্ষের একাংশ। তারপরে সংসদ মুলতবি করা হয়। তবে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) থেকে সংসদে বিরোধীরা এ ইস্যুতে লাগাতার স্লোগান দিচ্ছে।

আরও পড়ুন: সংসদে ব্যাপক হট্টগোল, লোকসভার ৫ কংগ্রেস সদস্য, রাজ্যসভার তৃণমূল সদস্য ডেরেক ও’ ব্রায়েন সাসপেন্ড

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।