Homeখবরদেশ'মোদী হ্যায় তো মুশকিল হ্যায়…', নিরাপত্তা ইস্যুতে প্রধানমন্ত্রীকে কটাক্ষ অধীররঞ্জন চৌধুরীর

‘মোদী হ্যায় তো মুশকিল হ্যায়…’, নিরাপত্তা ইস্যুতে প্রধানমন্ত্রীকে কটাক্ষ অধীররঞ্জন চৌধুরীর

প্রকাশিত

নয়াদিল্লি: সংসদে নিরাপত্তার ফাঁকফোকর নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত। নতুন সংসদ ভবনে দু’জনের ঢুকে পড়া এবং তাণ্ডবের ঘটনায় সরগরম হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। এই ঘটনায় অভিযুক্ত সকলকে গ্রেফতার করে তদন্ত শুরু হয়েছে। তবে বিরোধীরা নিরাপত্তার ত্রুটি নিয়ে সরকারকে কোণঠাসা করতে ব্যস্ত। এর রেশ ধরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীর। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, ‘মোদী হ্য়ায় তো মুশকিল হ্যায়…’।

বহরমপুরের সাংসদ অধীর বলেন, ‘প্রধানমন্ত্রী মোদীই সংসদের নেতা। তাঁর উচিত এখানে এসে নিরাপত্তার ত্রুটির বিষয়ে বক্তৃতা করা। কিন্তু এখন আমরা বলতে পারি মোদী থাকলে মুশকিল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সংসদে এসে বিবৃতি দিয়েছেন, কিন্তু তাঁর উচিত ছিল আগে এক বার আমাদের ডাকা’।

কংগ্রেস সাংসদ বলেন, ‘দিল্লি পুলিশের আধিকারিকরা শীতকালীন অধিবেশনের আগে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। কোথাও না কোথাও কোনো ভাবে সংসদে এমন হামলার তথ্য পাওয়া গেছে অনেক আগেই’।

সংসদের নিরাপত্তা নিয়ে বিরোধীদের প্রশ্ন তোলা প্রসঙ্গে তিনি বলেন, ‘সংসদে প্রশ্ন করা আমাদের কর্তব্য। আপনি যদি আমাদেরকে অভিযুক্ত করেন এবং বলেন যে আমরা এটা নিয়ে রাজনীতি করছি, তা হলে ধরে নিতে হয়, সরকার সম্মিলিত ভাবে সাধারণ মানুষের উদ্বেগ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে’।

একইসঙ্গে অধীরের প্রশ্ন, প্রধানমন্ত্রী কি এখনও কোনো মন্তব্য করেছেন? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উচিত প্রধানমন্ত্রীকে সংসদের আচরণ ব্যাখ্যা করা। এখন সংসদের শীতকালীন অধিবেশন চলছে এবং বিরোধীরা হাউসে নিরাপত্তাহীনতার প্রসঙ্গ তুলেছে।

গত ১৩ ডিসেম্বর (বুধবার) সংসদ ভবনে অনুপ্রবেশের ঘটনা ঘটে। দুপুর ১টা নাগাদ সভা চলাকালীন আচমকাই দর্শক আসন থেকে নীচে ঝাঁপ মারেন দুই যুবক। একের পর এক বেঞ্চ টপকে স্পিকারের দিকে এগোনোর চেষ্টা করেন তাঁরা। জুতো থেকে রংবোমা বার করে ছোড়েন। ঘন হলুদ ধোঁয়ায় ঢেকে যায় লোকসভার মূল অধিবেশন কক্ষের একাংশ। তারপরে সংসদ মুলতবি করা হয়। তবে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) থেকে সংসদে বিরোধীরা এ ইস্যুতে লাগাতার স্লোগান দিচ্ছে।

আরও পড়ুন: সংসদে ব্যাপক হট্টগোল, লোকসভার ৫ কংগ্রেস সদস্য, রাজ্যসভার তৃণমূল সদস্য ডেরেক ও’ ব্রায়েন সাসপেন্ড

সাম্প্রতিকতম

সামগ্রিক ফলে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট

মোহনবাগান সুপার জায়েন্ট ২ (কামিংস, সামাদ) (৩) ওড়িশা ০ (২) কলকাতা: কথা রাখলেন আন্তোনিও লোপেজ...

দুর্গাপুর এনআইটি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, বিক্ষোভ, দায় নিয়ে ডিরেক্টরের পদত্যাগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত পড়ুয়ার নাম অর্পণ ঘোষ। তিনি মেকানিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র।

নিখোঁজ ‘তারক মেহতা’ খ্যাত গুরুচরণ সিং শীঘ্রই বিয়ে করতেন, অভিনেতা আর্থিক সংকটেও পড়েছিলেন

সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছিলেন অভিনেতা।

সুচিত্রা-কণিকার জন্মশতবর্ষে ‘বৈতালিক’-এর শ্রদ্ধাঞ্জলি, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা ‘দুই কন্যা’  

শম্ভু সেন পিঠোপিঠি দুই কন্যা। বয়সের তফাত এক মাসও নয়। একজনের জন্ম ১৯২৪-এর সেপ্টেম্বরে, অন্যজনের...

আরও পড়ুন

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি: গরমে তীব্র জলসংকট। দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জলসঞ্চয়ের বিষয়টিও। অন্ধ্রপ্রদেশ,...

ভোট দিন আর ডিসকাউন্ট পান! নির্বাচনী মরশুমে অফারের ছড়াছড়ি

দেশে লোকসভা নির্বাচনের উত্তেজনা তুঙ্গে। প্রথম দফার ভোট ইতিমধ্যেই হয়ে গেছে। আজ, শুক্রবার দ্বিতীয়...