Homeখবরদেশদিল্লি এমসের চিকিৎসকদের অভিনব প্রতিবাদ, স্বাস্থ্য মন্ত্রকের সামনে রাস্তায় রোগী দেখার ঘোষণা

দিল্লি এমসের চিকিৎসকদের অভিনব প্রতিবাদ, স্বাস্থ্য মন্ত্রকের সামনে রাস্তায় রোগী দেখার ঘোষণা

প্রকাশিত

কলকাতার আরজি কর হাসপাতালের নারকীয় ঘটনার প্রতিবাদে সারা দেশের চিকিৎসকেরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। দিল্লি এমসের চিকিৎসকেরা এই আন্দোলনে আগেই শামিল হয়েছিলেন, তবে এবার তাঁরা অভিনব পন্থায় প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছেন। দিল্লির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দফতরের সামনে, নির্মাণ ভবনের সামনের রাস্তায় দাঁড়িয়ে তাঁরা রোগী দেখবেন বলে ঘোষণা করেছেন।

সোমবার থেকে এই অভিনব কর্মসূচি শুরু হবে। দিল্লি এমসের চিকিৎসকেরা তাঁদের প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আরজি কর কাণ্ডের বিচার এবং হাসপাতালে নিরাপত্তার দাবিতে তাঁরা আন্দোলন করছেন। তাঁদের অভিযোগ, তাঁদের কোনও দাবিই পূরণ করা হয়নি এবং তাঁরা পরিষেবা দেওয়ার সময় নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি প্রধানের বিক্ষোভে অবরুদ্ধ বাইপাশ, পায়ে পা মিলিয়ে ‘উই ওয়ান্ট জাস্টিস’স্লোগান

সারা দেশে জুনিয়র চিকিৎসকেরা এই ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন, যার ফলে সরকারি হাসপাতালের বহির্বিভাগের পরিষেবা ব্যাহত হচ্ছে। তবে দিল্লি এমসের চিকিৎসকেরা কর্মবিরতির পরিবর্তে অন্য পন্থা অবলম্বন করেছেন। তাঁরা স্বাস্থ্য মন্ত্রকের দফতরের সামনে বহির্বিভাগের পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

দিল্লি এমসের রেসিডেন্ট ডাক্তারদের সংগঠন আরডিএ এই উদ্যোগে সরকারকে সহায়তা করার জন্য অনুরোধ করেছে, যাতে রাস্তায় বহির্বিভাগের পরিষেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা যায়।

প্রসঙ্গত, গত ৯ অগস্ট কলকাতার আরজি কর হাসপাতালে কর্তব্যরত এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। অভিযোগ, তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনাটি সামনে আসতেই সারা দেশে চিকিৎসক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। আদালতের নির্দেশে এই ঘটনার তদন্ত করছে সিবিআই। এর পর থেকেই কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতাল ও সারা দেশে চিকিৎসকেরা এই ঘটনার প্রতিবাদে বিচার এবং নিরাপত্তার দাবি জানিয়ে আন্দোলন করছেন।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

আরও পড়ুন

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।