Homeখবরদেশদিল্লি এমসের চিকিৎসকদের অভিনব প্রতিবাদ, স্বাস্থ্য মন্ত্রকের সামনে রাস্তায় রোগী দেখার ঘোষণা

দিল্লি এমসের চিকিৎসকদের অভিনব প্রতিবাদ, স্বাস্থ্য মন্ত্রকের সামনে রাস্তায় রোগী দেখার ঘোষণা

প্রকাশিত

কলকাতার আরজি কর হাসপাতালের নারকীয় ঘটনার প্রতিবাদে সারা দেশের চিকিৎসকেরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। দিল্লি এমসের চিকিৎসকেরা এই আন্দোলনে আগেই শামিল হয়েছিলেন, তবে এবার তাঁরা অভিনব পন্থায় প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছেন। দিল্লির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দফতরের সামনে, নির্মাণ ভবনের সামনের রাস্তায় দাঁড়িয়ে তাঁরা রোগী দেখবেন বলে ঘোষণা করেছেন।

সোমবার থেকে এই অভিনব কর্মসূচি শুরু হবে। দিল্লি এমসের চিকিৎসকেরা তাঁদের প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আরজি কর কাণ্ডের বিচার এবং হাসপাতালে নিরাপত্তার দাবিতে তাঁরা আন্দোলন করছেন। তাঁদের অভিযোগ, তাঁদের কোনও দাবিই পূরণ করা হয়নি এবং তাঁরা পরিষেবা দেওয়ার সময় নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি প্রধানের বিক্ষোভে অবরুদ্ধ বাইপাশ, পায়ে পা মিলিয়ে ‘উই ওয়ান্ট জাস্টিস’স্লোগান

সারা দেশে জুনিয়র চিকিৎসকেরা এই ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন, যার ফলে সরকারি হাসপাতালের বহির্বিভাগের পরিষেবা ব্যাহত হচ্ছে। তবে দিল্লি এমসের চিকিৎসকেরা কর্মবিরতির পরিবর্তে অন্য পন্থা অবলম্বন করেছেন। তাঁরা স্বাস্থ্য মন্ত্রকের দফতরের সামনে বহির্বিভাগের পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

দিল্লি এমসের রেসিডেন্ট ডাক্তারদের সংগঠন আরডিএ এই উদ্যোগে সরকারকে সহায়তা করার জন্য অনুরোধ করেছে, যাতে রাস্তায় বহির্বিভাগের পরিষেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা যায়।

প্রসঙ্গত, গত ৯ অগস্ট কলকাতার আরজি কর হাসপাতালে কর্তব্যরত এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। অভিযোগ, তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনাটি সামনে আসতেই সারা দেশে চিকিৎসক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। আদালতের নির্দেশে এই ঘটনার তদন্ত করছে সিবিআই। এর পর থেকেই কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতাল ও সারা দেশে চিকিৎসকেরা এই ঘটনার প্রতিবাদে বিচার এবং নিরাপত্তার দাবি জানিয়ে আন্দোলন করছেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।