Homeখবরদেশএয়ার ইন্ডিয়া দুর্ঘটনা: 'তুমি জ্বালানি বন্ধ করলে কেন?' — ককপিটের রেকর্ডে চাঞ্চল্যকর...

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা: ‘তুমি জ্বালানি বন্ধ করলে কেন?’ — ককপিটের রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য, কী বলল বিমানসংস্থা?

প্রকাশিত

অহমেদাবাদ থেকে উড়ানের কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার AI 171 ফ্লাইট। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় ২৬০ জনের। শনিবার বিমান দুর্ঘটনার তদন্তকারী সংস্থা এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB) এই দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্ট ঘিরেই ফের চাঞ্চল্য— কারণ অবশেষে প্রকাশ্যে এসেছে পাইলটদের শেষ মুহূর্তের কথোপকথন।

রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনার মুহূর্তে ককপিট ভয়েস রেকর্ডারে ধরা পড়ে দুই পাইলটের মধ্যে জ্বালানি নিয়ে এক চাঞ্চল্যকর আলোচনা। পাইলটদের একজন বলেন, “কেন তুমি বন্ধ (জ্বালানি) করে দিলে?” জবাবে অপর পাইলট জানান, “আমি কিছু বন্ধ করিনি।”

তদন্তে উঠে এসেছে আরও ভয়ানক তথ্য— রানওয়ে ছাড়ার পরই Boeing 787-8 Dreamliner-এর দু’টি ইঞ্জিন বন্ধ হয়ে যায়। জ্বালানির সুইচ ‘রান’ (চালু) থেকে আচমকা চলে গিয়েছিল ‘কাটঅফ’ (বন্ধ)-এ। ফলে ইঞ্জিনে জ্বালানি পৌঁছোয়নি, গতি ও উচ্চতা হারিয়ে মাটিতে বিধ্বস্ত হয় বিমানটি।

শেষ মুহূর্তে ইঞ্জিন ফের চালু করার মরিয়া চেষ্টা করেছিলেন পাইলটেরা। ‘কাটঅফ’ থেকে ‘রান’-এ ফিরিয়ে আনা হয় সুইচ, সাময়িকভাবে ইঞ্জিন-২ কিছুটা স্থিতিশীল হয়ও। কিন্তু ইঞ্জিন-১ আর চালু করা যায়নি, না পাওয়া যায় ‘থ্রাস্ট’।

AAIB-র ১৫ পাতার রিপোর্টে পাখির ধাক্কার কোনও প্রমাণ নেই। বিমানের সামনের দিকের ‘এক্সটেন্ডেড এয়ারফ্রেম ফ্লাইট রেকর্ডার’ সফলভাবে উদ্ধার করে ডেটা ডাউনলোড করা সম্ভব হয়েছে। তবে পেছনের রেকর্ডার এতটাই ক্ষতিগ্রস্ত যে তা থেকে তথ্য পাওয়া যায়নি।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তারা তদন্তকারী সংস্থা ও নিয়ন্ত্রক সংস্থাগুলির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এয়ারলাইনের পক্ষ থেকে বিবৃতি, “আমরা তদন্তে সর্বতোভাবে সহযোগিতা করছি এবং রিপোর্টে উঠে আসা বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করছি।”

এখন প্রশ্ন— উড়ানের ঠিক মুহূর্তে কীভাবে দুই ইঞ্জিনের জ্বালানি সুইচ বন্ধ হয়ে গেল? তা কি প্রযুক্তিগত ত্রুটি, না কি মানবিক ভুল? চূড়ান্ত তদন্ত রিপোর্টেই মিলবে তার উত্তর।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারতে এল এআই ফিচার সহ স্যামসাঙের Galaxy Tab S10, দাম কত থেকে শুরু?

স্যামসাঙ লঞ্চ করল নতুন Galaxy Tab S10 Lite। 6GB/8GB RAM, বড়ো ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, S Pen ও AI ফিচার সহ মিলবে এই ট্যাবলেট। দাম ২০-২২ হাজার টাকার মধ্যে।

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।