Homeখবরদেশএয়ার ইন্ডিয়া দুর্ঘটনা: 'তুমি জ্বালানি বন্ধ করলে কেন?' — ককপিটের রেকর্ডে চাঞ্চল্যকর...

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা: ‘তুমি জ্বালানি বন্ধ করলে কেন?’ — ককপিটের রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য, কী বলল বিমানসংস্থা?

প্রকাশিত

অহমেদাবাদ থেকে উড়ানের কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার AI 171 ফ্লাইট। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় ২৬০ জনের। শনিবার বিমান দুর্ঘটনার তদন্তকারী সংস্থা এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB) এই দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্ট ঘিরেই ফের চাঞ্চল্য— কারণ অবশেষে প্রকাশ্যে এসেছে পাইলটদের শেষ মুহূর্তের কথোপকথন।

রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনার মুহূর্তে ককপিট ভয়েস রেকর্ডারে ধরা পড়ে দুই পাইলটের মধ্যে জ্বালানি নিয়ে এক চাঞ্চল্যকর আলোচনা। পাইলটদের একজন বলেন, “কেন তুমি বন্ধ (জ্বালানি) করে দিলে?” জবাবে অপর পাইলট জানান, “আমি কিছু বন্ধ করিনি।”

তদন্তে উঠে এসেছে আরও ভয়ানক তথ্য— রানওয়ে ছাড়ার পরই Boeing 787-8 Dreamliner-এর দু’টি ইঞ্জিন বন্ধ হয়ে যায়। জ্বালানির সুইচ ‘রান’ (চালু) থেকে আচমকা চলে গিয়েছিল ‘কাটঅফ’ (বন্ধ)-এ। ফলে ইঞ্জিনে জ্বালানি পৌঁছোয়নি, গতি ও উচ্চতা হারিয়ে মাটিতে বিধ্বস্ত হয় বিমানটি।

শেষ মুহূর্তে ইঞ্জিন ফের চালু করার মরিয়া চেষ্টা করেছিলেন পাইলটেরা। ‘কাটঅফ’ থেকে ‘রান’-এ ফিরিয়ে আনা হয় সুইচ, সাময়িকভাবে ইঞ্জিন-২ কিছুটা স্থিতিশীল হয়ও। কিন্তু ইঞ্জিন-১ আর চালু করা যায়নি, না পাওয়া যায় ‘থ্রাস্ট’।

AAIB-র ১৫ পাতার রিপোর্টে পাখির ধাক্কার কোনও প্রমাণ নেই। বিমানের সামনের দিকের ‘এক্সটেন্ডেড এয়ারফ্রেম ফ্লাইট রেকর্ডার’ সফলভাবে উদ্ধার করে ডেটা ডাউনলোড করা সম্ভব হয়েছে। তবে পেছনের রেকর্ডার এতটাই ক্ষতিগ্রস্ত যে তা থেকে তথ্য পাওয়া যায়নি।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তারা তদন্তকারী সংস্থা ও নিয়ন্ত্রক সংস্থাগুলির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এয়ারলাইনের পক্ষ থেকে বিবৃতি, “আমরা তদন্তে সর্বতোভাবে সহযোগিতা করছি এবং রিপোর্টে উঠে আসা বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করছি।”

এখন প্রশ্ন— উড়ানের ঠিক মুহূর্তে কীভাবে দুই ইঞ্জিনের জ্বালানি সুইচ বন্ধ হয়ে গেল? তা কি প্রযুক্তিগত ত্রুটি, না কি মানবিক ভুল? চূড়ান্ত তদন্ত রিপোর্টেই মিলবে তার উত্তর।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

আরও পড়ুন

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।