নয়া দিল্লি : এয়ারবাসের থেকে এবার ২৫০ টি বিমান কিনবে এয়ার ইন্ডিয়া। মঙ্গলবার টাটার মালিকাধীন সংস্থাটির সঙ্গে চুক্তি হল ফ্রান্সের সংস্থাটির। সাক্ষী থাকলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
এ বিষয়ে টাটা সন্সের সভাপতি নটরাজন চন্দ্রশেখরন বলেন,’এয়ারবাসের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। আজ আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি আমরা একটি চিঠিতে স্বাক্ষর করেছি। এয়ারবসের কাছ থেকে ২৫০ টি বিমান কিনতে চাইছি আমরা’।
এই চুক্তি নিয়ে যথেষ্ট আশাবাদী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ভারত ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এই চুক্তি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে’। তিনি আরও বলেন,’এই গুরুত্বপূর্ণ চুক্তি বুঝিয়ে দিল ভারত এবং ফ্রান্সের মধ্যে তৈরি হওয়া সম্পর্ক অত্যন্ত গভীর’।
বিগত আট বছরে ভারতের বিমান সংস্থা ৭৪ থেকে বেড়ে ১৪৭ এ পৌঁছেছে। আগামী দিনে ভারত বিশ্বের অন্যতম বৃহৎ বাজারে পরিণত হতে চলেছে এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনের এই বৈঠকে মোদি, ম্যাক্রোঁ এবং চন্দ্রশেখরন ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং অসামরিক বিমান পরিবহনমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধীয়াও।