Homeখবরদেশউৎসব মরশুমের আগে অগ্নিমূল্য পেঁয়াজের, দাম নিয়ন্ত্রণে সারা দেশে ৩৫ টাকা কেজি...

উৎসব মরশুমের আগে অগ্নিমূল্য পেঁয়াজের, দাম নিয়ন্ত্রণে সারা দেশে ৩৫ টাকা কেজি দরে বিক্রির সিদ্ধান্ত কেন্দ্রের

প্রকাশিত

নয়াদিল্লি: পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। দেশ জুড়ে পেঁয়াজের খুচরো মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাজারে সংরক্ষিত পেঁয়াজ বিক্রি বাড়ানো হয়েছে। পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, সোমবার (২৩ সেপ্টেম্বর) কেন্দ্র এই উদ্যোগ গ্রহণ করেছে।

ভোক্তা বিষয়ক সচিব, নিধি খারে সংবাদ সংস্থা পিটিআই-কে জানান, সরকার দিল্লি-সহ অন্যান্য প্রধান শহরের পাইকারি বাজারে সংরক্ষিত পেঁয়াজ বা বাফার স্টক থেকে পেঁয়াজ বিক্রি শুরু করেছে। পাশাপাশি, সারা দেশে ভর্তুকি সহায়তায় খুচরো বিক্রির পরিধিও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

নিধি খারে বলেন, “আমরা পূর্বাভাস দিয়েছিলাম যে রফতানি শুল্ক প্রত্যাহারের পর পেঁয়াজের দাম বাড়তে পারে। তবে আমাদের ৪.৭ লাখ টন বাফার স্টক এবং বাড়তি খরিফ মরশুমে বপন এলাকা থাকার কারণে আমরা আশা করি পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে পারব।”

সরকারের লক্ষ্য হল সারা দেশে ৩৫ টাকা প্রতি কেজি ভর্তুকিতে পেঁয়াজের খুচরো বিক্রি বাড়ানো, বিশেষ করে সেই সব শহরে, যেখানে দাম জাতীয় গড়ের চেয়ে বেশি।

সরকারি তথ্য অনুযায়ী, ২২ সেপ্টেম্বর দিল্লিতে পেঁয়াজের খুচরা মূল্য ছিল প্রতি কেজি ৫৫ টাকা, যা এক বছর আগে ছিল ৩৮ টাকা। মুম্বাই এবং চেন্নাইয়ে পেঁয়াজের দাম যথাক্রমে ৫৮ টাকা এবং ৬০ টাকা প্রতি কেজিতে পৌঁছেছে, যা জাতীয় গড় দামের চেয়ে অনেক বেশি। কলকাতায় অগ্নিমূল্য পেয়াঁজ। কোথাও ৮০ টাকা প্রতি কেজি দরেও বিক্রি হচ্ছে।

পিটিআই রিপোর্ট অনুযায়ী, ৫ সেপ্টেম্বর, ২০২৪ থেকে কেন্দ্রীয় সরকার দিল্লি-সহ অন্যান্য রাজ্যের রাজধানীগুলিতে মোবাইল ভ্যান এবং জাতীয় সমবায় ভোক্তা ফেডারেশন (NCCF) এবং জাতীয় কৃষি সমবায় বিপণন ফেডারেশন (NAFED)-এর আউটলেটের মাধ্যমে প্রতি কেজি ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করছে।

এই পদক্ষেপের মাধ্যমে সরকার খুচরো বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে চায় এবং মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের উপর অর্থনৈতিক চাপ কমাতে উদ্যোগী হয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

আরও পড়ুন

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।