Homeখবরদেশসিএএ নিয়ে বিরোধীদের কড়া জবাব অমিত শাহের, নিশানায় মমতাও

সিএএ নিয়ে বিরোধীদের কড়া জবাব অমিত শাহের, নিশানায় মমতাও

প্রকাশিত

নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) সংক্রান্ত কেন্দ্রের বিজ্ঞপ্তির পর থেকে সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান বজায় রেখেছে বিরোধীরা। অন্য দিকে, সরকার স্পষ্ট ভাবে বলছে, যে যাই করুক না কেন, এই আইন প্রত্যাহার করা হবে না।

এরই মধ্যে আজ, বৃহস্পতিবার একটি সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিএএ-তে মুসলমানদের অন্তর্ভুক্ত না করার কারণ জানিয়েছেন। তবে, তিনি বলেছেন, তাঁরা যদি এখনও ভারতীয় নাগরিকত্ব চান, তা হলে সাংবিধানিক উপায়ে এর জন্য আবেদন করতে পারেন। সিএএ-তে কেন মুসলিমদের অন্তর্ভুক্ত করা হয়নি, এমন প্রশ্নের জবাবে অমিত শাহ বলেন, মুসলমানরা সিএএ-তে অন্তর্ভুক্ত নন, কারণ পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র। তাহলে সেখানে মুসলমানরা ধর্মীয় সংখ্যালঘু হবেন কী ভাবে?

উল্লেখ্য, সিএএ-তে বলা হয়েছে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এ দেশে আশ্রয় চান, তা হলে তা দেবে ভারত। কিন্তু সিএএ-তে হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হলেও সেখানে মুসলিম সম্প্রদায়ভুক্তদের কথা উল্লেখ করা হয়নি। তা নিয়ে প্রশ্ন তোলে বিরোধী দলগুলি।

সিএএ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন অমিত শাহ। মমতা বলেছিলেন যে তিনি বাংলায় সিএএ কার্যকর হতে দেবেন না। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার হাবড়ার সভায় সিএএ-র বিরোধিতা জানিয়ে মমতা বলেন, “সিএএ একটা ভাঁওতা। বাংলায় ডিটেনশন ক্যাম্প করতে দেব না। সিএএ করতে দেব না। আমার জীবন দিতে তৈরি। কিন্তু মানুষের অধিকার কেড়ে নিতে দেব না।’ তাঁর কথায়, ‘ভোটের জন্য ধাপ্পা দিচ্ছে, ভাঁওতা দিচ্ছে। ভোটের আগে প্রতারণা করে নাগরিক অধিকার কেড়ে নিতে চাইছে। সিএএ নিয়ে কেন্দ্রের ঘোষণা বৈধ কি না, তা নিয়ে আমার সন্দেহ আছে।”

এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিরোধীরাও জানে যে ‘ইন্ডিয়া’ জোট ক্ষমতায় আসছে না। সিএএ আইনটি প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিজেপি সরকার এনেছে, এটি বাতিল করা অসম্ভব। নাগরিকত্ব একটি কেন্দ্রীয় বিষয় এবং কোনো রাজ্য সরকার সিএএ বাতিল করতে পারে না। তাই বিরোধীরা শুধু বলার জন্যই এ সব কথা বলে যাচ্ছেন। একই সঙ্গে তাঁর সংযোজন, “মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, কাকে শরণার্থী আর কাকে অনুপ্রবেশকারী বলে।”

আরও পড়ুন: সিএএ কার্যকর দেশ জুড়ে, নবান্ন থেকে বার্তা মমতার

Advertisements
Claim Your Gift Card Now
- Advertisement -Claim Your Gift Card Now

সাম্প্রতিকতম

সাউথ আফ্রিকা-ভারত টি২০: আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ৫ উইকেট বরুণ চক্রবর্তীর, তবু হার সূর্যকুমারদের

ভারত: ১২৪-৬ (হার্দিক পাণ্ড্য ৩৯ নট আউট, আইডেন মার্করাম ১-৪) সাউথ আফ্রিকা: ১২৮-৭ (ট্রিস্টান স্টাবস...

খুব কষে কোমরে পোশাকের দড়ি বাঁধছেন? মারণ রোগকে ডেকে আনছেন না তো?

অনেকেরই অভ্যাস থাকে সায়া, সালওয়ার বা পাজামার দড়ি খুব টাইট করে বা কষে কোমরে...

অভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেই ইউপিআই পেমেন্ট, একই পরিবারের সদস্যদের জন্য এই সুবিধা  

এ বার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই ব্যবহার করা যাবে অনলাইন ইউপিআই পরিষেবা। দেশের বহু...

নির্মাণ কাজের জন্য সংক্ষিপ্ত হল গ্রিন লাইন ২-এর মেট্রো চলাচল, যাত্রীদের ভোগান্তির আশঙ্কা

কলকাতা মেট্রোর গ্রিন লাইন ২-র রুট নির্মাণ কাজের কারণে হাওড়া ময়দান থেকে মহাকরণ পর্যন্ত সীমিত করা হয়েছে। এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো বন্ধ থাকায় যাত্রীদের অসুবিধার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

আম জনতার হেঁশেলে আগুন, অগ্নিমূল্য নিরামিষ খাবারের খরচও

উৎসবের মরশুমে আম জনতার হেঁশেলে আগুন। সবজি, ফলমূল, দুধ, দই, ডিম, পনির, মাছ, মাংসের...

বিহারের উপনির্বাচন পিছিয়ে দেওয়ার আর্জি, সুপ্রিম কোর্টে দৌড়াল প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি

বিহারে আসন্ন উপনির্বাচন পিছিয়ে দেওয়ার আর্জি। শনিবার সুপ্রিম কোর্টে আবেদন জানাল প্রশান্ত কিশোরের জন...

ঝাড়খণ্ডে ভোটের আগেই হেমন্ত সোরেনের ঘনিষ্ঠ সহযোগীর বাড়িতে আয়কর দফতরের তল্লাশি

ঝাড়খণ্ডের আসন্ন বিধানসভা নির্বাচনের হাতে গোনা ক'দিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের একজন ঘনিষ্ঠ...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে