Homeখবরদেশসিএএ নিয়ে বিরোধীদের কড়া জবাব অমিত শাহের, নিশানায় মমতাও

সিএএ নিয়ে বিরোধীদের কড়া জবাব অমিত শাহের, নিশানায় মমতাও

প্রকাশিত

নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) সংক্রান্ত কেন্দ্রের বিজ্ঞপ্তির পর থেকে সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান বজায় রেখেছে বিরোধীরা। অন্য দিকে, সরকার স্পষ্ট ভাবে বলছে, যে যাই করুক না কেন, এই আইন প্রত্যাহার করা হবে না।

এরই মধ্যে আজ, বৃহস্পতিবার একটি সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিএএ-তে মুসলমানদের অন্তর্ভুক্ত না করার কারণ জানিয়েছেন। তবে, তিনি বলেছেন, তাঁরা যদি এখনও ভারতীয় নাগরিকত্ব চান, তা হলে সাংবিধানিক উপায়ে এর জন্য আবেদন করতে পারেন। সিএএ-তে কেন মুসলিমদের অন্তর্ভুক্ত করা হয়নি, এমন প্রশ্নের জবাবে অমিত শাহ বলেন, মুসলমানরা সিএএ-তে অন্তর্ভুক্ত নন, কারণ পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র। তাহলে সেখানে মুসলমানরা ধর্মীয় সংখ্যালঘু হবেন কী ভাবে?

উল্লেখ্য, সিএএ-তে বলা হয়েছে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এ দেশে আশ্রয় চান, তা হলে তা দেবে ভারত। কিন্তু সিএএ-তে হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হলেও সেখানে মুসলিম সম্প্রদায়ভুক্তদের কথা উল্লেখ করা হয়নি। তা নিয়ে প্রশ্ন তোলে বিরোধী দলগুলি।

সিএএ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন অমিত শাহ। মমতা বলেছিলেন যে তিনি বাংলায় সিএএ কার্যকর হতে দেবেন না। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার হাবড়ার সভায় সিএএ-র বিরোধিতা জানিয়ে মমতা বলেন, “সিএএ একটা ভাঁওতা। বাংলায় ডিটেনশন ক্যাম্প করতে দেব না। সিএএ করতে দেব না। আমার জীবন দিতে তৈরি। কিন্তু মানুষের অধিকার কেড়ে নিতে দেব না।’ তাঁর কথায়, ‘ভোটের জন্য ধাপ্পা দিচ্ছে, ভাঁওতা দিচ্ছে। ভোটের আগে প্রতারণা করে নাগরিক অধিকার কেড়ে নিতে চাইছে। সিএএ নিয়ে কেন্দ্রের ঘোষণা বৈধ কি না, তা নিয়ে আমার সন্দেহ আছে।”

এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিরোধীরাও জানে যে ‘ইন্ডিয়া’ জোট ক্ষমতায় আসছে না। সিএএ আইনটি প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিজেপি সরকার এনেছে, এটি বাতিল করা অসম্ভব। নাগরিকত্ব একটি কেন্দ্রীয় বিষয় এবং কোনো রাজ্য সরকার সিএএ বাতিল করতে পারে না। তাই বিরোধীরা শুধু বলার জন্যই এ সব কথা বলে যাচ্ছেন। একই সঙ্গে তাঁর সংযোজন, “মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, কাকে শরণার্থী আর কাকে অনুপ্রবেশকারী বলে।”

আরও পড়ুন: সিএএ কার্যকর দেশ জুড়ে, নবান্ন থেকে বার্তা মমতার

সাম্প্রতিকতম

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি: গরমে তীব্র জলসংকট। দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জলসঞ্চয়ের বিষয়টিও। অন্ধ্রপ্রদেশ,...

আরও পড়ুন

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি: গরমে তীব্র জলসংকট। দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জলসঞ্চয়ের বিষয়টিও। অন্ধ্রপ্রদেশ,...

ভোট দিন আর ডিসকাউন্ট পান! নির্বাচনী মরশুমে অফারের ছড়াছড়ি

দেশে লোকসভা নির্বাচনের উত্তেজনা তুঙ্গে। প্রথম দফার ভোট ইতিমধ্যেই হয়ে গেছে। আজ, শুক্রবার দ্বিতীয়...