কোহিমা : চলতি মাসের ২৭ তারিখ বিধানসভা নির্বাচন নাগাল্যান্ডে। মোট ৬০ টি বিধানসভা কেন্দ্রে হবে ভোট। আর তার আগেই মঙ্গলবার সে রাজ্যে প্রচার সারলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাধারণ মানুষকে দিলেন একাধিক প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি দিলেন সশস্ত্র বাহিনী আইন বা আফস্পা প্রত্যাহার করার।
তবে কেবলমাত্র নাগাল্যান্ডই নয়। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও স্থায়ী শান্তি নিয়ে আসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে সকল উদ্যোগ নিয়েছেন সেই সমস্ত উদ্যোগ খুব শীঘ্রই ফলপ্রসূ হবে বলেই আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, বিজেপির আমলে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে কমেছে হিংসার ঘটনা। কমেছে নিরাপত্তা বাহিনী সদস্যদের মৃত্যু। এমনকি অসামরিক নাগরিকদের মৃত্যুর সংখ্যাও অনেকটাই কমেছে এমনটাই দাবি করেন অমিত শাহ।
উল্লেখ্য, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আফস্পা প্রত্যাহারের দাবি উঠছে দীর্ঘ দিন ধরেই। প্রধানমন্ত্রী সরকার আসার পর থেকে সেই বিতর্কিত আইন ধাপে ধাপে প্রত্যাহার করা হচ্ছে। জানা যাচ্ছে এর আগে ২০২২ সালে অসম নাগাল্যান্ড এবং মনিপুরের বেশ কয়েকটি জেলা থেকে আফস্পা প্রত্যাহার করার কথা ঘোষণা করেছিলেন অমিত শাহ। আর এবার উত্তর-পূর্ব ভারতের অন্যান্য এলাকা থেকেও আফস্পা প্রত্যাহার করা হবে বলেও জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।