মেঘালয় : পরিবর্তন নাকি প্রত্যাবর্তন ? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। একদিকে যখন নিজেদের রাজ্যে ক্ষমতা ধরে রাখার মরিয়া চেষ্টা গেরুয়া শিবিরের ঠিক তখনই রাজ্য থেকে গেরুয়া শিবিরকে ক্ষমতাচ্যুত করার জোর লড়াই শুরু হয়েছে বিরোধীদের মধ্যে। তবে শেষ হাসিটা কে হাসবে তা নির্ধারণ করবে সাধারণ মানুষ।
শুধুমাত্র ক্ষমতা ধরে রাখা নয় ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে নিজেদের জেতা রাজ্য নিজেদের দখলে রাখা এখন বড় চ্যালেঞ্জ গেরুয়া শিবিরের কাছে। অন্যদিকে লোকসভা নির্বাচনের আগে বিজেপির এই মনোবল ভাঙতে কোমর বেঁধে ময়দানে নেমেছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি। মেঘালয় নির্বাচন নিয়ে এখন কৌতুহল কম নেই সাধারণ মানুষের মধ্যে।
আর এই সবের মাঝেই এবার সে রাজ্যে ভোট প্রচারে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ, মঙ্গলবার জোড়া সভা করবেন তিনি। পশ্চিম শিলংয়ে প্রথম জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবং দ্বিতীয় জনসভাটি করবেন পিনথোরুমখ্রাহতে।
উল্লেখ্য, চলতি মাসের ১৪ তারিখেই সে রাজ্যে প্রচার সেরেছেন বিজেপি জাতীয় সভাপতি জেপি নাড্ডা। আর এবার কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে সে রাজ্যে প্রচার সারবেন অমিত শাহ। বিজেপির অন্দরমহল সূত্রে জানা যাচ্ছে। ২৪ তারিখ মেঘালয়ে রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেন্ট্রাল লাইব্রেরি থেকে শুরু হবে প্রধানমন্ত্রীর রোড শো।
আরও পড়ুন : এবার ফেসবুক ব্যবহারের জন্য গুনতে হবে টাকা! আসছে নয়া নিয়ম