খবর অনলাইন ডেস্ক: মোদীর গ্যারান্টির পর কেজরিওয়ালের গ্যারান্টি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রবিবার আপ-এর দশটি গ্যারান্টির কথা ঘোষণা করেছেন। আপ যদি লোকসভা নির্বাচন তবে গ্যারান্টিমতো কাজ হবে। জনকল্যাণ বিষয়ক বিভিন্ন উদ্যোগের ব্যাপারে আশ্বাস দিয়েছেন কেজরিওয়াল। তার মধ্যে রয়েছে নিখরচায় বিদ্যুৎ দেওয়া এবং উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা।
“বিজেপি সব সময়েই তাদের তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়। আমার গ্যারান্টি আগে থেকেই প্রমাণিত। এর ট্র্যাক রেকর্ড আছে”, বলেন কেজরিওয়াল। তিনি বলেন, “জনগণকে ঠিক করতে হবে কোনটা তাঁরা বেছে নেবেন – কেজরিওয়ালের গ্যারান্টি না মোদীর গ্যারান্টি।”
মূল গ্যারান্টিগুলি কী কী
আপ প্রধান বলেন, বিদ্যুতের ক্ষেত্রে সারা দেশে দিল্লির মডেল অনুসরণ করা হবে। দিল্লিতে যেমন অর্থনৈতিক ভাবে অনগ্রসরদের জন্য অবিরাম বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রয়েছে, তেমনই সারা দেশেও সকলের জন্য একই ব্যবস্থা করা হবে।
অরবিন্দ কেজরিওয়ালের দ্বিতীয় গ্যারান্টি হল সরকারি হাসপাতালের হাল ফেরানে এবং ভারতের স্বাস্থ্য পরিকাঠামো উন্নত ঘটানো। এর জন্য স্বাস্থ্য খাতে তিনি ৫ লক্ষ কোটি টাকা খরচ করবেন বলে জানিয়েছেন। প্রত্যেকের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করা হবে এবং প্রতিটি গ্রাম, প্রতিটি অঞ্চলে মহল্লা ক্লিনিক গড়ে তোলা হবে।
কেজরিওয়ালের তিন নম্বর গ্যারান্টি হল সরকারি স্কুলে শিক্ষাব্যবস্থার হাল ফেরানো। তিনি দাবি করেন, এর জন্য ৫ লক্ষ কোটি টাকা দরকার হবে এবং সেঈ টাকা সেই টাকা কেন্দ্র এবং রাজ্যগুলি সমান সমান ভাগে খরচা করবে। অর্থাৎ কেন্দ্র খরচ করবে আড়াই লক্ষ কোটি টাকা এবং বাকি টাকা রাজ্যগুলি খরচা করবে।
কেজরিওয়ালের অন্যান্য গ্যারান্টির মধ্যে যেগুলি উল্লেখযোগ্য সেগুলি হল চিনের নিয়ন্ত্রণ থেকে ভারতের জমি ‘মুক্ত করা’, ভারতীয় সেনাবাহিনীতে চালু হওয়া অগ্নিবীর প্রকল্প বন্ধ করা, স্বামীনাথন কমিশনের রিপোর্ট অনুযায়ী কৃষকদের শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য দেওয়া এবং দিল্লিকে পুরোপুরি রাজ্য করা।
আরও পড়ুন
সোমবার চতুর্থ দফায় ৯৬ আসনে ভোট, রয়েছে পশ্চিমবঙ্গের ৮ কেন্দ্র