Homeখবরদেশহাইকোর্টে আবেদন খারিজ হতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেজরিওয়াল

হাইকোর্টে আবেদন খারিজ হতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেজরিওয়াল

প্রকাশিত

নয়াদিল্লি: মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের গ্রেফতারি বেআইনি নয়। হাইকোর্টে আবেদন খারিজ হতেই এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ দিল্লির মুখ্যমন্ত্রী।

আবগারি নীতি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ ইডির হাতে গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, এই গ্রেফতারি বেআইনি। আম আদমি পার্টির তরফেও এই গ্রেফতারিকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’র তকমা দেওয়া হয়েছে। মঙ্গলবার রায়দানের সময় দিল্লি হাই কোর্ট জানিয়েছে, কেজরীর গ্রেফতারি বেআইনি ভাবে হয়নি। ইডি আদালতে জানিয়েছে, কেজরীর বিরুদ্ধে তাদের হাতে প্রমাণ রয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রীকে আবগারি মামলার ‘মূলচক্রী’ হিসাবেও দেখিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

দিল্লি হাইকোর্ট আবগারি নীতি দুর্নীতির মামলায় তাঁর গ্রেফতারকে চ্যালেঞ্জ করা আবেদন খারিজ করার পরদিনই আজ, বুধবার সুপ্রিম কোর্টে কেজরিওয়াল। আম আদমি পার্টি (আপ) নেতার আইনজীবী ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে সকাল সাড়ে ১০টা নাগাদ বিষয়টি উত্থাপন করে একটি জরুরি শুনানির আবেদন করেন।

বলে রাখা ভালো, কেজরিওয়ালের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগও রয়েছে। আর্থিক তছরুপ মামলায় একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও, প্রতিবারই সমন এড়িয়েছেন তিনি। যে কারণে তদন্তকারী সংস্থার দাবি, এই ঘটনার পর দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা ছাড়া আর বিশেষ কোনো সুযোগ ছিল না ইডি-র হাতে।

এর আগে, তাঁকে গ্রেফতারের একদিন পরেও সুপ্রিম কোর্টে গিয়েছিলেন কেজরিওয়াল। কিন্তু পরে ট্রায়াল কোর্টে বিষয়টি উত্থাপন করার জন্য সেই আবেদন প্রত্যাহার করে নেন। এই একই দিনে সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ আবগারি নীতি মামলার আরেক অভিযুক্ত ভারত রাষ্ট্র সমিতির কে কবিতাকে আবেদন খারিজ করেছিল। সর্বোচ্চ আদালত তখন জানায়, এ ভাবে ডিঙিয়ে সিদ্দান্ত নেওয়া যায় না। কবিতাকে ট্রায়াল কোর্টে যেতে বলেছিল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: রাজ্যপালের কাছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নালিশ তৃণমূলের, অভিষেকের লেখা চিঠিতে উঠে এল ৫টি বিষয়

সাম্প্রতিকতম

মহিলা টি২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ার কাছে হেরে নিজেদের ভাগ্য অনিশ্চিত করে ফেলল ভারত

অস্ট্রেলিয়া: ১৫১-৮ (গ্রেস হ্যারিস ৪০, এলিসে পেরি ৩২, রেণুকা সিং ২-২৪, দীপ্তি শর্মা ২-২৮) ভারত:...

দীপাবলির আগে উড়ান যাত্রীদের জন্য বড় স্বস্তি, ঘরোয়া বিমানের ভাড়া কমছে

দীপাবলির আগে আকাশপথে যাতায়াত করা যাত্রীদের জন্য একটি সুখবর। পরিসংখ্যান বলছে, ঘরোয়া ফ্লাইটের ভাড়া...

ভুয়ো সাধু রুখতে মহাকুম্ভ মেলায় পরিচয়পত্র বাধ্যতামূলক, ‘শাহী স্নান’-এর মতো শব্দ বাতিলের দাবি 

২০২৫ মহাকুম্ভ মেলায় সাধুদের জন্য পরিচয়পত্র বাধ্যতামূলক করেছে আখিল ভারতীয় আখাড়া পরিষদ (এবিএপি)। ভুয়া বাবাদের প্রবেশ রোধ এবং মেলায় নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরানকে আধুনিক অস্ত্র ও যুদ্ধবিমান বিক্রি করত ইজরায়েল, দিয়েছিল গোপন সামরিক প্রশিক্ষণও, বন্ধুত্ব কী ভাবে বদলে গেল শত্রুতায়!

বিশ্ব সম্প্রতি অশান্তির একটি নতুন পর্যায়ে অবস্থান করছে। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে পরিস্থিতি...

আরও পড়ুন

দীপাবলির আগে উড়ান যাত্রীদের জন্য বড় স্বস্তি, ঘরোয়া বিমানের ভাড়া কমছে

দীপাবলির আগে আকাশপথে যাতায়াত করা যাত্রীদের জন্য একটি সুখবর। পরিসংখ্যান বলছে, ঘরোয়া ফ্লাইটের ভাড়া...

ভুয়ো সাধু রুখতে মহাকুম্ভ মেলায় পরিচয়পত্র বাধ্যতামূলক, ‘শাহী স্নান’-এর মতো শব্দ বাতিলের দাবি 

২০২৫ মহাকুম্ভ মেলায় সাধুদের জন্য পরিচয়পত্র বাধ্যতামূলক করেছে আখিল ভারতীয় আখাড়া পরিষদ (এবিএপি)। ভুয়া বাবাদের প্রবেশ রোধ এবং মেলায় নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনুমতি ছাড়া বসার অভিযোগ, সোনম ওয়াংচুকের সহযোগীদের থানায় তুলে নিয়ে গেল দিল্লি পুলিশ

লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে অষ্টম দিনের অনশনে বসে ছিলেন সোনম ওয়াংচুক। রবিবার দিল্লি পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত