Homeখবরদেশতেলঙ্গানায় ভোটপর্ব মোটামুটি নির্বিঘ্ন,বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়ল ৫১.৮৯ শতাংশ

তেলঙ্গানায় ভোটপর্ব মোটামুটি নির্বিঘ্ন,বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়ল ৫১.৮৯ শতাংশ

প্রকাশিত

হায়দরাবাদ: ইভিএম মেশিনে গোলযোগ-সহ ছোটোখাটো দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তেলঙ্গানায় বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ পর্ব শান্তিতেই চলছে। বিকেল ৩টে পর্যন্ত ৫১.৮৯ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশনের সূত্রে জানা গিয়েছে। সংবাদসংস্থা এএনআই এই খবর দিয়েছে।  

জনগাঁও শহরের এক পোলিং বুথে বিক্ষিপ্ত সংঘর্ষ বাঁধে। কংগ্রেসকর্মীরা এক ব্যক্তিকে পোলিং বুথের বাইরে টেনে আনেন। তাঁকে তাঁরা ভোট দিতে দিছিলেন না। সেই নিয়ে ঝামেলা। পুলিশের হস্তক্ষেপে অশান্তি বেশি দূর গড়ায়নি। ভোট শুরু হওয়ার একটু পরেই সূর্যপেট জেলার হুজুরনগরে একটি ভোটকেন্দ্রে রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে।  

কামারেড্ডি বিধানসভা কেন্দ্রের ২৫৩ নং বুথে ইভিএম মেশিনে গোলযোগের জন্য সকাল ৮টা নাগাদ ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। মিনিট ৪৫ পরে আবার ভোট নেওয়া শুরু হয়।  

রাজ্যের ৩৩টি জেলার ৩৫,৬৫৫ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ পর্ব শুরু হয় সকাল ৭টায়। ১ লক্ষ ৮৫ হাজারেরও বেশি ভোটকর্মী এই ভোটগ্রহণের কাজে যুক্ত রয়েছেন। এ ছাড়াও রয়েছেন ২২ হাজারের মতো পর্যবেক্ষক। রাজ্যের ৩ কোটি ৫৬ লক্ষ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাঁরা ২২৯০ জন প্রার্থীর মধ্য থেকে তাঁদের পছন্দমতো প্রার্থী বেছে নেবেন।

রাজ্যে এ বার ত্রিমুখী লড়াই চলছে। একদিকে মুখ্যমন্ত্রী কেসিআর-এর দল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস, পূর্বতন তেলঙ্গানা রাষ্ট্র সমিতি)। অন্য দিকে তাদের প্রধান প্রতিপক্ষ কংগ্রেস। তৃতীয় পক্ষ হিসাবে লড়াইয়ে রয়েছে বিজেপি। বিআরএস রাজ্যের ১১৯টি বিধানসভা আসনের সব ক’টিতে প্রার্থী দিয়েছে।

বিআরএস-এর প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস ১১৮টি আসনে প্রার্থী দিয়ে ১টি আসন ছেড়ে দিয়েছে সহযোগী ভারতের কমিউনিস্ট পার্টিকে (সিপিআই)। অভিনেতা পবন কল্যাণের দল জন সেনা জোট বেঁধেছে বিজেপির সঙ্গে। বিজেপি প্রার্থী দিয়েছে ১১১টি আসনে, বাকি ৮টি আসন ছেড়ে দিয়েছে জন সেনাকে।

উগ্র বামেদের প্রভাব আছে এমন জায়গাগুলিতে ভোটগ্রহণ পর্ব চলবে বিকেল ৪টে পর্যন্ত। আর বাদবাকি সব কেন্দ্রে ভোট নেওয়া হবে বিকেল ৬টা পর্যন্ত।

ফল প্রকাশ ৩ ডিসেম্বর

চলতি নভেম্বরে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হল। এই নির্বাচনপর্বের শেষ রাজ্যটি হল তেলঙ্গানা, যেখানে ভোটগ্রহণপর্ব চলছে আজ, ৩০ নভেম্বর। এর আগে নভেম্বরের ৭ তারিখ থেকে নভেম্বরের ২৫ তারিখের মধ্যে ভোট নেওয়া হয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় এবং মিজোরামে। পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটের ফল প্রকাশিত হবে ৩ ডিসেম্বর।

সাম্প্রতিকতম

গাজা ইস্যুতে আমেরিকায় ছাত্র বিক্ষোভ, উদ্বেগ প্রকাশ করে যা বলল ভারত

গাজা যুদ্ধের প্রতিবাদে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ আমেরিকার কলম্বিয়া এবং ইয়েল বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়়িয়ে পড়েছে।

এবার তারকা প্রচার তালিকা থেকেও বাদ, অনুগামীদের দেখে কেঁদে ফেললেন কুণাল

বৃহস্পতিবার যে ৪০ জনের তারকা প্রকাশিত হয়েছে সেই তালিকায় নাম রয়েছে দলের শীর্ষ নেতৃত্ব ছাড়াও দেব, সায়ন্তিকা, সোহম থেকে অদিতি মুন্সির। কিন্তু নাম নেই কুণালের।

সোনার দাম আবারও বাড়ল, জানুন কোথায় কত

গত সপ্তাহে সোনার দাম ক্রমাগত কমার পর এ সপ্তাহে সোনার দাম বাড়তে দেখা যাচ্ছে।...

২০২৫-এর মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু, ২৪-এর ফল প্রকাশ করে জানিয়ে দিল পর্ষদ

এ বছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৭,৬৫,২৫২ জন। পাশের হার বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৬.৩১ শতাংশ।

আরও পড়ুন

ভারতের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রথম মুখোমুখি হতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নয়াদিল্লি: জুলাইয়ের প্রথম দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন বলে আশা করা...

‘বেসরকারি সংস্থাগুলি মহাকাশকে আরও সহজলভ্য করে তুলবে’, দাবি ইসরো প্রধানের

বেঙ্গালুরু: ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে মহাকাশপ্রেমীদের সঙ্গে আড্ডা জমালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান...

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।