নয়া দিল্লি : মাত্র কয়েকদিন আগেই দিল্লির মেয়রের পদে বসেছেন শেলি ওবেরয়। আর তারপর পুরসভার
স্ট্যান্ডিং কমিটি নির্বাচন ঘিরে তুলকালাম বাঁধে পুরোনিগমে। কাউকে মারা হয় ঘুষি তো কেউ আবার মারেন লাথি। তবে এই ঘটনার পরেই বিস্ফোরক মন্তব্য করলেন দিল্লির মেয়র। তাঁর দাবি, ‘আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। বহু কষ্ট করে আমি সেখান থেকে পালিয়ে যাই’।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিল্লির মেয়র জানান, ‘আমার সহকর্মী আশু ঠাকুরের উপর হামলা চালানো হয়েছে। তাঁর গলার মাফলার ধরে ডায়াস থেকে টেনে নামানো হয়েছে তাঁকে। টেনে নিয়ে যাওয়া হয় বাইরের দরজার দিকে’। এই ঘটনার পর পুলিশের দ্বারস্থ হন শেলি এবং আশু।
তাঁর আরও দাবি, ‘আমি তখন ভোটের ফল ঘোষণা করছিলাম ঠিক সেই মুহূর্তেই আমাকে ঠেলে ফেলে দেওয়া হয়। এই ঘটনা ঘটিয়েছে বিজেপি কাউন্সিলর রবি নেগী, অর্জুন মারওয়া, চন্দন চৌধুরীরা’। যদিও বিজেপির দাবি, মেয়র যে ভোটটি অবৈধ বলে বাতিল করে দিয়েছিল সেটি ছিল আসলে বৈধ ভোট।