পূর্বনির্ধারিত নির্ঘণ্ট অনুযায়ী সোমবার (২২ জানুয়ারি, ২০২৪) অযোধ্যার রাম মন্দিরে সম্পন্ন হল রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। গর্ভগৃহ থেকে প্রথম ছবি প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে হাতে সোনার তৈরি একটি ধনুক ও তির ধারণ করছেন রামলালা।
প্রাণ প্রতিষ্ঠার পর সংবাদ সংস্থা এএনআই-এর এক্স হ্যান্ডলে গর্ভগৃহ থেকে রামলালার প্রথম ছবি প্রকাশ করা হয়েছে। রামলালা স্বর্ণালঙ্কারে সুশোভিত এবং তাঁর হাতে সোনার তৈরি ধনুক ও তির রয়েছে।
এ দিন রামলালার পুজো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যার রাম মন্দিরে অভিষেক অনুষ্ঠানের সময় মূর্তিটি উন্মোচন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স-এ লেখেন, “অযোধ্যাধামে শ্রী রামলালার অভিষেকের অতিপ্রাকৃত মুহূর্তটি সবাইকে আবেগাপ্লুত করতে চলেছে। এই ঐশ্বরিক কর্মসূচির একটি অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। জয় সিয়া রাম”।
প্রসঙ্গত, এ দিন দুপুর ১২টা ৫ মিনিটে রামলালার মূর্তি নিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করবেন প্রধানমন্ত্রী মোদী। এরপর শুরু হবে প্রাণ প্রতিষ্ঠার আচার। সোনার মুদ্রা দিয়ে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নিজেই। গর্ভগৃহে উপস্থিত থাকবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্য়পাল আনন্দীবেন পটেল, আরএসএস প্রধান মোহন ভগবত ও রাম মন্দিরের প্রধান পুজারী।