Homeখবরদেশবাবা সিদ্দিকি হত্যার পর বিষ্ণোই গ্যাংয়ের নজরে আর কারা? প্রকাশ্যে এল চাঞ্চল্যকর...

বাবা সিদ্দিকি হত্যার পর বিষ্ণোই গ্যাংয়ের নজরে আর কারা? প্রকাশ্যে এল চাঞ্চল্যকর হিটলিস্ট

প্রকাশিত

মুম্বইতে এনসিপি নেতা এবং মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি শনিবার রাতে নিজের অফিসের বাইরে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। কয়েক ঘণ্টার মধ্যেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের একজন সদস্য এই হত্যার দায় স্বীকার করে। ঘটনার পর লরেন্স গ্যাংয়ের ভূমিকা নিয়ে তদন্ত শুরু হয়েছে, এবং গ্যাংয়ের বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের খোঁজ পাওয়া যাচ্ছে।

এনআইএ-র হাতে গ্রেফতার হওয়া গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই (Lawrence Bishnoi) প্রকাশ করেছেন তাঁর হিটলিস্টে থাকা নামগুলি। এই তালিকায় প্রথমেই রয়েছেন বলিউড সুপারস্টার সলমন খান। ১৯৯৮ সালে হরিণ হত্যার প্রতিশোধ নিতে বিষ্ণোই টার্গেট করেছেন সলমনকে। কারণ এই হত্যাকাণ্ড বিষ্ণোই সম্প্রদায়ের কাছে পবিত্রতার অপমান হিসেবে বিবেচিত। লরেন্সের সহযোগী সম্পত নেহরা সলমনের মুম্বইয়ের বাড়িতে নজরদারি চালিয়েছিলেন, তবে নেহরার গ্রেফতারের ফলে সেই পরিকল্পনা ভেস্তে যায়।

২০২৪ সালের এপ্রিল মাসে, সলমনের বাড়ি আবারও আক্রমণের শিকার হয়, যখন গুলি চালিয়ে আততায়ীরা পালিয়ে যায়। তবে সৌভাগ্যক্রমে কেউ আহত হয়নি। আর কে কে ছিলেন লরেন্স গ্যাংয়ের হিটলিস্টে?

শাগনপ্রীত সিংহ

লরেন্স বিষ্ণোইয়ের হিটলিস্টে পরবর্তী নাম শাগনপ্রীত সিংহ। যিনি খ্যাতনামা পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার ম্যানেজার। বিষ্ণোই বিশ্বাস করেন যে শাগনপ্রীত তাঁর ঘনিষ্ঠ সহযোগী বিকি মিদ্দুখেরার হত্যাকারীদের আশ্রয় দিয়েছিলেন। ২০২১ সালে মোহালিতে বিকি মিদ্দুখেরাকে গুলি করে হত্যা করা হয়েছিল এবং বিষ্ণোই তাঁকে নিজের দাদার মতো দেখতেন। এই হত্যার প্রতিশোধ নিতে শাগনপ্রীতকে হত্যার পরিকল্পনা করেন বিষ্ণোই।

মানদীপ ধারিওয়াল

বাঁবিহা গ্যাংয়ের প্রধান লাকি পাডিয়ালের সহযোগী মানদীপ ধারিওয়ালও বিষ্ণোইয়ের হিটলিস্টে রয়েছেন। বিকি মিদ্দুখেরা হত্যার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বিষ্ণোইয়ের নিশানায় চলে আসেন ধারিওয়াল। তাঁকে ফিলিপিন্সে গুলি করে হত্যা করা হয় এবং সেই হত্যার দায় স্বীকার করে গোল্ডি ব্রার গ্যাং, যা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সহযোগী।

কৌশল চৌধুরি

বিষ্ণোইয়ের নিশানায় ছিলেন কুখ্যাত গ্যাংস্টার কৌশল চৌধুরি, যিনি বর্তমানে গুরুগ্রামের একটি জেলে রয়েছেন। বিষ্ণোইয়ের প্রতিপক্ষ বাঁবিহা গ্যাংয়ের সঙ্গে যুক্ত কৌশল, বিকি মিদ্দুখেরার হত্যাকারীদের অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন। বিষ্ণোই তাঁকে যে কোনো মূল্যে হত্যা করতে চান।

অমিত দাগর

অমিত দাগর, যিনি বিষ্ণোইয়ের প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের সদস্য এবং বিকি মিদ্দুখেরা হত্যায় জড়িত। তিনি বর্তমানে জেলে আছেন এবং বিষ্ণোইয়ের নিশানায় রয়েছেন। দাগর সাতটি হত্যার স্বীকারোক্তি দিয়েছেন এবং তাঁর বিরুদ্ধে একাধিক তোলাবাজির মামলা রয়েছে। ২০১৮ সালে গুরুগ্রামে একটি গুলির লড়াইয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছিল।

বাবা সিদ্দিকির হত্যার পর লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে তদন্ত আরও তীব্র হয়েছে। কারণ তারা এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করছে। বিষ্ণোই গ্যাংয়ের বিস্তৃত নেটওয়ার্ক, যা ১১টি রাজ্যে প্রায় ৭০০ শুটার নিয়ন্ত্রণ করে। এই গ্যাংকে বর্তমানে দাউদ ইব্রাহিমের অপরাধ সাম্রাজ্যের সঙ্গে তুলনা করা হচ্ছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

SIR ঘোষণা হতেই ফের এনআরসি আতঙ্ক! আগরপাড়ায় আত্মঘাতী প্রৌঢ়, মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া

আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ কর। ঘটনাস্থলে পুলিশ কমিশনার। মুখ্যমন্ত্রীর তীব্র ক্ষোভ— “বাংলা এনআরসি মানবে না।”

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

আরও পড়ুন

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...