Homeখবরদেশরাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ, মোদী পদবি নিয়ে আদালতের সাজা ঘোষণার পর...

রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ, মোদী পদবি নিয়ে আদালতের সাজা ঘোষণার পর বিজ্ঞপ্তি লোকসভার

প্রকাশিত

নয়াদিল্লি: মোদী পদবী নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ। তিন বছর আগের সেই মন্তব্যের জেরে দায়ের হওয়া মামলায় বৃহস্পতিবার রাহুল গান্ধীর দু’বছরের কারাবাসের সাজা ঘোষণা। শুক্রবার কংগ্রেস নেতার সাংসদপদ খারিজ করার সিদ্ধান্ত ঘোষণা লোকসভার সচিবালয়ের। তবে এ ভাবে সংসদের কোনো সদস্যের পদ খারিজ করা যায় কি না, তা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে কংগ্রেস।

গতকাল রাহুলের কারাবাসের সাজা ঘোষণার পরই দেশ জুড়ে বিক্ষোভে নেমেছে কংগ্রেস। তার পরে এ দিন লোকসভার সচিবালয় রাহুলের সদস্যপদ খারিজ করে বিজ্ঞপ্তি জারি করল।

এ বিষয়ে শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে লোকসভা সচিবালয়। যাতে বলা হয়েছে, মোদী পদবি তুলে আপত্তিকর মন্তব্যের দায়ে বৃহস্পতিবার গুজরাতে সুরাত জেলা আদালত রাহুলকে ২ বছর জেলের সাজা দিয়েছিল। তারই ভিত্তিতে ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ করা হল।

বিজ্ঞপ্তির প্রতিক্রিয়ায়, এই সিদ্ধান্তকে ভুল বলে অভিহিত করেছেন প্রবীণ কংগ্রেস নেতা মনীশ তেওয়ারি। তাঁর কথায়, “লোকসভা সচিবালয় কোনো সাংসদকে অযোগ্য ঘোষণা করতে পারে না। রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করে এটি করতে হবে।”

কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, “বিজেপি বরাবরই ওঁর (রাহুল গান্ধী) সাংসদপদ বাতিল করার চেষ্টা চালাচ্ছে। সত্যি কথা যাঁরা বলেন তাঁদের সংসদে রাখতে চায় না ওরা। তবে আমরা সংসদের বাইরেও সরব হব।  আমরা জেপিসি-র দাবি চালিয়ে যাব। দরকারে গণতন্ত্র বাঁচাতে জেলে যাব। দলীয় নেতাদের নিয়ে বৈঠকে আগামী দিনের রণনীতি তৈরি হবে”।

কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ বলেন, “আমরা এই লড়াই আইনি এবং রাজনৈতিক, উভয় ভাবেই লড়ব। আমরা ভয় পাচ্ছি না বা মুখ বন্ধ করেও থাকব না। আদানি কেলেঙ্কারিতে জেপিসি চেয়েছিলাম, পরিবর্তে রাহুল গান্ধীকে সংসদে অযোগ্য ঘোষণা করা হয়েছে”।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ২০১৯ সালের সেই ফৌজদারি মানহানির মামলায় বৃহস্পতিবার রায় শুনিয়েছে গুজরাতের সুরাতের একটি আদালত। দু’বছরের কারাদণ্ড এবং ১৫ হাজার টাকার জরিমানার সাজা শুনিয়েছে আদালত। তবে আপাতত এক মাসের জন্য রাহুলকে জামিন দেওয়া হয়েছে যাতে তিনি উচ্চ আদালতে এই নির্দেশের বিরুদ্ধে আবেদন জানাতে পারেন। আর এরই মধ্যে তাঁর সাংসদপদ খারিজের বিজ্ঞপ্তি নিয়ে নতুন করে শোরগোল।

আরও পড়ুন: কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে ১৪টি বিরোধী দল, শুনানি ৫ এপ্রিল

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।