Homeখবরদেশরাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ, মোদী পদবি নিয়ে আদালতের সাজা ঘোষণার পর...

রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ, মোদী পদবি নিয়ে আদালতের সাজা ঘোষণার পর বিজ্ঞপ্তি লোকসভার

প্রকাশিত

নয়াদিল্লি: মোদী পদবী নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ। তিন বছর আগের সেই মন্তব্যের জেরে দায়ের হওয়া মামলায় বৃহস্পতিবার রাহুল গান্ধীর দু’বছরের কারাবাসের সাজা ঘোষণা। শুক্রবার কংগ্রেস নেতার সাংসদপদ খারিজ করার সিদ্ধান্ত ঘোষণা লোকসভার সচিবালয়ের। তবে এ ভাবে সংসদের কোনো সদস্যের পদ খারিজ করা যায় কি না, তা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে কংগ্রেস।

গতকাল রাহুলের কারাবাসের সাজা ঘোষণার পরই দেশ জুড়ে বিক্ষোভে নেমেছে কংগ্রেস। তার পরে এ দিন লোকসভার সচিবালয় রাহুলের সদস্যপদ খারিজ করে বিজ্ঞপ্তি জারি করল।

এ বিষয়ে শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে লোকসভা সচিবালয়। যাতে বলা হয়েছে, মোদী পদবি তুলে আপত্তিকর মন্তব্যের দায়ে বৃহস্পতিবার গুজরাতে সুরাত জেলা আদালত রাহুলকে ২ বছর জেলের সাজা দিয়েছিল। তারই ভিত্তিতে ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ করা হল।

বিজ্ঞপ্তির প্রতিক্রিয়ায়, এই সিদ্ধান্তকে ভুল বলে অভিহিত করেছেন প্রবীণ কংগ্রেস নেতা মনীশ তেওয়ারি। তাঁর কথায়, “লোকসভা সচিবালয় কোনো সাংসদকে অযোগ্য ঘোষণা করতে পারে না। রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করে এটি করতে হবে।”

কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, “বিজেপি বরাবরই ওঁর (রাহুল গান্ধী) সাংসদপদ বাতিল করার চেষ্টা চালাচ্ছে। সত্যি কথা যাঁরা বলেন তাঁদের সংসদে রাখতে চায় না ওরা। তবে আমরা সংসদের বাইরেও সরব হব।  আমরা জেপিসি-র দাবি চালিয়ে যাব। দরকারে গণতন্ত্র বাঁচাতে জেলে যাব। দলীয় নেতাদের নিয়ে বৈঠকে আগামী দিনের রণনীতি তৈরি হবে”।

কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ বলেন, “আমরা এই লড়াই আইনি এবং রাজনৈতিক, উভয় ভাবেই লড়ব। আমরা ভয় পাচ্ছি না বা মুখ বন্ধ করেও থাকব না। আদানি কেলেঙ্কারিতে জেপিসি চেয়েছিলাম, পরিবর্তে রাহুল গান্ধীকে সংসদে অযোগ্য ঘোষণা করা হয়েছে”।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ২০১৯ সালের সেই ফৌজদারি মানহানির মামলায় বৃহস্পতিবার রায় শুনিয়েছে গুজরাতের সুরাতের একটি আদালত। দু’বছরের কারাদণ্ড এবং ১৫ হাজার টাকার জরিমানার সাজা শুনিয়েছে আদালত। তবে আপাতত এক মাসের জন্য রাহুলকে জামিন দেওয়া হয়েছে যাতে তিনি উচ্চ আদালতে এই নির্দেশের বিরুদ্ধে আবেদন জানাতে পারেন। আর এরই মধ্যে তাঁর সাংসদপদ খারিজের বিজ্ঞপ্তি নিয়ে নতুন করে শোরগোল।

আরও পড়ুন: কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে ১৪টি বিরোধী দল, শুনানি ৫ এপ্রিল

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।