Homeখবরদেশবিশ্বের প্রথম সিএনজি-চালিত বাজাজ ফ্রিডম বাইকের ডেলিভারি শুরু, ভরা ট্যাঙ্কে ছুটবে ৩৩০...

বিশ্বের প্রথম সিএনজি-চালিত বাজাজ ফ্রিডম বাইকের ডেলিভারি শুরু, ভরা ট্যাঙ্কে ছুটবে ৩৩০ কিমি!

প্রকাশিত

কয়েক সপ্তাহ আগেই বাজাজ লঞ্চ করেছে ফ্রিডম ১২৫ (Bajaj Freedom 125) সিএনজি মোটরসাকেলের। এখন এই বাইকের ডেলিভারি শুরু হয়েছে। সংস্থার তরফে জানানো হয়, প্রথম ইউনিটটি পুনেতে একজন গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে৷

লঞ্চের সময়, বাজাজ বলেছিল যে এই বাইকটি প্রাথমিক ভাবে শুধুমাত্র মহারাষ্ট্র এবং গুজরাতে পাওয়া যাবে। তবে টু-হুইলার সংস্থাটি এখন দেশব্যাপী বুকিং চালু করেছে। কারণ, শুরুর দিকে ফ্রিডম সিএনজি বাইকের প্রতি সাধারণের আগ্রহ তুঙ্গে। সংস্থা বলেছে, ইতিমধ্যেই নিজের সর্বশেষ অফারটির জন্য সারা দেশ থেকে তিরিশ হাজারেরও বেশি প্রশ্ন পেয়েছে তারা।

ফ্রিডম সিএনজি বাইকটি তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। এগুলি হল ড্রাম (৯৫ হাজার টাকা, এক্স-শোরুম), ড্রাম এলইডি (১ লক্ষ ৫ হাজার টাকা, এক্স-শোরুম) এবং ডিস্ক এলইডি (১ লক্ষ ১০ হাজার টাকা, এক্স-শোরুম)। এই বাইকটি সম্পর্কে সবচেয়ে সাধারণ প্রশ্নটি হল, এর মাইলেজ কত? তবে ফিচার-সহ বিস্তারিত তথ্য এখন ঘুরছে নেট মাধ্যমে।

নতুন ফ্রিডম ১২৫ হল বিশ্বের প্রথম পারপাজ-বিল্ড সিএনজি চালিত মোটরসাইকেল। তবে এটা পেট্রোলেও চলে। বাজাজ ফ্রিডম ১২৫ সিএনজি নিয়ে জোরালো গুঞ্জন তৈরি হওয়ার কারণ সম্ভবত এটাই। টু-হুইলার শিল্পে একটি গেম-চেঞ্জার হতে পারে এই বাইক। কারণ, প্রথমত এটি বিশ্বের প্রথম সিএনজি-চালিত মোটরসাইকেল এবং বাজাজ একটি সম্পূর্ণ ভরা ট্যাঙ্কে ৩৩০ কিলোমিটার পর্যন্ত চলার প্রতিশ্রুতি দিচ্ছে।

বাজাজ ফ্রিডম ১২৫ একটি ১২৫ সিসি, সিঙ্গল-সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন দ্বারা চালিত। যা ৯.৩ বিএইচপি এবং ৯.৭ এনএম টর্ক তৈরি করে। এর স্পিড গিয়ার সংস্থা ৫টি। এতে একটি ২ লিটারের জ্বালানি ট্যাঙ্ক এবং ২ কেজি ওজনের একটি সিএনজি ট্যাঙ্ক রয়েছে। এই ট্যাঙ্ক রয়েছে চালকের বসার আসনের নীচে। যা এক নতুন ধরনের ট্রেলিস ফ্রেমে মোড়ানো।

বিশ্লেষকদের মতে, বাজাজ ফ্রিডম ১২৫ সিএনজি মোটরসাইকেলটি হিরো স্প্লেন্ডার ১২৫, হোন্ডা শাইন ১২৫ এবং অন্যান্য ১২৫ সিসি মোটরসাইকেলগুলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই পারে। কিন্তু ডিজাইন এবং অবশ্যই এতে সিএনজি ব্যবহারের দিক থেকে বাজার ফ্রিডম ১২৫ আলাদা গুরুত্ব আদায় করে নিচ্ছে।

আরও পড়ুন: বাজাজ পালসার এখন বিক্রি হচ্ছে অ্যামাজনে, অনলাইনে কেনার সময় এই বিষয়গুলি মাথায় রাখবেন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।