কয়েক সপ্তাহ আগেই বাজাজ লঞ্চ করেছে ফ্রিডম ১২৫ (Bajaj Freedom 125) সিএনজি মোটরসাকেলের। এখন এই বাইকের ডেলিভারি শুরু হয়েছে। সংস্থার তরফে জানানো হয়, প্রথম ইউনিটটি পুনেতে একজন গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে৷
লঞ্চের সময়, বাজাজ বলেছিল যে এই বাইকটি প্রাথমিক ভাবে শুধুমাত্র মহারাষ্ট্র এবং গুজরাতে পাওয়া যাবে। তবে টু-হুইলার সংস্থাটি এখন দেশব্যাপী বুকিং চালু করেছে। কারণ, শুরুর দিকে ফ্রিডম সিএনজি বাইকের প্রতি সাধারণের আগ্রহ তুঙ্গে। সংস্থা বলেছে, ইতিমধ্যেই নিজের সর্বশেষ অফারটির জন্য সারা দেশ থেকে তিরিশ হাজারেরও বেশি প্রশ্ন পেয়েছে তারা।
ফ্রিডম সিএনজি বাইকটি তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। এগুলি হল ড্রাম (৯৫ হাজার টাকা, এক্স-শোরুম), ড্রাম এলইডি (১ লক্ষ ৫ হাজার টাকা, এক্স-শোরুম) এবং ডিস্ক এলইডি (১ লক্ষ ১০ হাজার টাকা, এক্স-শোরুম)। এই বাইকটি সম্পর্কে সবচেয়ে সাধারণ প্রশ্নটি হল, এর মাইলেজ কত? তবে ফিচার-সহ বিস্তারিত তথ্য এখন ঘুরছে নেট মাধ্যমে।
নতুন ফ্রিডম ১২৫ হল বিশ্বের প্রথম পারপাজ-বিল্ড সিএনজি চালিত মোটরসাইকেল। তবে এটা পেট্রোলেও চলে। বাজাজ ফ্রিডম ১২৫ সিএনজি নিয়ে জোরালো গুঞ্জন তৈরি হওয়ার কারণ সম্ভবত এটাই। টু-হুইলার শিল্পে একটি গেম-চেঞ্জার হতে পারে এই বাইক। কারণ, প্রথমত এটি বিশ্বের প্রথম সিএনজি-চালিত মোটরসাইকেল এবং বাজাজ একটি সম্পূর্ণ ভরা ট্যাঙ্কে ৩৩০ কিলোমিটার পর্যন্ত চলার প্রতিশ্রুতি দিচ্ছে।
বাজাজ ফ্রিডম ১২৫ একটি ১২৫ সিসি, সিঙ্গল-সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন দ্বারা চালিত। যা ৯.৩ বিএইচপি এবং ৯.৭ এনএম টর্ক তৈরি করে। এর স্পিড গিয়ার সংস্থা ৫টি। এতে একটি ২ লিটারের জ্বালানি ট্যাঙ্ক এবং ২ কেজি ওজনের একটি সিএনজি ট্যাঙ্ক রয়েছে। এই ট্যাঙ্ক রয়েছে চালকের বসার আসনের নীচে। যা এক নতুন ধরনের ট্রেলিস ফ্রেমে মোড়ানো।
বিশ্লেষকদের মতে, বাজাজ ফ্রিডম ১২৫ সিএনজি মোটরসাইকেলটি হিরো স্প্লেন্ডার ১২৫, হোন্ডা শাইন ১২৫ এবং অন্যান্য ১২৫ সিসি মোটরসাইকেলগুলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই পারে। কিন্তু ডিজাইন এবং অবশ্যই এতে সিএনজি ব্যবহারের দিক থেকে বাজার ফ্রিডম ১২৫ আলাদা গুরুত্ব আদায় করে নিচ্ছে।
আরও পড়ুন: বাজাজ পালসার এখন বিক্রি হচ্ছে অ্যামাজনে, অনলাইনে কেনার সময় এই বিষয়গুলি মাথায় রাখবেন