Homeখবরদেশবিশ্বের প্রথম সিএনজি-চালিত বাজাজ ফ্রিডম বাইকের ডেলিভারি শুরু, ভরা ট্যাঙ্কে ছুটবে ৩৩০...

বিশ্বের প্রথম সিএনজি-চালিত বাজাজ ফ্রিডম বাইকের ডেলিভারি শুরু, ভরা ট্যাঙ্কে ছুটবে ৩৩০ কিমি!

প্রকাশিত

কয়েক সপ্তাহ আগেই বাজাজ লঞ্চ করেছে ফ্রিডম ১২৫ (Bajaj Freedom 125) সিএনজি মোটরসাকেলের। এখন এই বাইকের ডেলিভারি শুরু হয়েছে। সংস্থার তরফে জানানো হয়, প্রথম ইউনিটটি পুনেতে একজন গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে৷

লঞ্চের সময়, বাজাজ বলেছিল যে এই বাইকটি প্রাথমিক ভাবে শুধুমাত্র মহারাষ্ট্র এবং গুজরাতে পাওয়া যাবে। তবে টু-হুইলার সংস্থাটি এখন দেশব্যাপী বুকিং চালু করেছে। কারণ, শুরুর দিকে ফ্রিডম সিএনজি বাইকের প্রতি সাধারণের আগ্রহ তুঙ্গে। সংস্থা বলেছে, ইতিমধ্যেই নিজের সর্বশেষ অফারটির জন্য সারা দেশ থেকে তিরিশ হাজারেরও বেশি প্রশ্ন পেয়েছে তারা।

ফ্রিডম সিএনজি বাইকটি তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। এগুলি হল ড্রাম (৯৫ হাজার টাকা, এক্স-শোরুম), ড্রাম এলইডি (১ লক্ষ ৫ হাজার টাকা, এক্স-শোরুম) এবং ডিস্ক এলইডি (১ লক্ষ ১০ হাজার টাকা, এক্স-শোরুম)। এই বাইকটি সম্পর্কে সবচেয়ে সাধারণ প্রশ্নটি হল, এর মাইলেজ কত? তবে ফিচার-সহ বিস্তারিত তথ্য এখন ঘুরছে নেট মাধ্যমে।

নতুন ফ্রিডম ১২৫ হল বিশ্বের প্রথম পারপাজ-বিল্ড সিএনজি চালিত মোটরসাইকেল। তবে এটা পেট্রোলেও চলে। বাজাজ ফ্রিডম ১২৫ সিএনজি নিয়ে জোরালো গুঞ্জন তৈরি হওয়ার কারণ সম্ভবত এটাই। টু-হুইলার শিল্পে একটি গেম-চেঞ্জার হতে পারে এই বাইক। কারণ, প্রথমত এটি বিশ্বের প্রথম সিএনজি-চালিত মোটরসাইকেল এবং বাজাজ একটি সম্পূর্ণ ভরা ট্যাঙ্কে ৩৩০ কিলোমিটার পর্যন্ত চলার প্রতিশ্রুতি দিচ্ছে।

বাজাজ ফ্রিডম ১২৫ একটি ১২৫ সিসি, সিঙ্গল-সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন দ্বারা চালিত। যা ৯.৩ বিএইচপি এবং ৯.৭ এনএম টর্ক তৈরি করে। এর স্পিড গিয়ার সংস্থা ৫টি। এতে একটি ২ লিটারের জ্বালানি ট্যাঙ্ক এবং ২ কেজি ওজনের একটি সিএনজি ট্যাঙ্ক রয়েছে। এই ট্যাঙ্ক রয়েছে চালকের বসার আসনের নীচে। যা এক নতুন ধরনের ট্রেলিস ফ্রেমে মোড়ানো।

বিশ্লেষকদের মতে, বাজাজ ফ্রিডম ১২৫ সিএনজি মোটরসাইকেলটি হিরো স্প্লেন্ডার ১২৫, হোন্ডা শাইন ১২৫ এবং অন্যান্য ১২৫ সিসি মোটরসাইকেলগুলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই পারে। কিন্তু ডিজাইন এবং অবশ্যই এতে সিএনজি ব্যবহারের দিক থেকে বাজার ফ্রিডম ১২৫ আলাদা গুরুত্ব আদায় করে নিচ্ছে।

আরও পড়ুন: বাজাজ পালসার এখন বিক্রি হচ্ছে অ্যামাজনে, অনলাইনে কেনার সময় এই বিষয়গুলি মাথায় রাখবেন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।