Homeখবরদেশজেএনইউ ক্যাম্পাসে প্রতিবাদে নিষেধাজ্ঞা, নির্দেশ অমান্য করলে জরিমানা, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের ফতোয়া

জেএনইউ ক্যাম্পাসে প্রতিবাদে নিষেধাজ্ঞা, নির্দেশ অমান্য করলে জরিমানা, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের ফতোয়া

প্রকাশিত

নয়াদিল্লি: পড়ুয়া-বিক্ষোভ নিয়ে কঠোর পদক্ষেপ জওহরলাল নেহরু বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষের। জানা গিয়েছে, জেএনইউ ক্যাম্পাসে প্রতিবাদে নিষেধাজ্ঞা, নির্দেশ অমান্য করলে জরিমানা, বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের ফতোয়া জারি করেছেন কর্তৃপক্ষ।

দেশ-বিদেশে বিখ্যাত জওহর লাল নেহরু বিশ্ববিদ্যালয়। বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ-বিক্ষোভকে কেন্দ্র করেও বিশ্ববিদ্যালয়ের যথেষ্ট পরিচিতি রয়েছে। সম্প্রতি জেএনইউ প্রশাসন সিদ্ধান্ত নিয়েছেন একাডেমিক ভবনের ১০০ মিটারের মধ্যে প্রতিবাদ করার জন্য এবং দেওয়ালে পোস্টার লাগানোর জন্য ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।

এখানেই শেষ নয়, যদি বিষয়টি গুরুতর হয় তবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের শাস্তিও দেওয়া যেতে পারে সংশ্লিষ্ট পড়ুয়াকে। এর পাশাপাশি, জেএনইউ-র নতুন নির্দেশিকায় বলা হয়েছে, কোনও দেশবিরোধী কার্যকলাপের জন্য পড়ুয়াদের ১০ হাজার টাকা জরিমানা দিতে হতে পারে।

জানা গিয়েছে, ক্লাস রুম এবং ল্যাবরেটরি ছাড়াও, নতুন নিয়মে চেয়ারপারসন, ডিন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আধিকারিকদের অফিসও অন্তর্ভুক্ত রয়েছে। হিংসা ও সংঘর্ষ থামাতে এই সিদ্ধান্ত নিয়েছে জেএনইউ প্রশাসন।

আগে জেএনইউ প্রশাসনিক ব্লকের ১০০ মিটারের মধ্যে বিক্ষোভ হতো, কিন্তু দিল্লি হাইকোর্টের নির্দেশের পরে, এই এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছিল। নতুন নিয়ম অনুযায়ী, শারীরিক নির্যাতন, অন্য পড়ুয়া, কর্মচারী বা অনুষদ সদস্যকে গালিগালাজ বা মারধরের জন্য একজন পড়ুয়াকে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে।

চিফ প্রক্টর অফিসের জারি করা নির্দেশিকা অনুসারে, যে কোনও ধর্ম, বর্ণ বা সম্প্রদায় বা অসহিষ্ণুতা বা দেশবিরোধী কার্যকলাপের জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হবে। অপমানজনক ধর্মীয়, সাম্প্রদায়িক, বর্ণবাদী বা দেশবিরোধী মন্তব্য সম্বলিত পোস্টার বা পুস্তিকা মুদ্রণ, প্রকাশ এবং প্রচার বা সাঁটানোর অপরাধে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ করা হবে।

জেএনইউ প্রশাসনের এই নির্দেশের বিরোধিতা করেছে ছাত্র ইউনিয়ন। ছাত্র ইউনিয়নের নেতারা বলছেন, এটা ক্যাম্পাসে ভিন্নমত দমনের চেষ্টা। জেএনইউএসইউ এই নতুন নিয়ম প্রত্যাহারের দাবি জানিয়েছে। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত অবিলম্বে চিফ প্রক্টর কার্যালয় থেকে জারি করা নতুন নির্দেশিকা বাতিল করতে হবে। এর প্রতিবাদে বৃহস্পতিবার জেএনইউ ছাত্র সংসদও বৈঠক ডেকেছে।

আরও পড়ুন: শিবরাজ সিং চৌহানের জমানা শেষ, মধ্যপ্রদেশে নতুন মুখ্যমন্ত্রী মোহন যাদব

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এক চিকিৎসকের আট বছরের লড়াইয়ে বড় জয়, ভুয়ো ওআরএস-এর উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI, আসল চিনবেন কী করে?

হায়দরাবাদের শিশু-রোগ বিশেষজ্ঞ ডা. শিবরঞ্জনী সন্তোষের দীর্ঘ লড়াইয়ের ফলে বড় পদক্ষেপ নিল FSSAI। WHO-র নির্ধারিত মান না মেনে ‘ORS’ নামে বিক্রি হওয়া পানীয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হল। শিশুদের জন্য বিপজ্জনক এই মিষ্টি পানীয় নিয়ে শুরু হয়েছিল তাঁর আইনি লড়াই প্রায় এক দশক আগে।

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।

অভিমন্যু ৭১ অপরাজিত, শামির ৪ উইকেট রনজি ম্যাচে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা

অভিমন্যু ঈশ্বরণ ও মহম্মদ শামির দুর্দান্ত পারফরম্যান্সে রনজি ট্রফিতে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা। শামি নিলেন ৭ উইকেট, ম্যাচের সেরা তিনি।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ঢাকা থেকে আল আমিন: দেশের প্রধান ও ব্যস্ততম বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো...

আরও পড়ুন

এক চিকিৎসকের আট বছরের লড়াইয়ে বড় জয়, ভুয়ো ওআরএস-এর উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI, আসল চিনবেন কী করে?

হায়দরাবাদের শিশু-রোগ বিশেষজ্ঞ ডা. শিবরঞ্জনী সন্তোষের দীর্ঘ লড়াইয়ের ফলে বড় পদক্ষেপ নিল FSSAI। WHO-র নির্ধারিত মান না মেনে ‘ORS’ নামে বিক্রি হওয়া পানীয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হল। শিশুদের জন্য বিপজ্জনক এই মিষ্টি পানীয় নিয়ে শুরু হয়েছিল তাঁর আইনি লড়াই প্রায় এক দশক আগে।

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।